Rinku Singh: বিরাটের পরামর্শ ভুলে যেও না… রিঙ্কুকে কেন এমন বলছেন নেটিজ়েনরা?

IPL 2024: চিন্নাস্বামীতে আরসিবি ও কেকেআরের আইপিএল ম্যাচের পর রিঙ্কু সিংকে ব্যাট উপহার দিয়েছেন বিরাট কোহলি। সেই ছবি কেকেআর তাদের সোশ্যাল মিডিয়া সাইটে শেয়ার করতেই নিমেষে ভাইরাল হয়। রিঙ্কু নিজেও তাঁর ইন্সটাগ্রাম স্টোরিতে কেকেআরের ওই পোস্ট শেয়ার করেন।

Rinku Singh: বিরাটের পরামর্শ ভুলে যেও না... রিঙ্কুকে কেন এমন বলছেন নেটিজ়েনরা?
Rinku Singh: বিরাটের পরামর্শ ভুলে যেও না... রিঙ্কুকে কেন এমন বলছেন নেটিজ়েনরা?Image Credit source: KKR Instagram
Follow Us:
| Updated on: Mar 30, 2024 | 6:07 PM

কলকাতা: যে বন্ধনটা আমরা দেখতে ভালোবাসি… সঙ্গে একটি বেগুনি ও একটি লাল হৃদয়ের ইমোজি। এই ক্যাপশন দিয়ে রিঙ্কু সিং (Rinku Singh) এবং বিরাট কোহলির (Virat Kohli) ৩টি ছবি ইন্সটাগ্রামে শেয়ার করেছে কেকেআর (KKR)। শনিবার সকালে সোশ্যাল মিডিয়া মারফত জানা যায়, চিন্নাস্বামীতে আরসিবি ও কেকেআরের আইপিএল ম্যাচের পর রিঙ্কু সিংকে ব্যাট উপহার দিয়েছেন বিরাট কোহলি। সেই ছবি কেকেআর তাদের সোশ্যাল মিডিয়া সাইটে শেয়ার করতেই নিমেষে ভাইরাল হয়। রিঙ্কু নিজেও তাঁর ইন্সটাগ্রাম স্টোরিতে কেকেআরের ওই পোস্ট শেয়ার করেন।

ইন্সটাগ্রাম স্টোরিতে রিঙ্কু সিং লেখেন, ‘বিরাট ভাইয়া পরামর্শ এবং ব্যাট দেওয়ার জন্য ধন্যবাদ।’ রিঙ্কু সিংকে সকলেই ভালোবাসেন। তাঁর এই পোস্টের ছবি ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়া সাইটে মজার মজার কমেন্ট করেছেন অনেকে।

সোশ্যাল মিডিয়া সাইট X এ একজন লিখেছেন, ‘ধোনি ভাইয়ের পরামর্শ যে ভাবে ভুলে গিয়েছিলে, সেভাবে বিরাট কোহলির পরামর্শ ভুলে যেও না।’ আর এক X ব্যবহারকারী লেখেন, ‘ভাই তুমি তো আবার পরামর্শ ভুলে যাবে।’ অপর একজন লেখেন, ‘কেউ রিঙ্কুকে জিজ্ঞাসা করো যে ওর এই পরামর্শ মনে থাকবে তো? নাকি ধোনির দেওয়া পরামর্শর মতো এটা ভুলে যাবে ও?’

উল্লেখ্য, এর আগে কলকাতা নাইট রাইডার্সের তারকা ক্রিকেটার রিঙ্কু সিং এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তাঁর এক সময় মহেন্দ্র সিং ধোনির সঙ্গে কথা হয়েছিল। তখন ধোনি তাঁকে কিছু বলেছিলেন। কিন্তু রিঙ্কু সিং তা ভুলে গিয়েছিলেন। রিঙ্কুর সেই কথার রেশ ধরেই অনেকে তাঁকে বিরাটের পরামর্শ না ভুলে যাওয়ার কথা বলেছেন।