Duleep Trophy: গম্ভীর জমানায় এ বার দলীপ ট্রফিতে প্রত্যাবর্তন বিরাট-রোহিতদের

Virat-Rohit: এ বছরের সেপ্টেম্বরে রয়েছে ভারত-বাংলাদেশ টেস্ট সিরিজ। তার আগে রয়েছে দলীপ ট্রফি। আর সেখানে খেলতে দেখা যাবে বিরাট কোহলি, রোহিত শর্মাদের। এমন খবরই শোনা যাচ্ছে ভারতীয় ক্রীড়া মহলে কান পাতলে।

Duleep Trophy: গম্ভীর জমানায় এ বার দলীপ ট্রফিতে প্রত্যাবর্তন বিরাট-রোহিতদের
Duleep Trophy: গম্ভীর জমানায় এ বার দলীপ ট্রফিতে প্রত্যাবর্তন বিরাট-রোহিতদেরImage Credit source: X
Follow Us:
| Updated on: Aug 12, 2024 | 4:38 PM

কলকাতা: ঘরোয়া ক্রিকেটকে গুরুত্ব দাও। তা না হলে টিমে জায়গা কারও জন্য সুরক্ষিত নয়। এ কথা যেন এক প্রকার পরিষ্কার করে দিয়েছে বিসিসিআই। ঘরোয়া ক্রিকেটকে প্রাধান্য না দিলে বার্ষিক চুক্তি থেকেও বাদ পড়তে হয়। তার উদাহরণও রয়েছে। ঈশান কিষাণ ও শ্রেয়স আইয়ার কয়েক মাস আগে বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন। বোর্ড নির্দেশ দিয়েছিল, তাঁদের রঞ্জি ট্রফিতে খেলতে হবে। সেই নির্দেশ মানেননি তাঁরা। অবশ্য কয়েকদিন আগে শ্রীলঙ্কায় হওয়া ওডিআই সিরিজে ভারতীয় টিমে ফিরেছেন শ্রেয়স আইয়ার। ঈশানের এখনও টিম ইন্ডিয়ার জার্সিতে ওয়াপসি হয়নি। সেপ্টেম্বরে রয়েছে ভারত-বাংলাদেশ টেস্ট সিরিজ। তার আগে শুরু হয়ে যাবে দলীপ ট্রফি (Duleep Trophy)। আর সেখানে খেলতে দেখা যাবে বিরাট কোহলি (Virat Kohli), রোহিত শর্মাদের (Rohit Sharma)। এমন খবরই শোনা যাচ্ছে ভারতীয় ক্রীড়া মহলে কান পাতলে।

ইন্ডিয়ান এক্সপ্রেসের এক রিপোর্ট অনুযায়ী, বিরাট, রোহিতকেই শুধু নয় দেশের আরও একঝাঁক তারকা ক্রিকেটারকে দলীপ ট্রফিতে খেলতে দেখা যাবে। জানা গিয়েছে, শুভমন গিল, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাডেজা, যশস্বী জয়সওয়াল, সূর্যকুমার যাদব, কুলদীপ যাদবদের মতো ভারতীয় টিমে খেলা ক্রিকেটাররাও দলীপ ট্রফিতে খেলবেন। এই তালিকা থেকে দূরে রাখা হয়েছে জসপ্রীত বুমরাকে। কারণ, ভারতীয় টিম ম্যানেজমেন্ট ঠিক করেছে তাঁর ওয়ার্কলোড ম্যানেজমেন্ট ঠিক রাখা দরকার। তাই বুমরা সরাসরি হয়তো ফিরবেন বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে।

রিপোর্ট অনুযায়ী, দলীপ ট্রফিতে বোর্ডের পক্ষ থেকে একই টিমে রাখা হয়েছে বিরাট কোহলি, রোহিত শর্মাকে। দীর্ঘদিন জাতীয় দল থেকে দূরে ঈশান কিষাণ। দলীপ ট্রফিতে তিনি ফিরতে পারেন। কিন্তু অজিঙ্ক রাহানে ও চেতেশ্বর পূজারার মতো সিনিয়র তারকা ক্রিকেটারদের দলীপ ট্রফিতে ফেরার খবর আপাতত নেই।

জানা গিয়েছে, অজিত আগরকরের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি দলীপ ট্রফির জন্য চারটি স্কোয়াড বেছে নেবে। সেখানে থাকবে – ইন্ডিয়া এ, ইন্ডিয়া বি, ইন্ডিয়া সি ও ইন্ডিয়া ডি। অনন্তপুর ও অন্ধ্রপ্রদেশে দলীপ ট্রফির ম্যাচগুলি অনুষ্ঠিত হওয়ার কথা। একইসঙ্গে শোনা গিয়েছে, বোর্ডের পক্ষ থেকে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে দলীপ ট্রফির এক পর্বের ম্যাচ আয়োজন করা হতে পারে। দলীপ ট্রফি শুরু হবে ৫ সেপ্টেম্বর। শেষ হবে ২৪ সেপ্টেম্বর। আর ভারত-বাংলাদেশ টেস্ট সিরিজ শুরু হবে ১৯ সেপ্টেম্বর থেকে। অর্থাৎ দলীপ ট্রফি চলাকালীনই শুরু হয়ে যাবে ভারত-বাংলাদেশ টেস্ট সিরিজ।