T20 World Cup: রোহিতের হাতে বিশ্বকাপ জার্সি তুলে দিলেন বোর্ড সচিব
ICC MEN’S T20 WC 2024: আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এ বার ওয়ান ডে বিশ্বকাপ ফাইনাল হয়েছিল। এক যুগ পর দেশের মাটিতে বিশ্বকাপ ফাইনালে উঠেছিল ভারত। ফের এক বার দেশের মাটিতে ট্রফির জেতার হাতছানি। টানা দশ ম্যাচ জিতে ফাইনালে উঠলেও স্বপ্ন ভঙ্গ হয়। অস্ট্রেলিয়ার কাছে হারে ভেঙে পড়েছিলেন রোহিতরা। সেই মাঠেই টি-টোয়েন্টি বিশ্বকাপের 'সফর' যেন শুরু হয়ে গেল। এখানেই রোহিতের হাতে তুলে দেওয়া হয় টি-টোয়েন্টি বিশ্বকাপ জার্সি।
জুনের শুরুতেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। ভারতের স্কোয়াডও ঘোষণা হয়ে গিয়েছে বহুদিন। জার্সি প্রকাশ্যে এসেছে। এ বার ক্যাপ্টেন রোহিত শর্মার হাতে বিশ্বকাপ জার্সি তুলে দিলেন বোর্ড সচিব জয় শাহ। টিমকে শুভেচ্ছাও জানালেন। ভারতীয় ক্রিকেট বোর্ডের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ভিডিয়ো প্রকাশ করা হয়েছে। ২০০৭ সালে উদ্বোধনী টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ভারত। এরপর থেকে অপেক্ষা চলছেই। এ বারও প্রত্যাশার পাহাড় নিয়েই বিশ্বকাপে নামবেন রোহিতরা।
আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এ বার ওয়ান ডে বিশ্বকাপ ফাইনাল হয়েছিল। এক যুগ পর দেশের মাটিতে বিশ্বকাপ ফাইনালে উঠেছিল ভারত। ফের এক বার দেশের মাটিতে ট্রফির জেতার হাতছানি। টানা দশ ম্যাচ জিতে ফাইনালে উঠলেও স্বপ্ন ভঙ্গ হয়। অস্ট্রেলিয়ার কাছে হারে ভেঙে পড়েছিলেন রোহিতরা। সেই মাঠেই টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘সফর’ যেন শুরু হয়ে গেল। এখানেই রোহিতের হাতে তুলে দেওয়া হয় টি-টোয়েন্টি বিশ্বকাপ জার্সি।
বোর্ডের তরফে একটি ভিডিয়ো প্রকাশ করা হয়েছে। সেখানে লেখা, ‘সময় হয়ে এসেছে আমাদের নতুন রংকে স্বাগত জানানোর।’ ভিডিয়োতে দেখা যাচ্ছে, নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বোর্ড সচিব জয় শাহ এবং রোহিত জার্সি হাতে দাঁড়িয়ে। ভারতীয় ক্রিকেট টিমের কিট স্পনসরের প্রতিনিধিও উপস্থিত ছিলেন। গত ৬ মে ভারতের বিশ্বকাপ জার্সি উন্মোচন হয়। সেই ভিডিয়োতে ক্যাপ্টেন রোহিত শর্মার সঙ্গে রবীন্দ্র জাডেজা, কুলদীপ যাদবরাও ছিলেন।
It is time to welcome our team in new colors.
Presenting the new T20I #TeamIndia Jersey with our Honorary Secretary @JayShah, Captain @ImRo45 and official Kit Partner @adidas. pic.twitter.com/LKw4sFtZeR
— BCCI (@BCCI) May 13, 2024
ভারতের স্কোয়াড- রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ, সঞ্জু স্যামসন, শিবম দুবে, রবীন্দ্র জাডেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, অর্শদীপ সিং, যসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ
রিজার্ভ- শুভমন গিল, রিঙ্কু সিং, খলিল আহমেদ, আবেশ খান