Rinku Singh: নতুন রিঙ্কুকে চেনাচ্ছেন ধোনি, রিজভিকে টুপি দিলেন কে?

CSK vs KKR, IPL 2024: ভারতীয় ক্রিকেটে নতুন ফিনিশারের তকমা পেয়েছেন আলিগড়ের ছেলে রিঙ্কু সিং (Rinku Singh)। তবে তার আগে কলকাতা নাইট রাইডার্সের ফিনিশার হিসেবে রিঙ্কুর খ্যাতি ছড়িয়েছিল। এ বার আরও এক নতুন রিঙ্কুকে চেনাচ্ছেন ধোনি। যাঁকেও বলা হচ্ছে নতুন ফিনিশার। সিএসকে-কেকেআরের ম্যাচের আগে চিনুন সেই নতুন রিঙ্কুকে।

Rinku Singh: নতুন রিঙ্কুকে চেনাচ্ছেন ধোনি, রিজভিকে টুপি দিলেন কে?
Rinku Singh: নতুন রিঙ্কু চেনাচ্ছেন ধোনি, রিজভিকে টুপি দিলেন কে?
Follow Us:
| Updated on: Apr 08, 2024 | 2:10 PM

কলকাতা: ফিনিশার বললেই চোখের সামনে ভারতীয় ক্রিকেট প্রেমীদের ভেসে ওঠে মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) নাম। সিএসকের অনুরাগীরাও ফিনিশার বলতে একবাক্যে মাহির কথা বলেন। ভারতীয় ক্রিকেটে অবশ্য নতুন ফিনিশারের তকমা পেয়েছেন আলিগড়ের ছেলে রিঙ্কু সিং (Rinku Singh)। তবে তার আগে কলকাতা নাইট রাইডার্সের ফিনিশার হিসেবে রিঙ্কুর খ্যাতি ছড়িয়েছিল। এ বার আরও এক নতুন রিঙ্কুকে চেনাচ্ছেন ধোনি। যাঁকেও বলা হচ্ছে নতুন ফিনিশার। কি অবাক হচ্ছেন? এত ফিনিশারের ছড়াছড়ি কী ভাবে সেটাই ভাবছেন তো? বেশ এ বার বিষয়টা পরিষ্কার করা যাক।

রিঙ্কু সিংয়ের মতো ঘরোয়া ক্রিকেটে বহু ম্যাচ ফিনিশ করেছেন উত্তরপ্রদেশের সমীর রিজভি। যে কারমে ক্রিকেট মহলে অনেকেই আবার সমীরকে টিম ইন্ডিয়ার তরুণ তুর্কি রিঙ্কু সিংয়ের সঙ্গে তুলনা করছেন। এ বার সোমবার রাতের সিএসকে বনাম কেকেআর ম্যাচের আগে দেখা হয়েছে রিঙ্কু সিং ও সমীর রিজভির। দু’জনই উত্তরপ্রদেশের হয়ে ঘরোয়া ক্রিকেটে একসঙ্গে খেলেন।

কেকেআরের সোশ্যাল মিডিয়া সাইট X এ সমীর ও রিঙ্কুর দুটি ছবি (একটিতে রিঙ্কু কেকেআরের জার্সি পরে রয়েছেন এবং পাশে থাকা সমীর সিএসকের জার্সি পরে রয়েছেন। অপরটিতে ইউপির জার্সিতে রিঙ্কু ডেবিউ ক্যাপ পরিয়ে দিচ্ছেন সমীরকে) কোলাজ করে শেয়ার করা হয়েছে। ক্যাপশনে লেখা হয়েছে ‘ইউপির ছেলেরা একসঙ্গে উন্নতি করছে।’ সঙ্গে একটি বেগুনি ও একটি হলুদ রংয়ের হৃদয়ের ইমোজি।

এ বারের আইপিএলে সমীর রিজভির সিএসকের হয়ে অভিষেক হয়েছে। যিনি ঘরোয়া ক্রিকেটে ডান হাতি সুরেশ রায়না নামে পরিচিত। বছর ২০-র সমীর এ বার ধোনির ছত্রছায়াতে ডালপালা মেলছেন। মরুশহরে হওয়া ২০২৪ এর আইপিএল নিলামে আনক্যাপড সমীর রিজভিকে ৮ কোটি ৪০ লক্ষ টাকা দিয়ে কিনেছিল সিএসকে। চলতি আইপিএলে তিনি সিএসকের হয়ে তিনটি ম্যাচ খেলেছেন। তাতে ব্যাটিং করেছেন ২টিতে। সিএসকের সোশ্যাল মিডিয়া সাইটেও রিঙ্কু ও সমীরের ছবি শেয়ার করে লেখা হয়েছে, ‘আরএস মিট এসআর। দুই ফিনিশারের দেখা।’