India vs South Africa: সেঞ্চুরিয়ানে সেঞ্চুরি ঋষভ পন্থের
Rishabh Pant: মহম্মদ সামির বলে তেম্বা বাভুমার ক্যাচ ধরে নতুন এই রেকর্ড গড়লেন ঋষভ পন্থ। এর আগে পাঁচ জন ভারতীয় উইকেট কিপারের এই কৃতিত্ব আছে। সৈয়দ কিরমানি, কিরণ মোরে, নয়ন মঙ্গিয়া, মহেন্দ্র সিং ধোনি ও ঋদ্ধিমান সাহার পর উইকেটের পেছনে সেঞ্চুরি দিল্লি বাঁ-হাতি ক্রিকেটারের।
সেঞ্চুরিয়ান: হেড লাইন দেখে অনেকে চমকে উঠতেই পারেন। স্কোর বোর্ডের অনুবিক্ষণ যন্ত্র নিয়ে দেখেও ঋষভ পন্থের (Rishabh Pant) নামের পাশে তিন সংখ্যার স্কোর দেখা যাচ্ছে না। কারণ তাঁর নামের পাশে মাত্র চার রান। তাহলে সেঞ্চুরি কিসের। হেডলাইনের সঙ্গে মেলাতে গেলে ভারত (India) নয় দক্ষিণ আফ্রিকার (South Africa) স্কোর কার্ডে নজর দিতে হবে। সেখানেই লুকিয়ে রহস্য। রেকর্ড বুক বলছে, টেস্ট ক্রিকেটে উইকেটের পেছনে দাঁড়িয়ে ১০০ শিকার (100 test dismissals) ঋষভের। ভারতীয় উইকেট কিপারদের মধ্যে দ্রুততম।
A century of dismissals for @RishabhPant17 from behind the stumps in whites??
He becomes the fastest Indian wicket-keeper to achieve this feat.#SAvIND pic.twitter.com/6pHpfnLDO1
— BCCI (@BCCI) December 28, 2021
ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্টে চার জন প্রোটিয়া ব্যাটসম্যানকে প্যাভেলিয়ানে ফেরাতে ঋষভের হাত রয়েছে। আর এই সুযোগেই সেঞ্চুরি করে ফেলেছেন দিল্লির উইকেটকিপার। ২০১৮ সালের অগাস্ট মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে ট্রেন্ট ব্রিজে অভিষেক হয় ঋষভ পন্থের। শুরু দিকে ভারতীয় দলে নিয়মিত ছিলেন না তিনি। কিন্তু এখন দেশের অক নম্বর উইকেটকিপার। ২৬তম টেস্টে এই কৃতিত্ব অর্জন করেছেন ঋষভ পন্থ। পেছনে ফেলে দিলেন তাঁর গুরু মহেন্দ্র সিং ধোনিকে (Mahendra Singh Dhoni)। ৩৬ টেস্টে ১০০ শিকার ছিল ধোনির। লাল বলের ক্রিকেটে ঋদ্ধিমান সাহাও ৩৬ টেস্টে ১০০ শিকার করেছিলেন উইকেটের পেছনে দাঁড়িয়ে।
মহম্মদ সামির বলে তেম্বা বাভুমার ক্যাচ ধরে নতুন এই রেকর্ড গড়লেন ঋষভ পন্থ। এর আগে পাঁচ জন ভারতীয় উইকেট কিপারের এই কৃতিত্ব আছে। সৈয়দ কিরমানি, কিরণ মোরে, নয়ন মঙ্গিয়া, মহেন্দ্র সিং ধোনি ও ঋদ্ধিমান সাহার পর উইকেটের পেছনে সেঞ্চুরি দিল্লি বাঁ-হাতি ক্রিকেটারের। চলতি বছর জানুয়ারি মাসে অস্ট্রেলিয়ায় ধোনিকে টপকে দ্রুত তম ভারতীয় কিপার হিসেবে এক হাজার টেস্ট রান করেছিলেন ঋষভ। বছরটা শেষ করলেন ধোনির আরও একটা রেকর্ড ভেঙে।
আরও পড়ুন : India vs South Africa: উইকেট নিয়ে রোনাল্ডো সেলিব্রেশনে মাতলেন সিরাজ, দেখুন ভিডিও