SRH vs CSK, IPL 2024: অরেঞ্জ আর্মির বিরুদ্ধে ধোনি ধামাকা দেখার অপেক্ষা, মো-কে ফেরাল চেন্নাই
IPL 2024: নিজামের শহরের টিম সানরাইজার্স হায়দরাবাদ চায় হলুদ আর্মিকে হারিয়ে পয়েন্ট টেবলে উন্নতি করতে। শুক্রবার আইপিএলের ১৮তম ম্যাচ। ইতিমধ্যেই আইপিএলের পয়েন্ট টেবলে রীতিমতো ওঠানামা শুরু হয়ে গিয়েছে। ঘরের মাঠে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অরেঞ্জ আর্মির নেতা প্যাট কামিন্স।
কলকাতা: কমলা রং যখন মিলেমিশে একাকার হবে হলুদে… আজ সেই দিন। হায়দরাবাদের উপ্পল স্টেডিয়ামে আইপিএলের ম্যাচে আজ মুখোমুখি মহেন্দ্র সিং ধোনি, প্যাট কামিন্সরা। দুটো টিমই নিজেদের শেষ ম্যাচ হেরেছে। ফলে স্বাভাবিকভাবেই কামিন্সের অরেঞ্জ আর্মি এবং ঋতুরাজ গায়কোয়াড়ের ইয়েলোব্রিগেড জয়ের সারণিতে ফিরতে চায়। উপ্পলে ধোনির (MS Dhoni) ভক্তদের ঢল নেমেছে। সেখানকার আকাশে এখন থেকেই উড়ছে হলুদ আবির। নিজামের শহরের টিম সানরাইজার্স হায়দরাবাদ চায় হলুদ আর্মিকে হারিয়ে পয়েন্ট টেবলে উন্নতি করতে। শুক্রবার আইপিএলের (IPL) ১৮তম ম্যাচ। ইতিমধ্যেই আইপিএলের পয়েন্ট টেবলে রীতিমতো ওঠানামা শুরু হয়ে গিয়েছে। ঘরের মাঠে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অরেঞ্জ আর্মির নেতা প্যাট কামিন্স।
মহেন্দ্র সিং ধোনির জন্য রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ব্যানার, প্ল্যাকার্ডে ছেয়ে গিয়েছে। গত বারের আইপিএলের মতো এ বারও ধোনি যে মাঠে খেলতে যাচ্ছেন, সেই স্টেডিয়ামে হলুদ জার্সির ঢল দেখা যাচ্ছে। ঋতুরাজ টস হারায় প্রথমে ব্যাটিং করতে দেখা যাবে চেন্নাইকে। টস জিতে কামিন্স বলেন, ‘ধারাবাহিকতাই আসল। টুর্নামেন্টের সবে কয়েকটা ম্যাচ হয়েছে। উইকেট ভালো দেখাচ্ছে আমরা প্রথমে বল করব তাই।’ এরপর তিনি জানান, মায়াঙ্ক আগরওয়াল চোট পেয়েছেন তাই নীতীশ কুমার রেড্ডি একাদশে সুযোগ পেয়েছেন। একই সঙ্গে জানান, টি নটরাজন চোট সারিয়ে টিমে ফিরলেন।
কামিন্সের কথা বলার পর ঋতুরাজ যখন কথা বলতে শুরু করেন, সেই সময় গ্যালারির গর্জন বেড়ে যায়। তিনি বলেন, ‘আমি এই প্রথম বার নেতৃত্ব দিচ্ছি তেমনটা নয়। শেষ ম্যাচটা আমরা খুল ক্লোজ ভাবে হেরেছি। আমার নেতৃত্ব দেওয়া নতুন নয়। আমি নিজের মতো থাকতে চাই এবং দলকে এগিয়ে নিয়ে যেতে চাই।’ এরপর ঋতু জানান, মুস্তাফিজুর রহমান নেই আজকের ম্যাচে। আর মাতিশা পাথিরানা অল্প চোট পেয়েছেন। ফিজের জায়গায় আজ সিএসকের একাদশে এসেছেন মইন আলি। আর পাথিরানার জায়গায় মুকেশ চৌধুরীকে নিয়েছে সিএসকে। উল্লেখ্য, শেষ পাঁচবারের সাক্ষাতে সিএসকে জিতেছে ৪ বার আর অরেঞ্জ আর্মি একবার।
সানরাইজার্স হায়দরাবাদ একাদশ: নীতীশ কুমার রেড্ডি, অভিষেক শর্মা, এইডেন মার্কর্যাম, হেনরিখ ক্লাসেন (উইকেটকিপার), আব্দুল সামাদ, শাহবাজ আহমেদ, প্যাট কামিন্স (অধিনায়ক), ভুবনেশ্বর কুমার, জয়দেব উনাদকাট, মায়াঙ্ক মার্কন্ডে ও টি নটরাজন।
ইমপ্যাক্ট পরিবর্ত- ওয়াশিংটন সুন্দর, উমরান মালিক, গ্লেন ফিলিপস, ট্রাভিস হেড ও রাহুল ত্রিপাঠী।
চেন্নাই সুপার কিংস – ঋতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), রাচিন রবীন্দ্র, অজিঙ্ক রাহানে, ড্যারেল মিচেল, রবীন্দ্র জাডেজা, মহেন্দ্র সিং ধোনি (উইকেটকিপার), দীপক চাহার, তুষার দেশপান্ডে, শিবম দুবে, মইন আলি ও মহেশ থিকশানা।
ইমপ্যাক্ট পরিবর্ত – মুকেশ চৌধুরী, শার্দূল ঠাকুর, শেখ রশিদ, সমীর রিজভি , মিচেল স্যান্টনার।