Shakib Al Hasan: সাকিব আল হাসানকে নিয়ে বাংলাদেশের কোচ বলছেন, ‘তরুণ ক্রিকেটারদের সঙ্গে…’

Bangladesh Cricket Team: অন্তর্বর্তী সরকার গঠন হওয়ার পর সাকিবের দেশে ফেরা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। কানাডায় ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগে খেলছিলেন সাকিব। এখন তিনি পাকিস্তানে। সিনিয়র ক্রিকেটার সাকিব আল হাসান তরুণদের কাছে কেমন? সেটাই জানালেন বাংলাদেশের স্পিন বোলিং কোচ মুস্তাক আহমেদ।

Shakib Al Hasan: সাকিব আল হাসানকে নিয়ে বাংলাদেশের কোচ বলছেন, 'তরুণ ক্রিকেটারদের সঙ্গে...'
Image Credit source: PCB
Follow Us:
| Updated on: Aug 15, 2024 | 11:08 PM

টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই বোর্ডের থেকে ছুটি নিয়েছিলেন সাকিব আল হাসান। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ব্যস্ত ছিলেন। ১২ অগস্ট অবধি ছুটি ছিল। এর মধ্যে অনেক কিছু ওলট পালট হয়ে গিয়েছে। বাংলাদেশের গত সাধারণ নির্বাচনে প্রার্থী হয়েছিলেন সাকিব আল হাসান। ভোটে জিতে সাংসদও হয়েছিলেন। খেলা ছাড়ার আগেই রাজনীতিতে এসেছিলেন সাকিব। তাঁকে নিয়ে নানা ক্ষোভ বিক্ষোভও রয়েছে। ক্রিকেট মাঠে নানা বিতর্কেও জড়িয়েছেন। তাঁর প্রতিভার চেয়ে বিতর্কই বেশি সামনে এসেছে। সদ্য শেখ হাসিনার সরকার পড়েছে। অন্তর্বর্তী সরকার গঠন হওয়ার পর সাকিবের দেশে ফেরা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। কানাডায় ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগে খেলছিলেন সাকিব। এখন তিনি পাকিস্তানে। সিনিয়র ক্রিকেটার সাকিব আল হাসান তরুণদের কাছে কেমন? সেটাই জানালেন বাংলাদেশের স্পিন বোলিং কোচ মুস্তাক আহমেদ।

পাকিস্তান সফরে রয়েছে বাংলাদেশ ক্রিকেট টিম। আপাতত বাংলাদেশ এ টিমের সিরিজ চলছে। এরপর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত দু-ম্যাচের সিরিজ। বাংলাদেশের টেস্ট স্কোয়াডে রয়েছেন সাকিব আল হাসানও। পাকিস্তানে টিমের বাকি মেম্বারদের সঙ্গে যোগ দিয়েছেন সাকিব। প্রস্তুতিও শুরু করে দিয়েছেন। তাঁকে দলে রাখা হবে কিনা এই নিয়ে সংশয় ছিল। স্কোয়াডে রাখার পর নির্বাচক প্রধান জানিয়েছিলেন, মেধার ভিত্তিতেই জায়গা পেয়েছেন সাকিব। এই সিরিজে ভালো পারফর্ম করলে ভারত সফরেও যে সুযোগ মিলবে, বলাই যায়।

গত বছর ভারতের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপের সময় দলের সিনিয়র প্লেয়ার তামিম ইকবালকে নিয়ে বিতর্কে জড়িয়েছিলেন সতীর্থ সাকিব। তামিমের চোট সেরে উঠছিল। যদিও বিশ্বকাপের স্কোয়াডে জায়গা পাননি। এতে ক্যাপ্টেন সাকিবেরও হাত ছিল বলাই যায়। যদিও বাংলাদেশের স্পিন বোলিং কোচ মুস্তাক আহমেদ জানিয়েছেন, তরুণ ক্রিকেটারদের সঙ্গে ভালোভাবেই মেশেন সাকিব।

বাংলাদেশের স্পিন বোলিং কোচের কথায়, ‘সাকিব, মুশফিক, তাসকিন সকলেই তরুণ ক্রিকেটারদের প্রতি খুবই যত্নশীল। এই স্কোয়াডের অনেকেই প্রথম বার পাকিস্তান সফরে এসেছে। তাঁদের সহযোগিতা করছেন সাকিবও। অভিজ্ঞতা ভাগ করে নিচ্ছেন।’