Ramiz Raja: ‘এখনই ভারত-পাক দ্বিপাক্ষিক সিরিজ সম্ভব নয়’, রামিজ রাজা
রামিজ রাজা এ প্রসঙ্গে বলেন, 'এই মুহূর্তে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ সম্ভব নয়। রাজনৈতিক দ্বন্দ্বের দুই দেশের খেলাধূলাতে অনেক প্রভাব ফেলেছে। পরিস্থিতির দিকে আমাদের নজর রাখা ছাড়া উপায় নেই। আমরাও ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে তাড়াহুড়ো চাইছি না। ঘরোয়া এবং স্থানীয় ক্রিকেটে ফোকাস করাই প্রধান লক্ষ্য আমার।'
লাহোর: সোমবারই পাকিস্তান ক্রিকেট বোর্ডের (Pakistan Cricket Board) চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন রামিজ রাজা (Ramiz Raja)। এর আগে পাক বোর্ডের (PCB) চিফ এগজিকিউটিভ হিসেবে দায়িত্ব সামলেছিলেন তিনি। আইসিসির (ICC) চিফ এগজিকিউটিভ কমিটিতে পাকিস্তানের প্রতিনিধি হিসেবেও ছিলেন রামিজ রাজা। একই সঙ্গে এমসিসি ওয়ার্ল্ড ক্রিকেট কমিটিরও সদস্য তিনি। এ বার পাক ক্রিকেট বোর্ডের মসনদে বসলেন প্রাক্তন ক্রিকেটার। মসনদে বসেই রামিজ রাজা জানিয়ে দিলেন, এই মুহূর্তে ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ সম্ভব নয়। দীর্ঘ কয়েক বছর দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ হয়নি। কূটনৈতিক সমস্যার জন্যই দুই দেশের মধ্যে সিরিজ আয়োজন সম্ভব হয়নি। ভারত কিংবা পাকিস্তান ক্রিকেট বোর্ডের মসনদে যেই বসুন না কেন, স্বাভাবিক ভাবেই তাঁর কাছে দ্বিপাক্ষিক সিরিজ ইস্যুতে প্রশ্ন যায়। রামিজ রাজা এ প্রসঙ্গে বলেন, ‘এই মুহূর্তে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ সম্ভব নয়। রাজনৈতিক দ্বন্দ্বের দুই দেশের খেলাধূলাতে অনেক প্রভাব ফেলেছে। পরিস্থিতির দিকে আমাদের নজর রাখা ছাড়া উপায় নেই। আমরাও ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে তাড়াহুড়ো চাইছি না। ঘরোয়া এবং স্থানীয় ক্রিকেটে ফোকাস করাই প্রধান লক্ষ্য আমার।’ রাওয়ালপিন্ডি (Rawalpindi) এবং লাহোরে (Lahore) পাকিস্তান-নিউজিল্যান্ড সিরিজ হলেও সেখানে ডিআরএস ব্যবহার হবে না। যা নিয়ে বেজায় চটেছেন তিনি। কঠিন সময়ে দায়িত্ব নিয়েছেন রামিজ রাজা। পিসিবি চেয়ারম্যান বলেন, ‘খুব কঠিন সময়ে দায়িত্ব নিয়েছি। এই পদের জন্য অনেকেই মুখিয়ে ছিল। কিন্তু প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan) আমার হাতেই এই টিকিটটা দিয়েছেন।’ সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। অথচ দল ঘোষণার পর পদত্যাগ করেন কোচ মিসবা ও বোলিং কোচ ওয়াকার ইউনিস। গতকাল ম্যাথু হেডেন ও ভার্নান ফিল্যান্ডারকে নিয়োগ করে পাক বোর্ড। রামিজ রাজা আশাবাদী, পাক ক্রিকেট দল আসন্ন বিশ্বকাপে ভালো ফল করবে। ক্রিকেট টিমের সঙ্গে দেখাও করেছেন রামিজ। তিনি চান বিশ্বকাপে ভয়ডরহীন ক্রিকেট খেলুক বাবর আজমরা।
আরও পড়ুন: Lionel Messi: মেসি বিতর্কে পাল্টা তোপ বার্সা প্রেসিডেন্টের