Virat-Green ভিডিয়ো: দুই সন্তানের বাবা, গ্রিনের সঙ্গে বিরাটের বাচ্চামি!

Royal Challengers Bengaluru vs Kolkata Knight Riders: ক্রিকেটের বাইরে দু-মাস তাঁর কেমন কেটেছে, এই নিয়ে খোলামেলা কথা বলেছিলেন বিরাট কোহলি। অচেনা লোকেদের মাঝে পরিবারের সঙ্গে সময় কাটানোর তৃপ্তি প্রতিটি কথায় ঝরে পড়েছিল। দুই সন্তানের সঙ্গে সময় কাটাতে পেরেছেন। বাবা হিসেবে এর চেয়ে বড় তৃপ্তি আর কী হতে পারে! শুধু তাই নয়, ম্যাচ শেষে বিরাটকে ভিডিয়ো কল করতে দেখা যায়। বাচ্চাদের মতো নানা অঙ্গভঙ্গীও করছিলেন।

Virat-Green ভিডিয়ো: দুই সন্তানের বাবা, গ্রিনের সঙ্গে বিরাটের বাচ্চামি!
Image Credit source: IPL
Follow Us:
| Updated on: Mar 30, 2024 | 6:04 PM

ক্রিকেটের বাইরে দীর্ঘ কাটিয়ে ফিরেছেন। পঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচের সেরার পুরস্কার সহ একঝাঁক পুরস্কার জিতেছিলেন বিরাট কোহলি। ম্যাচটি জিতেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ম্যাচ শেষে পুরস্কার বিতরণে তেমনই একঝাঁক প্রশ্নও সামলাতে হয়েছিল বিরাট কোহলিকে। এ মরসুমের প্রথম হাফসেঞ্চুরি এবং জয়ের পর খোশ মেজাজে ছিলেন বিরাট কোহলি।

ক্রিকেটের বাইরে দু-মাস তাঁর কেমন কেটেছে, এই নিয়ে খোলামেলা কথা বলেছিলেন বিরাট কোহলি। অচেনা লোকেদের মাঝে পরিবারের সঙ্গে সময় কাটানোর তৃপ্তি প্রতিটি কথায় ঝরে পড়েছিল। দুই সন্তানের সঙ্গে সময় কাটাতে পেরেছেন। বাবা হিসেবে এর চেয়ে বড় তৃপ্তি আর কী হতে পারে! শুধু তাই নয়, ম্যাচ শেষে বিরাটকে ভিডিয়ো কল করতে দেখা যায়। বাচ্চাদের মতো নানা অঙ্গভঙ্গীও করছিলেন। এর থেকে আন্দাজ করাই যায়, স্ত্রী এবং সন্তানের সঙ্গেই ভিডিয়ো কলে ছিলেন বিরাট কোহলি।

ঘরের মাঠে দ্বিতীয় হোম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের কাছে হেরেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বিরাট কোহলির অপরাজিত ৮৩ রানের সৌজন্যেই কেকেআরকে বড় রানের টার্গেট দিয়েছিল আরসিবি। ইনিংস ব্রেকে বিরাট-গ্রিনের বাচ্চামি ছিল দেখার মতোই। অনবদ্য ইনিংসের পর বিরাটের হাতে অরেঞ্জ ক্যাপ তুলে দেন ক্যামেরন গ্রিন। বিরাট মাইক্রোফোন চাওয়ায় সেটিও তাঁর হাতে দিয়ে ফ্রেম থেকে সরে যান গ্রিন।

আসলে ধারাভাষ্যকাররা কথা বলবেন গ্রিনের সঙ্গে! বিরাট মাইক হাতে নিয়ে দাঁড়িয়ে থাকেন। আবার গ্রিন ফ্রেমে আসেন। বিরাট মাইক ছুড়ে দেন গ্রিনকে। দু-জনেই হাসিতে ফেটে পড়েন। দু-জনের এই ভিডিয়ো দেখে বলছেন, বাচ্চাদের মতো! আসলে ভামিকা-অকায়ের সঙ্গে সময় কাটিয়ে ফেরার পর বিরাট যেন বাচ্চাদের মতোই অনুভব করছেন!