Rahul Dravid: ‘কোচ হিসেবে রাহুল দ্রাবিড় জিরো’, কোহলিদের হেডস্যরকে কটাক্ষ প্রাক্তন পাক তারকার
IND vs AUS, WTC Final 2023 : দ্য আল্টিমেট টেস্টের ফলাফল যাই হোক না কেন, ভারতীয় দলের কিছু সিদ্ধান্ত নিয়ে ক্রিকেট মহলে আলোচনা থামবে না। ক্রিকেট প্রেমী থেকে প্রাক্তন ক্রিকেটাররাও ভারতীয় দলের কিছু সিদ্ধান্তে অবাক। রোহিত-রাহুল কোন ভাবনা থেকে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিলেন? রবিচন্দ্রন অশ্বিন কেন একাদশে নেই? এই দুই প্রশ্ন বারবার ঘুরে ফিরে আসছে।
নয়াদিল্লি : WTC ফাইনালে ভারতের ভাগ্যে শেষ অবধি কী রয়েছে? এই নিয়ে ক্রিকেট মহলে দুই ধরণের মতামত শোনা যাচ্ছে। একদল বলছে, রোহিত শর্মার টিম অবিশ্বাস্য কিছু না করতে পারলে এ বারের মতো বিশ্ব টেস্ট ফাইনাল (WTC Final 2023) অধরাই থাকবে ভারতের। আর একদন বলছে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতের ম্যাচে ফেরার সম্ভবনা এখনও রয়েছে। দ্য আল্টিমেট টেস্টের ফলাফল যাই হোক না কেন, ভারতীয় দলের কিছু সিদ্ধান্ত নিয়ে ক্রিকেট মহলে আলোচনা থামবে না। ক্রিকেট প্রেমী থেকে প্রাক্তন ক্রিকেটাররাও ভারতীয় দলের কিছু সিদ্ধান্তে অবাক। রোহিত-রাহুল কোন ভাবনা থেকে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিলেন? রবিচন্দ্রন অশ্বিন কেন একাদশে নেই? এই দুই প্রশ্ন বারবার ঘুরে ফিরে আসছে। টিম ম্যানেজমেন্টের এমন সিদ্ধান্তকে তুলোধনা করতে ছাড়ছেন না ক্রিকেট ভক্তরা। এ বার ওয়াঘার ওপার থেকে বিরাট-রোহিতদের হেড কোচ রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) উদ্দেশে বিরাট মন্তব্য এল। প্রাক্তন পাক তারকা বসিত আলি ভারতের হেড কোচকে জিরো বলে কটাক্ষ করেছেন। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
প্রাক্তন পাক ক্রিকেটার বসিত আলি নিজের ইউটিউব চ্যানেলে বলেন, ‘আমি নিজে রাহুল দ্রাবিড়ের একজন বড় ভক্ত। সব সময় ছিলাম এবং থাকব। তিনি ক্লাস প্লেয়ার এবং কিংবদন্তি। কিন্তু কোচ হিসেবে তিনি একেবারেই শূন্য। ভারতের টার্নিং পিচ তৈরি করো। কিন্তু ভারত যখন অস্ট্রেলিয়া সফরে যায় তখন উইকেট কি একইরকম ছিল? ওদের বাউন্সি পিচ ছিল, তাই না? ও কি ভাবছিল ঈশ্বরই জানেন। যখন ঈশ্বর জ্ঞান বিতরণ করছিল, তখন তিনি পাহাড়ের আড়ালে কোথাও লুকিয়ে ছিলেন মনে হয়।’
বসিত এখানেই থেমে থাকেননি। তিনি আরও বলেন, ‘যে মুহূর্তে ভারত বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল সেই মুহূর্তেই ম্যাচ হেরে গিয়েছিল। আর যা বোলিংয়ের নমুনা পেশ করেছে, তা আইপিএলের স্ট্যান্ডার্ড। লাঞ্চের সময়ে ভারতের বোলারদের বেশ খুশি খুশিই দেখাচ্ছিল, মনে হচ্ছিল যেন ভারত ম্যাচ জিতেই গিয়েছে। তবে আমার মনে হয় চতুর্থ ইনিংসে মিরাকেল কিছু ঘটবে এই স্বপ্ন দেখা ছাড়া দ্বিতীয় কিছু ভারতের করার নেই। ১২০ ওভার ফিল্ডিং করল ভারত। কেবলমাত্র ২-৩ জন ফিল্ডারকেই ফিট বলে মনে হয়েছে-রাহানে, কোহলি এবং জাডেজা। বাকিদের ক্লান্ত দেখিয়েছে।’