AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Shreyas Iyer: লাল বলের নেতৃত্বে শ্রেয়স আইয়ার, স্কোয়াডে ফিট ধ্রুব জুরেলও! যা হল টিম…

Indian Cricket News: শ্রেয়স আইয়ারকেও কি আগামীতে টেস্টে ভারতের নেতৃত্বে দেখা যেতে পারে? সেই সম্ভাবনা জোরালো। ঘরের মাঠে অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে দুটি চারদিনের ম্যাচ খেলবে ভারত এ দল। সেই স্কোয়াড ঘোষণা হয়েছে। নেতৃত্বে শ্রেয়স আইয়ার।

Shreyas Iyer: লাল বলের নেতৃত্বে শ্রেয়স আইয়ার, স্কোয়াডে ফিট ধ্রুব জুরেলও! যা হল টিম...
Image Credit: PTI
| Updated on: Sep 06, 2025 | 4:20 PM
Share

লাল-বলে নেতৃত্বের দাবিদার শ্রেয়স আইয়ারও? কিছুদিন আগেই ইংল্যান্ড সফরে গিয়েছিল ভারতীয় টেস্ট টিম। নতুন ক্যাপ্টেন হিসেবে বেছে নেওয়া হয়েছিল তরুণ ক্রিকেটার শুভমন গিলকে। ইংল্যান্ডে ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করেছেন। কিন্তু নেতৃত্বের দিক থেকে তাঁর তৈরি হতে যে আরও অনেক সময় লাগবে, সেই ইঙ্গিতও মিলেছে। শ্রেয়স আইয়ারকেও কি আগামীতে টেস্টে ভারতের নেতৃত্বে দেখা যেতে পারে? সেই সম্ভাবনা জোরালো। ঘরের মাঠে অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে দুটি চারদিনের ম্যাচ খেলবে ভারত এ দল। সেই স্কোয়াড ঘোষণা হয়েছে। নেতৃত্বে শ্রেয়স আইয়ার। ভাইস ক্য়াপ্টেন করা হয়েছে কিপার ব্যাটার ধ্রুব জুরেলকে।

কেন শ্রেয়স আইয়ারকে টেস্টে নেতৃত্বের দাবিদার বলা হচ্ছে? এর সহজ কারণ, অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে বিরুদ্ধে এই স্কোয়াড। দীর্ঘ কয়েক বছর ধরে ভারত এ দলকে নেতৃত্ব দিয়ে আসছেন অভিমন্য়ু ঈশ্বরণ। সম্প্রতি ইংল্যান্ড সফরেও ভারত এ দলকে নেতৃত্ব দিয়েছেন। দীর্ঘ কয়েক বছর ধরে টেস্ট স্কোয়াডে থাকলেও খেলার সুযোগ হয়নি অভিমন্যুর। অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধেও স্কোয়াডে রয়েছেন। কিন্তু তাঁকে নেতা করা হয়নি। ফলে শ্রেয়সকে নিয়ে যে ভাবনা কিছুটা হলেও বদলাচ্ছে, সেই অনুমান করা যায়। ইংল্যান্ড সফরে টেস্টে রাখা হয়নি। ভারতের টি-টোয়েন্টি স্কোয়াডেও নেই শ্রেয়স। শুধুমাত্র ওয়ান ডে স্কোয়াডেই রয়েছেন। তবে শ্রেয়সকে টেস্টের জন্য়ও ভাবা হচ্ছে, বলাই যায়। এর অন্যতম কারণ ইংল্যান্ডে করুণ নায়ারের পারফরম্যান্স।

দীর্ঘ আট বছর পর টেস্টে কামব্যাক করলেও করুণ নায়ারের পারফরম্যান্স ইংল্যান্ডের মাটিতে করুণই ছিল। যে কারণে মনে করা হচ্ছে মিডল অর্ডার শক্তিশালী করতে শ্রেয়সকে আনা হতে পারে। অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে এই মাল্টি ডে ম্যাচ দুটি হবে লখনউতে। ১৬-১৯ সেপ্টেম্বর প্রথম ম্যাচ। লোকেশ রাহুল এবং মহম্মদ সিরাজ ফিরছেন দ্বিতীয় ম্যাচের স্কোয়াডে। ভারত এ দলে সুযোগ পেয়েছেন সদ্য দলীপে ডাবল সেঞ্চুরি করা আয়ুষ বাদোনি। অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে ওয়ান ডে ফর্ম্যাটেও খেলা রয়েছে। তার স্কোয়াড পরে ঘোষণা হবে। এই সিরিজে দেখা যেতে পারে রোহিত-বিরাটদেরও।

অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে ভারত এ স্কোয়াড-শ্রেয়স আইয়ার (ক্যাপ্টেন), অভিমন্যু ঈশ্বরণ, নারায়ণ জগদীশন, সাই সুদর্শন, ধ্রুব জুরেল (ভাইস ক্যাপ্টেন), দেবদত্ত পাড়িক্কল, হর্ষ দুবে, আয়ুষ বাদোনি, নীতীশ কুমার রেড্ডি, তনুষ কোটিয়ান, প্রসিধ কৃষ্ণ, গুরনুর ব্রার, খলিল আহমেদ, মানব সুথার, যশ ঠাকুর। দ্বিতীয় ম্যাচে দু-জনের জায়গায় আসবেন লোকেশ রাহুল, মহম্মদ সিরাজ।