ICC World Cup 2023: চোটে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ম্যাট হেনরি, কিউয়ি টিমে এন্ট্রি হল কার?
Matty Henry: চলতি বিশ্বকাপে গ্রুপ পর্বে নিউজিল্যান্ড এখনও অবধি ৭টি ম্যাচ খেলেছে। তার ৭টিতেই একাদশে ছিলেন কিউয়ি তারকা বোলার ম্যাট হেনরি। তাতে তিনি নিয়েছেন ১১টি উইকেট। বিশ্বকাপের বাকি পর্বে আর খেলা হবে না ম্যাট হেনরির। হ্যামস্ট্রিং চোটের জন্য বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন তিনি।
নয়াদিল্লি: বিশ্বকাপে (ICC World Cup 2023) হারের হ্যাটট্রিকের পর এমনিতেই চাপে নিউজিল্যান্ড (New Zealand)। আগামিকাল বাবর আজমের পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ কিউয়িদের। তার আগে নিউজিল্যান্ড শিবিরে বড় ধাক্কা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কিউয়িদের শেষ ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন দলের তারকা বোলার ম্যাট হেনরি (Matty Henry)। এমআরআই রিপোর্টে দেখা গিয়েছে, সেই চোট গুরুতর। যার ফলে বিশ্বকাপের বাকি অংশ থেকে ছিটকে গেলেন ম্যাট হেনরি। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে তাঁর বদলি হিসেবে কাকে নেওয়া হল? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
ম্যাট হেনরির এমআরআই রিপোর্টে দেখা গিয়েছে তাঁর গ্রেড-২ এর ইনজুরি হয়েছে। যা সেরে উঠতে ২ থেকে ৪ সপ্তাহ সময় লাগতে পারে তাঁর। এই পরিস্থিতিতে ম্যাট হেনরির জায়গায় কাইল জেমিসনকে দলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। একাধিক কিউয়ি ক্রিকেটার বিশ্বকাপ চলাকালীন চোটের কবলে পড়েছেন। হেনরি ছাড়াও কিউয়ি টিমে ক্যাপ্টেন কেন উইলিয়ামসন, লকি ফার্গুসন, মার্ক চ্যাপম্যান ও জিমি নিশাম বিভিন্ন চোট-আঘাত পেয়েছেন।
নিউজিল্যান্ডের কোচ গ্যারি স্টেড জানিয়েছেন, কিউয়ি দল ম্যাট হেনরির চোট পাওয়ায় ভীষণ চিন্তিত। বিশ্বকাপের বাকি পর্ব থেকে তিনি বাদ পড়ায় পুরো দল হতাশ হয়েছে। গ্যারি স্টেড বলেছেন, ‘ম্যাট দীর্ঘদিন ধরে আমাদের ওয়ান ডে দলের গুরুত্বপূর্ণ অংশ। এবং এই টুর্নামেন্টের শেষের দিকে ওর ছিটকে যাওয়ার ঘটনায় দলের সকলে ভীষণ হতাশ হয়েছে। গত কয়েক বছর ধরে, ও আইসিসির শীর্ষ ১০ বোলারদের মধ্যে জায়গা করে নিয়েছে। যা ওর ক্লাস এবং দক্ষতার প্রমাণ দেয়। ম্যাট একজন দুর্দান্ত টিম ম্যানও। আমরা সকলেই ওর ব্যক্তিত্ব এবং অভিজ্ঞতা মিস করব।’
Matt Henry has been ruled out of the @cricketworldcup with a torn right hamstring and has been replaced in the squad by Kyle Jamieson. An MRI scan confirmed he has a grade two lower tear which will require at least 2 to 4 weeks to recover from. #CWC23 https://t.co/HXmethEthZ
— BLACKCAPS (@BLACKCAPS) November 3, 2023
আইসিসির বিবৃতিতে জানানো হয়েছে, জেমিসন বৃহস্পতিবার রাতে বেঙ্গালুরুতে পৌঁছেছেন। এবং আজ অর্থাৎ শুক্রবার দলের সঙ্গে অনুশীলন করবেন বলে মনে করা হচ্ছে। কিউয়ি কোচ স্টেড জানিয়েছেন, যদি প্রয়োজন হল তা হলে শনিবার পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ খেলতেও প্রস্তুত থাকবেন জেমিসন। আইসিসির এই মেগা টুর্নামেন্টে কিউয়িরা শুরুটা ভালো করেছিল। কিন্তু শেষ তিন ম্যাচে হারের হ্যাটট্রিক করায় চাপ বেড়েছে নিউজিল্যান্ডের। যার ফলে ডেভন কমওয়েদের সেমিফাইনালে ওঠার রাস্তা কঠিন হয়েছে।