KKR: ‘মাহি ভাইয়ের বাড়ি দেখা যাচ্ছে?’, মাঝ আকাশে KKR তারকার কথায় হাসির রোল
IPL 2024: চলতি আইপিএলের গ্রুপ পর্বে কেকেআরের (KKR) আর ২টি ম্যাচ বাকি রয়েছে। ইতিমধ্যেই গৌতম গম্ভীরের টিম প্লে অফের টিকিট পেয়েছে। এ বার লক্ষ্য গুজরাটকে হারিয়ে ২ পয়েন্ট ঝুলিতে ভরা। আমেদাবাদ যাওয়ার পথে ফুরফুরে মেজাজেই ছিলেন কেকেআরের ক্রিকেটাররা।
কলকাতা: সোম-সন্ধেয় আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে গুজরাট টাইটান্স ও কলকাতা নাইট রাইডার্স। তার আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল কেকেআর তারকার এক ভিডিয়ো। ইডেন গার্ডেন্সে হার্দিক পান্ডিয়ার মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে এ বারের মতো আইপিএলের (IPL) হোম ম্যাচ শেষ করেছে নাইটরা। গ্রুপ পর্বে কেকেআরের (KKR) আর ২টি ম্যাচ বাকি রয়েছে। ইতিমধ্যেই গৌতম গম্ভীরের টিম প্লে অফের টিকিট পেয়েছে। এ বার লক্ষ্য গুজরাটকে হারিয়ে ২ পয়েন্ট ঝুলিতে ভরা। আমেদাবাদ যাওয়ার পথে ফুরফুরে মেজাজেই ছিলেন কেকেআরের ক্রিকেটাররা। হাসি ঠাট্টা করতে করতে মাঝ আকাশে এক কেকেআরের তারকা বলেন, ‘মাহি ভাইয়ের বাড়ি দেখা যাচ্ছে?’ তারপর কী হল…
কেকেআরের সোশ্যাল মিডিয়া সাইটে ১ মিনিট ৪৯ সেকেন্ডের একটি ভিডিয়ো শেয়ার করা হয়েছে। যেখানে শুরুতেই দেখা যায় চেতন সাকারিয়া এবং রহমানউল্লাহ গুরবাজ কথা বলছেন। চেতন আফগান ক্রিকেটারকে জানান আমেদাবাদে তাঁর বাড়ি রয়েছে। বিমানের উইন্ডো সিটে বসে কেকেআরের তরুণ অঙ্গকৃশ রঘুবংশী জানান, ওপর থেকে ‘সিটি অব জয় কলকাতা’কে ভেনিস মনে হচ্ছে।
এরপর বিমানের ক্যাপ্টেন জানান, ডানদিকে রাঁচি শহর। যা শুনে ভেঙ্কটেশ আইয়ার বলেন, ‘মাহি ভাইয়ের বাড়ি কি ওপর থেকে দেখা যাচ্ছে?’ সামনে থাকা একজন বলেন, বেনারসও সামনে। এরপর ভেঙ্কি বলেন, ‘ওখানে টিম হোটেলে আমার চার্জার রয়ে গিয়েছে। এই বিমানটা নীচে নামাও। ওদের বলো চার্জারটা দিতে।’ এরপর তিনি নিজেই হাসতে থাকেন।
#KnightsTV | Enroute Amdavad! 🛩️
Homecomings, Varanasi stories, mid-air banter and more! 😂💜 pic.twitter.com/p0qO6DViqg
— KolkataKnightRiders (@KKRiders) May 13, 2024
লখনউ থেকে ইডেনে খেলতে আসার পথে খারাপ আবহাওয়ার কারণে কেকেআরের চাটার্ড ফ্লাইট কলকাতায় নামতে পারেনি। প্রথমে লখনউ থেকে এসে কলকাতার আকাশে চক্কর খায় নাইটদের ফ্লাইট। তারপর কেকেআর টিম গুয়াহাটিতে যায়। এরপর ফের কলকাতায় আসে। দ্বিতীয় বারও ফ্লাইট নামানো যায়নি। এরপর বেনারস যান কেকেআরের ক্রিকেটাররা। রাতটা সেখানে কাটিয়ে সকলে কলকাতায় আসেন। সেই সময়ের কথাই বলতে চেয়েছেন ভেঙ্কি।