Venkatesh Iyer: IPL চ্যাম্পিয়ন হয়ে বিয়ের পিঁড়িতে বসলেন নাইট তারকা ভেঙ্কটেশ আইয়ার, পাত্রীকে চেনেন?

KKR, IPL 2024: কেকেআরের তারকা ক্রিকেটার ভেঙ্কটেশ আইয়ার ২০২৩ সালের ২১ নভেম্বর তাঁর বাগদানের ছবি ইন্সটাগ্রামে শেয়ার করেছিলেন। ১৭তম আইপিএলের শেষে এ বার বিয়ে সেরে নিলেন কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটার ভেঙ্কটেশ আইয়ার।

Venkatesh Iyer: IPL চ্যাম্পিয়ন হয়ে বিয়ের পিঁড়িতে বসলেন নাইট তারকা ভেঙ্কটেশ আইয়ার, পাত্রীকে চেনেন?
Venkatesh Iyer: IPL চ্যাম্পিয়ন হয়ে বিয়ের পিঁড়িতে বসলেন নাইট তারকা ভেঙ্কটেশ আইয়ার, পাত্রীকে চেনেন?Image Credit source: X
Follow Us:
| Updated on: Jun 02, 2024 | 4:11 PM

কলকাতা: কেকেআরের জন্য ২৬মে দিনটা স্মরণীয় হয়ে থাকবে। আজ রবিবার, ২ জুন। ঠিক সাত দিন আগে এমন এক রবিবারেই চিপকে তৃতীয় বার আইপিএল (IPL) খেতাব জেতে শ্রেয়স আইয়ারের কলকাতা নাইট রাইডার্স। কেকেআরকে (KKR) চ্যাম্পিয়ন বানানোর পর এ বার বিয়ের পিঁড়িতে বসলেন নাইট তারকা ভেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer)। রবিবার সকাল থেকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ভেঙ্কটেশ আইয়ারের বিয়ের ছবি। ভেঙ্কির পাত্রীকে চেনেন?

জীবনের নতুন অধ্যায় শুরু করার জন্য রবি-সকাল থেকে নেটদুনিয়ায় শুভেচ্ছা বার্তায় ভাসছেন কেকেআরের তারকা ভেঙ্কটেশ আইয়ার। এ বার আসা যাক তাঁর পাত্রী পরিচয়ে? ভেঙ্কটেশের বিয়ে হয়েছে শ্রুতি রঘুনাথনের সঙ্গে। শ্রুতি পেশায় ফ্যাশান ডিজাইনার। ভেঙ্কটেশ আইয়ারের স্ত্রী শ্রুতি রঘুনাথনের লিঙ্কডইন প্রোফাইল অনুযায়ী তিনি বেঙ্গালুরুতে এক আন্তর্জাতিক লাইফস্টাইল প্রাইভেট লিমিটেডে কর্মরত।

গত বছরের নভেম্বরে শ্রুতি রঘুনাথন ও ভেঙ্কটেশ আইয়ারের বাগদান হয়েছিল। সেই সুখবর নিজের ভক্তদের সঙ্গে শেয়ার করেছিলেন ভেঙ্কটেশ আইয়ার। ইন্সটাগ্রামে শ্রুতির সঙ্গে বেশ কয়েকটি ছবি শেয়ার করেছিলেন নাইট তারকা। এখনও অবধি অবশ্য ভেঙ্কটেশ তাঁর বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেননি।

১৭তম আইপিএলে দুরন্ত ছন্দে ছিলেন ভেঙ্কটেশ আইয়ার। কেকেআরের হয়ে তিনি ১৪টি ম্যাচে ৩৭০ রান করেন। তাঁর স্ট্রাইক রেট ১৫৮.৮০। এ বার তিনি করেন ৪টি হাফসেঞ্চুরি। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে কেকেআরের তারকা ভেঙ্কটেশ আইয়ার ফাইনালে হাফসেঞ্চুরি হাঁকান। এবং দলকে আইপিএল চ্যাম্পিয়ন বানাতে সাহায্য করেন।