T20 World Cup 2021: টিমগেমেই ভারতের বিরুদ্ধে সাফল্য পেলাম: উইলিয়ামসন
পাকিস্তানের কাছে হারের পর ভারতের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়েই মাঠে নেমেছিল নিউজিল্যান্ড। বোলিং ভারসাম্যই ম্যাচ জেতার অন্যতম কারণ বলছেন উইলিয়ামসন।
দুবাই: ১৮ বছরের অপেক্ষার অবসান ঘটল না। বরং তা বেড়ে গেল। ২০০৩ সাল থেকে বিশ্বকাপের কোনও ম্যাচে নিউজিল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে জিততে পারেনি ভারত (India)। ২০২১ সালে আমিরশাহিতে এসেও সেই রেকর্ড অক্ষুণ্ণ রাখলেন কেন উইলিয়ামসনরা। পাকিস্তান ম্যাচের অ্যাকশন রিপ্লে-ই যেন তুলে ধরল কিউয়ি টিম। সেই একই রকম একচেটিয়া ম্যাচ জয়। আর সেই একই রকম ভারতীয় টিমের মুখ থুবড়ে পড়া। ব্যাটারদের ব্যাটে রান নেই। বোলারদের ঝুলিতে নেই উইকেট। পাকিস্তানের মতো নিউজিল্যান্ডও বোধহয় ভাবেনি, এত সহজে ভারতীয় টিম ভেঙে পড়বে।
নিউজিল্যান্ড টিমের ক্যাপ্টেন কেন উইলিয়ামসন (Kane Williamson) ম্যাচের পর তীব্র উচ্ছ্বাস নিয়ে বলে গেলেন, ‘যে কোনও বড় ম্যাচে নামার আগে একটা পরিকল্পনা দরকার। আমাদের সেটা ছিলই। সেই সঙ্গে টিম যে ভাবে অলরাউন্ড পারফরম্যান্স দিয়েছে, তাও আবার ভারতের মতো দুরন্ত টিমের বিরুদ্ধে, কোনও প্রশংসাই যথেষ্ট নয়। আমরা শুরু থেকেই ওদের চাপে রাখার চেষ্টা করেছিলাম। তারপর আমাদের ব্যাটিংয়ের সময় ওপেনাররা শুরুটা দারুণ দিয়ে গেল।’
পাকিস্তানের কাছে হারের পর ভারতের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়েই মাঠে নেমেছিল নিউজিল্যান্ড। বোলিং ভারসাম্যই ম্যাচ জেতার অন্যতম কারণ বলছেন উইলিয়ামসন। তাঁর কথায়, ‘আমাদের বোলিং আক্রমণে একটা ভারসাম্য ছিল। স্পিনাররাও নিজেদের কাজটা চমৎকার করেছে। আমার মনে হয়, টিম হিসেবে ম্যাচটা জিতেছি আমরা। প্রথম ম্যাচটা আমরা হেরেছিলাম ঠিকই, কিন্তু বেশ কিছু পজিটিভ দিক ছিল। ইতিবাচক ব্যাপারগুলোতেই ফোকাস করেছিলাম আমরা। ঈশ সোধির প্রসংশাও করতে হবে। ও সাদা বলের ক্রিকেটে চমৎকার পারফর্ম করে। ভারতের বিরুদ্ধেও নিরাশ করেনি।’
৪ ওভারে ১৭ রান দিয়ে রোহিত আর বিরাটের উইকেট নিয়েছিলেন সোধি। ওখানেই খেলাটা শেষ হয়ে যায়। ম্যাচের সেরা ঈশ বলেছেন, ‘যে বড় ম্যাচে নামার আগে তার উত্তাপ নেওয়ার চেষ্টা করি। কিন্তু বাবলে থাকার জন্য এই ম্য়াচে সেটা সম্ভব হয়নি। মাঠে এসে তবেই গ্যালারি দেখার সুযোগ পেয়েছিলাম। এই প্রথম দুবাইয়ে এসেছি। পরিবেশ, পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য কিছুটা সময়ের দরকার ছিল। যাতে নিজেকে মানিয়ে নিতে পারি। ভারতের বিরুদ্ধে মাঝের ওভারগুলোতে বলটা ঠিকঠাক করতে পেরেছিলাম। আমার মনে হয়, পাওয়ার প্লের একেবারে শেষে সাউদি যখন রাহুলকে আউট করল, তখনই খেলাটা আমাদের দিকে ঘুরে যায়। তারপরই স্পিনারদের বোলিংয়ের অনুকুলে চলে এসেছিল পরিস্থিতি।’