Indian Cricket Team: বিশ্বকাপের আগে রোহিত অ্যান্ড কোংকে দরাজ সার্টিফিকেট প্রাক্তন পাক অধিনায়কের

ভারতীয় বোলিং বিভাগ এখন বিশ্বকে কার্যত শাসন করে। জসপ্রীত বুমরা, মহম্মদ সামি, মহম্মদ সিরাজদের বোলাররা বিপক্ষের ত্রাস। এমনকি সেই বোলিং লাইনআপে আছেন হার্দিক পান্ডিয়াও। সামনের মাসেই মার্কিন যুক্তরাষ্ট্র আর ওয়েস্ট ইন্ডিজে টি-২০ বিশ্বকাপের আসর বসছে।

Indian Cricket Team: বিশ্বকাপের আগে রোহিত অ্যান্ড কোংকে দরাজ সার্টিফিকেট প্রাক্তন পাক অধিনায়কের
Indian Cricket Team: বিশ্বকাপের আগে রোহিত অ্যান্ড কোংকে দরাজ সার্টিফিকেট প্রাক্তন পাক অধিনায়কেরImage Credit source: X
Follow Us:
| Edited By: | Updated on: May 18, 2024 | 7:00 AM

লাহোর: ভারতীয় ক্রিকেটে (Indian Cricket Team) আমূল বদল এসেছে। বিশেষ করে ভারতীয় বোলিং বিভাগ একেবারে পাল্টে গিয়েছে। বক্তার নাম প্রাক্তন পাক অধিনায়ক মিসবা উল হক। ভারতীয় বোলিং বিভাগ এখন বিশ্বকে কার্যত শাসন করে। জসপ্রীত বুমরা, মহম্মদ সামি, মহম্মদ সিরাজদের বোলাররা বিপক্ষের ত্রাস। এমনকি সেই বোলিং লাইনআপে আছেন হার্দিক পান্ডিয়াও। সামনের মাসেই মার্কিন যুক্তরাষ্ট্র আর ওয়েস্ট ইন্ডিজে টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) আসর বসছে। পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক মিসবা উল হক মনে করেন ভারতীয় বোলাররা এই উইকেটে ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন। আগের ভারতীয় দলের চেয়েও এই ভারতীয় দলকে অনেক বেশি শক্তিশালী বলে মনে করেন মিসবা।

এক সাক্ষাত্‍কারে প্রাক্তন পাক অধিনায়ক মিসবা উল হক বলেন, ‘এই ভারতীয় দল একেবারে আলাদা। বোলিং লাইন আপ যথেষ্ট শক্তিশালী। বিশেষ করে পেস বোলারদের কোয়ালিটি একেবারে পাল্টে দিয়েছে। বুমরা, সিরাজ, সামির মতো জোরে বোলারের পাশাপাশি হার্দিক পান্ডিয়ার মতো অলরাউন্ডার আছে সেই দলে। এটাই ভারতীয় ক্রিকেটের আমূল বদল এনেছে।’

একই সঙ্গে মিসবা যোগ করে বলেন, ‘চাপের মুহূর্তেও এখন অনেক ধৈর্যের সঙ্গে খেলতে দেখা যায় ভারতকে। যথেষ্ট উন্নতি হয়েছে। অত্যাধিক ক্রিকেট খেলার ফলেই এই আত্মবিশ্বাস তৈরি হয়েছে। ভারতকে হারাতে বিপক্ষের দলকে অনেক কষ্ট করতে হয়। যেমন অস্ট্রেলিয়া এ ধরণের সমস্যা থেকে অনেক আগে বেরিয়ে এসেছে। তাদের মনোভাব একদমই আলাদা। চাপের মুহূর্তেও অনেক শান্ত থাকে। কিভাবে চাপ সামলাতে হয়, তা ভারতীয় দল জানে। বিশেষ করে বড় ম্যাচে ভারতীয় দল অনেক চাপমুক্ত থাকে। এশিয়ার দল বিশেষত ভারত, পাকিস্তানের উপর প্রচুর প্রত্যাশা থাকে সমর্থকদের। এই চাপ পারফরমেন্সে প্রভাব ফেলতে পারে। এই ধরণের পরিস্থিতিতে ভারত অনেক সম্মুখীন হয়েছে। আর এটাই ভারতকে শক্তিশালী হতে সাহায্য করেছে।’

ভারতের উপর বিশ্বকাপে পাহাড়প্রমাণ চাপ রয়েছে। সেই চাপ সামলে ভারতীয় দল টি-২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হতে পারে কিনা সেটাই এখন দেখার।