IPL 2024: মুম্বই ইন্ডিয়ান্সের কাহিনি খতম, হার্দিক পান্ডিয়াই আসল ‘ভিলেন’ বলছেন দেশের প্রাক্তনী

MI: এ বারের আইপিএলে ১১ ম্যাচে খেলে মাত্র ৩টিতে জিতেছে মুম্বই। টুর্নামেন্টে মুম্বইয়ের বিদায়ঘণ্টা প্রায় বেজে গিয়েছে। এই পরিস্থিতিতে ফের একবার আলোচনার কেন্দ্রে মুম্বইয়ের অধিনায়ক হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। দেশের এক প্রাক্তন অলরাউন্ডার তো বলেই দিয়েছেন, 'মুম্বই ইন্ডিয়ান্সের কাহিনি খতম।' আর কী বললেন তিনি?

IPL 2024: মুম্বই ইন্ডিয়ান্সের কাহিনি খতম, হার্দিক পান্ডিয়াই আসল 'ভিলেন' বলছেন দেশের প্রাক্তনী
মুম্বই ইন্ডিয়ান্সের কাহিনি খতম, হার্দিক পান্ডিয়াই আসল 'ভিলেন' বলছেন দেশের প্রাক্তনীImage Credit source: BCCI
Follow Us:
| Updated on: May 04, 2024 | 2:59 PM

কলকাতা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে অন্যতম সফল দল মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। ৫টি আইপিএল ট্রফি রয়েছে মুম্বই শিবিরে। সিএসকের ঝুলিতেও রয়েছে ৫টি ট্রফি। ১৭তম আইপিএলে মুম্বইয়ের পারফরম্যান্স দেখলে এই টিমের ৫টা ট্রফি নিয়ে আর কথা কেউ বলবে না। ১১ ম্যাচে খেলে মাত্র ৩টিতে জিতেছে মুম্বই। টুর্নামেন্টে মুম্বইয়ের বিদায়ঘণ্টা প্রায় বেজে গিয়েছে। এই পরিস্থিতিতে ফের একবার আলোচনার কেন্দ্রে মুম্বইয়ের অধিনায়ক হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। দেশের এক প্রাক্তন অলরাউন্ডার তো বলেই দিয়েছেন, ‘মুম্বই ইন্ডিয়ান্সের কাহিনি খতম।’ আর কী বললেন তিনি?

কাগজে-কলমে মুম্বই ইন্ডিয়ান্স একটা দুর্দান্ত দল হলেও এই টিমের ক্যাপ্টেনই ডুবিয়েছে ৫ বারের চ্যাম্পিয়নকে। এমনই দাবি করেছেন প্রাক্তন অলরাউন্ডার ইরফান পাঠান। কেকেআরের কাছে মুম্বইয়ের হারের পর ইন্সটাগ্রামে ইরফান এক ভিডিয়ো শেয়ার করে বলেন, ‘মুম্বই ইন্ডিয়ান্সের কাহিনি এখানেই খতম। কাগজে-কলমে দুর্দান্ত একটা দল মুম্বই। তবে ব্যবস্থাপনাটা যারপরনাই খারাপ। অধিনায়কত্ব নিয়ে হার্দিক পান্ডিয়ার দিকে যে প্রশ্ন উঠেছে তা একেবারেই সঠিক।’

ওয়াংখেড়ে স্টেডিয়ামে কেকেআর একসময় ৫৭ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকছিল। সেখান থেকে ভেঙ্কটেশ আইয়ার ও মনীশ পান্ডে মিলে দলকে ১৬৯ রানে পৌঁছে দেন। যেখানে মুম্বইয়ের সুযোগ ছিল আরও কম রানে কেকেআরকে রুখে দেওয়ার, সেটা করতে পারেননি হার্দিকের টিমের বোলাররা। ইরফানের মতে হার্দিক সঠিক বোলার ব্যবহার করতে পারেননি।

ইরফানের কথায়, ‘যখন ৫৭ রানেই কলকাতার ৫ উইকেট তুলে নিয়েছিলে, তখন তিন ওভার টানা নমন ধীরকে করানোর কোনো যৌক্তিকতাই নেই। ওই সময় উচিত ছিল মূল বোলারদের দিয়ে বোলিং করানো। কিন্তু টিমের ষষ্ঠ বোলারকে দিয়ে তিন ওভার করাল হার্দিক। এতে ভেঙ্কটেশ আইয়ার ও মনীশ পান্ডে জুটি গড়ার সুযোগ পেয়ে গিয়েছিল। যেখানে ১৫০ রানে মধ্যে কেকেআরকে আটকানো যেত, সেখানে ১৭০ রান স্কোর বোর্ডে তোলে কলকাতা। আর এখানেই ম্যাচের পার্থক্য তৈরি হয়।’

সেখানেই থেমে না থেকে ইরফান আরও বলেন, ‘এই জন্যই বলে ক্রিকেটে আজও ক্যাপ্টেন্সির অনেক বড় অবদান রয়েছে। মুম্বই ইন্ডিয়ান্সকে একটা অটুট টিম মনে হচ্ছে না। এই বিষয়ে ম্যানেজমেন্টের নজর দেওয়া উচিত। দলের ক্রিকেটারদের ক্যাপ্টেনকে সম্মান দেওয়া প্রয়োজন। মাঠে অবশ্য সেটা দেখা যাচ্ছে না। ওরা একজোট হয়ে খেলছেও না।’

মুম্বই ইন্ডিয়ান্সের আর তিনটি ম্যাচ বাকি রয়েছে। সব গুলোতে জিতলেও শেষ চারে যাওয়ার সুযোগ নেই বললেন চলে। আপাতত ১১ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে আছে হার্দিক পান্ডিয়ার টিম।