Ravi Shastri: অস্ট্রেলিয়ায় হ্যাটট্রিক করবে ভারত… ভবিষ্যদ্বাণী রোহিত-বিরাটদের প্রাক্তন হেড স্যারের
India Tour of Australia: ২০১৬-১৭ থেকে পরপর ৪ বার বর্ডার-গাভাসকর ট্রফি জিতেছে টিম ইন্ডিয়া। শেষ ২০১৪-১৫ সালে অজরা হারিয়েছিল ভারতকে। এ বার বিরাট-রোহিতদের প্রাক্তন হেড স্যার রবি শাস্ত্রী ভবিষ্যদ্বাণী করেছেন, অস্ট্রেলিয়ার মাটিতে এ বার ভারত হ্যাটট্রিক করবে।
কলকাতা: বাইশগজে ভারত ও অস্ট্রেলিয়া যখনই মুখোমুখি হয়, অতীত যেন ফিরে ফিরে আসে। বিশ্ব ক্রিকেটের দুই অতি শক্তিশালী দলের লড়াই যে রোমাঞ্চে ভরপুর হবে, তা বলার অপেক্ষা রাখে না। গত দুটো অস্ট্রেলিয়া সফরে গিয়ে ভারত বর্ডার-গাভাসকর ট্রফি জিতেছে। শুধু তাই নয়, ২০১৬-১৭ থেকে পরপর ৪ বার বর্ডার-গাভাসকর ট্রফি (Border-Gavaskar Trophy) জিতেছে টিম ইন্ডিয়া। শেষ ২০১৪-১৫ সালে অজরা হারিয়েছিল ভারতকে। এ বার বিরাট-রোহিতদের প্রাক্তন হেড স্যার রবি শাস্ত্রী (Ravi Shastri) ভবিষ্যদ্বাণী করেছেন, অস্ট্রেলিয়ার মাটিতে এ বার ভারত হ্যাটট্রিক করবে।
আইসিসির শেয়ার করা ভিডিয়োতে ভারতের প্রাক্তন হেড কোচ রবি শাস্ত্রী বলেন, ‘বর্ডার-গাভাসকর ট্রফি এ বার অস্ট্রেলিয়ায়। হবে ৫টা টেস্ট ম্যাচ। এ বার তা রোমাঞ্চকর হতে চলেছে। মনে করিয়ে দিই শেষ দুটো অস্ট্রেলিয়া সফরে ভারত দু’বার অজিদের হারিয়েছে। প্রায় এক দশকের মতো সময় হল, অস্ট্রলিয়া বর্ডার-গাভাসকর ট্রফি দখল করতে পারেনি। যে কারণে টেস্ট ক্রিকেটের এই দুই হেভিওয়েট দলগুলোর জন্য সকলে অপেক্ষা করছে।’
ভারতীয় বোলারদের এই অজি সফরে শুধু বোলিংয়ে সীমাবদ্ধ থাকলে হবে না বলে জানিয়েছেন শাস্ত্রী। তাঁদের ব্যাটিংয়েও টিমকে সাহায্য করতে হবে। শাস্ত্রীর কথায়, ‘এই সিরিজে ভারতের হ্যাটট্রিক করার প্রবল সম্ভবনা রয়েছে। যদি ওদের বোলারদের ফিট পায় এবং তাঁরা যদি ভালো করে ব্যাটিংও করতে পারে, তা হলে ভারত আরও একবার অস্ট্রেলিয়াকে হারাতে পারবে।’
অস্ট্রেলিয়া এ বার তাদের ঘরের মাটিতে ভারতকে হারাতে মরিয়া। এই প্রসঙ্গে রবি শাস্ত্রী বলেন, ‘আমরা জানি, অস্ট্রেলিয়া ঠিক কী চায়। ওরাও তৃষ্ণার্ত। ভারতের গলার কাঁটা হতে চায়। কারণ, ওদের অস্ট্রেলিয়ার মাটিতে ২ বার হারিয়েছে ভারত। ওদের ফাস্ট বোলিং আক্রমণ অন্যতম সেরা। যেখানে আবার নাথান লিঁয়র মতো ক্রিকেটার রয়েছে। ভারতের ব্যাটিং ও অস্ট্রেলিয়ার ফাস্ট বোলারদের লড়া দেখা যেতে পারে। আর ভারতের বোলিং আক্রমণ দেখার অপেক্ষাতে রয়েছে সকলে। সামি, বুমরাকে ফিট পাওয়া গেলে এবং ওদের সঙ্গে সিরাজ থাকে বোলিং বিভাগ বেশ ভালো হবে। এ ছাড়া রিজার্ভ বেঞ্চের শক্তি বাড়াতে অশ্বিন এবং জাডেজাও থাকবে। এই সিরিজ শুরু হওয়ার অপেক্ষায় রয়েছে সকলে। এবং আমি মনে করি ভারত অস্ট্রেলিয়ার মাটিতে হ্যাটট্রিক করতে পারবে।’