T20Is: মাত্র ১০ রানে অলআউট! আন্তর্জাতিক ক্রিকেটে লজ্জার নজির মঙ্গোলিয়ার
মঙ্গোলিয়াকে (Mongolia) ১০ রানে অলআউট করেছে সিঙ্গাপুর। কুড়ি-বিশের ক্রিকেটে এটা যুগ্ম সর্বনিম্ন রান কোনও টিমের। মঙ্গোলিয়ার বিরুদ্ধে ৩ রানে ৬ উইকেট নিয়েছেন ১৭ বছর বয়সী লেগ স্পিনার হর্ষ ভরদ্বাজ।
কলকাতা: আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন ইতিহাস সিঙ্গাপুরের (Singapore)। মঙ্গোলিয়াকে (Mongolia) ১০ রানে অলআউট করে দিল তারা। কুড়ি-বিশের ক্রিকেটে এটা যুগ্ম সর্বনিম্ন রান কোনও টিমের। আইল অফ ম্য়ান গত বছর ১০ রানে অল আউট হয়েছিল। সেই ম্যাচে স্পেনের বিরুদ্ধে এই লজ্জার নজির গড়েছিল আইল অফ ম্যান। টি-২০ (T20) ক্রিকেটে চার-ছক্কার ফুলঝুরিই অপেক্ষা করেন ক্রিকেট প্রেমীরা। সেখানে মাত্র ১০ রানে যখন কোনও দল অল আউট, তাতে দর্শকদের মজাটাই পুরো মাটি।
ঠিক কী ভাবে ঘটল এই ঘটনা? আইসিসি পুরুষদের টি-২০ বিশ্বকাপ এশিয়া কোয়ালিফায়ার এ-র ম্যাচে টস হেরে প্রথমে ব্যাটিং করতে হয় মঙ্গোলিয়াকে। সেখানে ০, ১, ২ এর থেকে বেশি রান মঙ্গোলিয়ার কোনও ক্রিকেটার করতে পারেননি। ১০ ওভারে ১০ রান তোলে মঙ্গোলিয়া। ৩ রানে ৬ উইকেট নিয়েছেন ১৭ বছর বয়সী লেগ স্পিনার হর্ষ ভরদ্বাজ।
এরপর মঙ্গোলিয়ার দেওয়া ১১ রানের লক্ষ্য পূরণ করতে সিঙ্গাপুরের লেগেছে মাত্র ৫ বল। অবশ্য তার মধ্যে সিঙ্গাপুরের ওপেনার ও ক্যাপ্টেন মনপ্রীত সিংয়ের উইকেট তুলে নেন মঙ্গোলিয়ার বোলার।
এক ঝলকে দেখে নিন পুরুষদেরআন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বনিম্ন মোট ৫ রান —
- মঙ্গোলিয়া বনাম সিঙ্গাপুর – ১০ রান (মঙ্গোলিয়া), ২০২৪
- আইল অফ ম্যান বনাম স্পেন – ১০ রান (আইল অফ ম্যান), ২০২৩
- মঙ্গোলিয়া বনাম জাপান – ১২ রান (মঙ্গোলিয়া), ২০২৪
- মঙ্গোলিয়া বনাম হংকং – ১৭ রান (মঙ্গোলিয়া), ২০২৪
- তুরস্ক বনাম চেক রিপাবলিক – ২১ রান (তুরস্ক), ২০১৯
Historic Low in T20I Cricket 🚨
Mongolia 🇲🇳 has equaled the record for the lowest total in men’s T20I history, scoring just 10 runs against Singapore 🇸🇬 in the 2026 T20 World Cup qualifier.
Mongolia: 10/10 (10 overs) Singapore: 13/1 in just 0.5 overs#mangolia pic.twitter.com/s2jiu4UlIJ
— Berzabb (@Berzabb) September 5, 2024