Shikhar Dhawan: ৫ বছরে ১০০ সেঞ্চুরি… বিরাট-রোহিতের সঙ্গে সোনালী যুগের স্মৃতিচারণায় শিখর ধাওয়ান
আজ, শনিবার সকালে আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ভারতীয় তারকা ওপেনার শিখর ধাওয়ান। এক দশকেরও বেশি আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে ইতি টানার পর অতীতে ডুব দিয়েছেন গব্বর।
কলকাতা: ভারতীয় ক্রিকেটে গব্বর জমানার ইতি… বছর দুয়েক আগে ভারতের জার্সিতে শেষ বার খেলেছিলেন শিখর ধাওয়ান (Shikhar Dhawan)। তারপর তাঁকে আইপিএলে খেলতে দেখা গিয়েছে। শনিবার সকাল সকাল নিজের অনুরাগীদের মন ভারী করলেন শিখর। আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটকে বিদায় জানিয়েছেন তিনি। এক দশকেরও বেশি আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে ইতি টানার পর অতীতে ডুব দিয়েছেন গব্বর। সেই সময়ে ফিরেছেন শিখর, যখন টানা ৫ বছর তিনি, বিরাট কোহলি (Virat Kohli) ও রোহিত শর্মা (Rohit Sharma) ভারতীয় ক্রিকেটে সোনা ফলিয়েছেন।
হিন্দুস্থান টাইমসকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে শিখর ধাওয়ান বলেন, ‘আমরা একসঙ্গে একটা দারুণ সফর কাটিয়েছি। আমার পরিষ্কার মনে আছে যখন বিরাট কোহলি, রোহিত শর্মা ও আমি ৫ বছরে ১০০টা সেঞ্চুরি করেছিলাম। সেই সময় আমাদের কোচ ছিলেন রবি (শাস্ত্রী) ভাই।’
২০১৩ সালের ১ জুন থেকে ২০১৯ সালের ৩০ জুন অবধি বিরাট কোহলি, রোহিত শর্মা ও শিখর ধাওয়ান কতগুলো সেঞ্চুরি করেছিলেন?
- বিরাট কোহলি – ২৭৪টি ইনিংসে ৪৯টি সেঞ্চুরি করেছিলেন (টেস্টে ২১টি, ওডিআইতে ২৮টি)
- রোহিত শর্মা – ২২৮টি ইনিংসে ৩০টি সেঞ্চুরি করেছিলেন (টেস্টে ৩টি, ওডিআইতে ২৩টি এবং টি-২০তে ৪টি)
- শিখর ধাওয়ান ২৯টি ইনিংসে ২৩টি সেঞ্চুরি করেছিলেন (টেস্টে ৬টি ও ওডিআইতে ১৭টি)
আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে যে কোচদের পেয়েছিলেন শিখর তাঁদেরও ধন্যবাদ জানান শিখর। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার কেরিয়ারে অনেক কোচদের পেয়েছি। যাঁদের সঙ্গে আমি কাজ করেছি, ডানকান ফ্লেচার, সঞ্জয় বাঙ্গার, বিক্রম রাঠৌর, রাহুল দ্রাবিড়, রবি শাস্ত্রী। সকল ফিল্ডিং কোচ, ব্যাটিং কোচদের ধন্যবাদ জানাই। একইসঙ্গে এনসিও বড় ভূমিকা পালন করেছে। যখন আমি চোট পেয়ে সেখানে গিয়েছিলাম। সব রকম সাহায্য পেয়েছি। বিসিসিআইকেও ধন্যবাদ জানাই।’