IPL 2024 Final: আইপিএল ফাইনালে বৃষ্টির সম্ভবনা কতখানি? ম্যাচ ধুয়ে গেলে চ্যাম্পিয়ন KKR নাকি SRH?
আইপিএল ফাইনালে বৃষ্টির চোখরাঙানি নতুন নয়। ২০২৩ সালেই আইপিএলের ফাইনালে বৃষ্টি বাধা সৃষ্টি করেছিল। যার ফলে ম্যাচ রিজার্ভ ডে-তে গড়িয়েছিল। প্রায় ৩ দিন ধরে চলেছিল আইপিএল ফাইনাল। এ বারও কি হবে তেইশের আইপিএল ফাইনালের পুনরাবৃত্তি?
কলকাতা: বৃষ্টি তখন উপভোগ করা যায়, যখন হাতে একটা গরম চা বা কফির কাপ এবং সঙ্গে পকোড়া। কিন্তু যে সময় থাকে অঢেল কাজ, তখন বৃষ্টি হলে? বিরক্তির শেষ থাকে না। রবিবার ছুটির দিন। এ বারের আইপিএলের ফাইনাল রবিবার। আগামিকাল সকল ক্রিকেট প্রেমীদের নজর থাকবে ১৭তম আইপিএল ফাইনালে। চিপকে চলতি আইপিএলের ফাইনালে (IPL Final) মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) এবং সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad)। এই ম্যাচে বৃষ্টির সম্ভবনা রয়েছে কতখানি? বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে কোন টিম হবে চ্যাম্পিয়ন? বিস্তারিত জানুন এই প্রতিবেদনে।
Weather.com এর রিপোর্ট অনুযায়ী চিপকে হতে চলা আইপিএল ফাইনালে বৃষ্টির সম্ভবনা মাত্র ৩ শতাংশ। ম্যাচ শুরু হওয়ার সময় সেখানকার আবহাওয়া ২৪-২৫ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। আর ৬৬-৭৩ শতাংশ আর্দ্রতা থাকার কথা। ফলে বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যাওয়ার সম্ভবনা কমই।
যদি ২৬মে চিপকে বৃষ্টি হয়, তা হলে কী হবে?
১৭তম আইপিএল ফাইনালের জন্য রয়েছে রিজার্ভ ডে। অর্থাৎ যদি ২৬মে চিপকে বৃষ্টির কারণে আইপিএল ফাইনাল না অনুষ্ঠিত হয়, তা হলে ম্যাচ গড়াবে রিজার্ভ ডে-তে। রবিবার বৃষ্টি হলে রাত ১২.২৬ অবধি ৫ ওভারের ম্যাচ আয়োজন করার চেষ্টা করা হবে। যদি ২৬ মে শেষ অবধি একান্তই ম্যাচ না করা যায় তা হলে রিজার্ভ ডে-তেই হবে খেলা।
রিজার্ভ ডে-তেও বৃষ্টি হলে, কোন টিম হবে আইপিএল চ্যাম্পিয়ন?
এরপর আইপিএলের রিজার্ভ ডে-তেও যদি বৃষ্টি হয়, তা হলে রাত ১.৩০ মিনিট অবধি সুপার ওভার করার চেষ্টা করা যাবে। তা-ও যদি না করা যায়, তা হলে গ্রুপ পর্বের শীর্ষ দল হিসেবে আইপিএল চ্যাম্পিয়ন হবে কেকেআর।
ঘূর্ণিঝড় ‘রেমাল’ এর প্রভাব কি পড়বে আইপিএল ফাইনালে?
রবিবার রাতে বাংলা এবং বাংলাদেশ উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড় রেমালের। এখনও অবধি আবহাওয়া বিভাগ থেকে যা জানা গিয়েছে তাতে চেন্নাইতে এবং তামিলনাড়ুর অন্যান্য অংশে আগামিকাল ঘূর্ণিঝড় রেমালের প্রভাব পড়ার কোনও সম্ভাবনা নেই। বরং কলকাতাতে রবিবার রয়েছে লাল সতর্কতা। কলকাতার পাশাপাশি হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনার সমস্ত জায়গাতেই ঝড় বৃষ্টির পূর্বাভাস।