Marnus Labuschagne : ‘ঘুমোইনি তো! চোখ দু’টোকে একটু বিশ্রাম দিচ্ছিলাম’, সাফাই লাবুশেনের
IND vs AUS, WTC Final 2023 : অজি তারকা ক্রিকেটার মার্নাস লাবুশেন ওভালে তাঁদের দ্বিতীয় ইনিংস চলাকালীন একটা পাওয়ার ন্যাপ নিচ্ছিলেন। যদিও মহম্মদ সিরাজ তাঁকে শান্তিতে ঘুমোতে দেননি। WTC ফাইনালের তৃতীয় দিনের শেষে লাবুশেন নিজেই তাঁর ন্যাপের কারণ জানিয়েছেন।
লন্ডন : তন্দ্রাচ্ছন্ন অবস্থায় সদ্য গা-টা এলিয়েছেন। সেই সময় যদি আপনাকে কেউ ডাকে, কেমন লাগবে? নিশ্চিতভাবেই ভালো লাগবে না। চেয়ারের উপর পা তুলে সবেমাত্র নিশ্চিন্তে ঘুমোতে শুরু করেছিলেন এক অজি তারকা। কিন্তু তাঁর কপালে যে শান্তির ঘুম ছিল না। ওভালে WTC ফাইনালের (WTC Final 2023) তৃতীয় দিনের ঘটনা। স্টেডিয়ামের কোলাহল কানে যেতেই তড়াক করে উঠে পড়েছিলেন মার্নাস লাবুশেন (Marnus Labuschagne)। প্যাড পরেই অল্পের জন্য চোখ বুজেছিলেন। অজিদের দ্বিতীয় ইনিংসে ওপেনার ডেভিড ওয়ার্নার আউট হতেই ব্যাট করতে মাঠে নেমে যান লাবুশেন। কিন্তু তাঁর পাওয়ার ন্যাপের ভিডিয়ো নেটদুনিয়ায় ভাইরাল হয়ে যায়। সকলে মজার মজার কমেন্ট করেছেন লাবুশেনের নিদ্রাভঙ্গের ভিডিয়ো দেখে। তৃতীয় দিনের খেলার শেষে লাবুশেন আইসিসিকে তাঁর ন্যাপের কারণ জানিয়েছেন। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
View this post on Instagram
এই ভিডিয়ো ভাইরাল হতেই অনেকে কমেন্ট করেন, ‘দলের ইনিংস চলছে, আর কীভাবে ঘুমোচ্ছেন লাবুশেন?’ অপর একজনের কমেন্ট, ‘লাবুশেন এখন নিশ্চিত ভাবে বলছেন, সারা দিন ফিল্ডিং করানোর পর একটু ঘুমোতেও দেয় না এরা।’ লাবুশেনের ওই পাওয়ার ন্যাপের ভিডিয়ো যে ছড়িয়ে পড়েছে তা টের পেয়েছেন তিনি। ওভালে WTC ফাইনালের তৃতীয় দিনের শেষে অজি তারকা লাবুশেন আইসিসিকে বলেছেন, ‘আমি নিজের চোখ দু’টোকে বিশ্রাম দেওয়ার চেষ্টা করছিলাম। আর একটু রিল্যাক্স করছিলাম। আমি স্নায়ু শান্ত রাখার চেষ্টা করছিলাম। সব সময় তো আর ম্যাচ দেখা সম্ভব নয়।’
Marnus Labuschagne said, “I was just resting my eyes between balls and just relaxing, you can’t watch the game all the time. I didn’t have too many rests there when Siraj banged that first one in”. (To SEN). pic.twitter.com/w5Qgsp7UTH
— Mufaddal Vohra (@mufaddal_vohra) June 10, 2023
অজিদের দ্বিতীয় ইনিংসের শুরুতেই ভারতের মহম্মদ সিরাজ ডেভিড ওয়ার্নার উইকেট তুলে নেন। লাবুশেন তিন নম্বর পজিশনে ব্যাট করতে নামেন। ফলে অজি ওপেনার ওয়ার্নার আউট হতেই লাবুশানের ঘুম ভেঙে যায়। এ নিয়ে তিনি বলেন, ‘আমি খুব বেশি যে বিশ্রাম পেয়েছি তা নয়। সিরাজ শুরুতেই উইকেট তুলে নেয়।’ উল্লেখ্য, তৃতীয় দিনের শেষে অজিরা ৪ উইকেট খুইয়ে ১২৩ রান তুলেছিল। ৪১ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছিলেন লাবুশেন।