Rohit Sharma: বাবরের ঘাড়ের কাছে নিঃশ্বাস, হেরেও এভারেস্টের কাছাকাছি রোহিত শর্মা
ICC ODI Rankings: আইসিসি ওডিআই ব্যাটারদের ক্রমতালিকায় শীর্ষে রয়েছেন বাবর। আর দ্বিতীয় স্থানে পৌঁছে গিয়েছেন রোহিত শর্মা। আইসিসি ওডিআই ব্যাটারদের ব়্যাঙ্কিংয়ে প্রথম দশে রয়েছেন ভারতের তিন ক্রিকেটার।
কলকাতা: কয়েকদিন আগে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩ ম্যাচের ওডিআই সিরিজ হেরেছে ভারত। তারপরও আইসিসি ওডিআই ব়্যাঙ্কিংয়ে (ICC ODI Rankings) উন্নতি হয়েছে রোহিত শর্মার (Rohit Sharma)। টিম ইন্ডিয়ার তরুণ তুর্কি শুভমন গিলকে ছাপিয়ে গিয়েছেন রোহিত। এখন তাঁর সামনে শুধু পাকিস্তানের তারকা ক্রিকেটার বাবর আজম। আইসিসি ওডিআই ব্যাটারদের ক্রমতালিকায় শীর্ষে রয়েছেন বাবর। আর দ্বিতীয় স্থানে পৌঁছে গিয়েছেন রোহিত শর্মা। আইসিসি ওডিআই ব্যাটারদের ব়্যাঙ্কিংয়ে প্রথম দশে রয়েছেন ভারতের তিন ক্রিকেটার।
বিরাট কোহলি রয়েছেন আইসিসি ওডিআই ব্যাটারদের ক্রমতালিকার প্রথম দশে। দুই, তিন ও চার এই তিনটি স্থানে যথাক্রমে রোহিত, শুভমন ও বিরাট রয়েছেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই সিরিজে ১৫৭ রান করার সুবাদে গিলকে ছাপিয়ে আইসিসি ওডিআই ব্যাটারদের ব়্যাঙ্কিংয়ে দুইয়ে উঠেছেন রোহিত। আইসিসি ওডিআই ব্যাটারদের ক্রমতালিকায় হিটম্যানের অর্জিত রেটিং পয়েন্ট ৭৬৫।
ভারত অধিনায়কের পাশাপাশি শ্রীলঙ্কার পাথুম নিশঙ্কা ও কুশল মেন্ডিসদের আইসিসি ওডিআই ব্যাটারদের ক্রমতালিকায় উন্নতি হয়েছে। একধাপ উঠে আটে পৌঁছেছেন পাথুম নিশঙ্কা। তাঁর অর্জিত রেটিং পয়েন্ট ৭০৮। নিশঙ্কার পাশাপাশি লঙ্কান তারকা ক্রিকেটার কুশল মেন্ডিস ৫ ধাপ উঠেছেন। তিনি পৌঁছে গিয়েছেন আইসিসি ব্যাটারদের ক্রমতালিকার ৩৯ নম্বরে। তাঁর অর্জিত রেটিং পয়েন্ট হল ৫৭৪। এ ছাড়াও শ্রীলঙ্কার ক্রিকেটার অবিষ্কা ফের্নান্ডো ২০ ধাপ উঠে পৌঁছে গিয়েছেন ৬৮ নম্বরে।
Asian domination of the ICC Men’s ODI Batting Rankings continues as India and Sri Lanka batters make progress 👊https://t.co/oRsAIZaaMo
— ICC (@ICC) August 14, 2024