T20 World Cup 2022: ছোট-বড় টিম ভাবনা থেকে বেরিয়ে আসছে ক্রিকেট, বলছেন সামি!

সুপার টুয়েলভের শেষ ম্যাচে সেমিফাইনালে পৌঁছনোর জন্য নেদারল্যান্ডকে হারালেই চলত দক্ষিণ আফ্রিকার। কিন্তু সব হিসেব উল্টে দিয়ে ডাচরা আচমকাই হারিয়ে দেয় প্রোটিয়াদের। তার আগে জিম্বাবোয়ের কাছে হেরেছে পাকিস্তান।

T20 World Cup 2022: ছোট-বড় টিম ভাবনা থেকে বেরিয়ে আসছে ক্রিকেট, বলছেন সামি!
Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Nov 09, 2022 | 2:41 PM

নয়াদিল্লি: দু’বারই ড্যারেন সামির (Daren Sammy) নেতৃত্বে খেতাব জয় ওয়েস্ট ইন্ডিজের। একসময় ক্রিকেট পাগল ওয়েস্ট ইন্ডিজের সাফল্য ছিল ঈর্ষণীয়। এখন যদিও সে সব অতীত। এর আগেও ক্রিকেটকে পেশা হিসেবে নিলে পেট ভরবে কিনা, এমন মন্তব্য করেছিলেন সামি। এ বার বলছেন “তথাকথিত বড় দল-ছোট দল ভাবনা থেকে বেরিয়ে আসছে ক্রিকেট!” দু’বার বিশ্বকাপজয়ী অধিনায়ক আরও জানাচ্ছেন, এ বার টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2022) অনেক ক্রিকেটার রীতিমতো চমকে দিচ্ছেন। ছোট কিংবা বড় কোনও টিমের পারফরম্যান্স নিয়ে কিন্তু আগে থেকে কিছু বলাই যাচ্ছে না! সামির ভাবনা তুলে ধরার চেষ্টা করল TV9 Bangla

সুপার টুয়েলভের শেষ ম্যাচে সেমিফাইনালে পৌঁছনোর জন্য নেদারল্যান্ডকে হারালেই চলত দক্ষিণ আফ্রিকার। কিন্তু সব হিসেব উল্টে দিয়ে ডাচরা আচমকাই হারিয়ে দেয় প্রোটিয়াদের। তার আগে জিম্বাবোয়ের কাছে হেরেছে পাকিস্তান। ইংল্যান্ডকে হারিয়ে চমকে দিয়েছে আয়ার্ল্যান্ড। ছোট টিমগুলো, বিশেষ করে এই ফরম্যাটে এমন কিছু পারফর্ম করছে, যা নতুন করে ভাবাতে শুরু করেছে বিশ্লেষকদের। ফেভারিট শব্দটাই যেন মুছে যেতে বসেছে।

সামির যুক্তি, যেভাবে তথাকথিত বড় ও ছোট দলের মধ্যে ভেদাভেদ কমছে, বড় টিমগুলোর বিরুদ্ধে যে ভাবে ছোট টিমগুলো দুর্দান্ত পারফরম্যান্স করছে, তা দেখে আর কোনও প্রিয় টিমে আটকে থাকতে পারছেন না ক্যারিবিয়ান অধিনায়ক। বরং তাঁর কথায়, ‘সব টিমই ভালো খেলছে। যে কোনও সময় যে কেউ ছাপিয়ে যেতে পারে অন্যকে।’

জিম্বাবোয়ের প্রশংসা করে সামি জানিয়েছেন, তিনি খুবই আপ্লুত হয়েছেন পাকিস্তানের বিরুদ্ধে তাদের সেরাটা দিতে দেখে। বাবর আজমদের মতো হেভিওয়েট টিমের বিরুদ্ধেও ভালো খেলার আত্মবিশ্বাস নিয়ে নেমেছিলেন সিকন্দর রাজারা। এতেই শেষ নয়, নিউজিল্যান্ডের ক্যাপ্টেন কেন উইলয়ামসনের সঙ্গে জিম্বাবোয়ের সিকান্দারের তুলনা করেছেন সামি। এ বার টি-টোয়েন্টি তে ‘ফিয়ার ফ্যাক্টরের’ অস্তিত্ কে এক রকম তুড়ি মেরে উড়িয়ে দিলেন দু-বার টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ক। ওয়েস্ট ইন্ডিজের যে দলে তিনি খেলেছেন, বিশেষ করে ২০১০ থেকে ২০১৬ পর্যন্ত, প্রতিপক্ষ টিম তাদের থামাতে দিয়ে চাপে পড়ত। এখন বাস্তবটা কিছুটা হলেও আলাদা। শুধু ওয়েস্ট ইন্ডিজ নয়, যে কোনও প্রতিপক্ষ টিমের কাছেই আর ফিয়ার ফ্যাক্টর কাজ করছে না। উল্টো দিকে বড় টিম দেখেও ছোট টিমগুলো ঝাঁপিয়ে পড়ছে সেরাটা দিতে। সেই সঙ্গেই অস্ট্রেলিয়ার মাটিতে বোলারদের সঠিক মূল্যায়ন দেখে খুশি ড্যারেন।

(তথ্য সংগ্রহে: আইসিসির কলাম)