IND vs SA, T20 WC Final: রাবাডা-মহারাজের রাজ, বার্বাডোজে সূর্য ওঠার আগেই সূর্যাস্ত!

Suryakumar Yadav: এ বারের টি-২০ বিশ্বকাপে ফাইনালের আগে অবধি ভালো পারফর্ম করেছিলেন সূর্যকুমার যাদব। আমেরিকা, আফগানিস্তানের বিরুদ্ধে হাফসেঞ্চুরিও ছিল তাঁর। সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ৩ রানের জন্য তাঁর অর্ধশতরান হাতছাড়া হয়েছিল। ফাইনালে তাঁর ব্যাট চললই না।

IND vs SA, T20 WC Final: রাবাডা-মহারাজের রাজ, বার্বাডোজে সূর্য ওঠার আগেই সূর্যাস্ত!
রাবাডা-মহারাজের রাজ, বার্বাডোজে সূর্য ওঠার আগেই সূর্যাস্ত!
Follow Us:
| Updated on: Jun 29, 2024 | 8:58 PM

কলকাতা: বিশ্বকাপ ফাইনালে চারে নেমে ঝড় তুলবেন… সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) ভেবেছিলেন সেটাই। কিন্তু তা হল কই। এই টি-২০ বিশ্বকাপে (ICC Men’s T20 World Cup 2024) দারুণ ছন্দে ছিলেন। ফাইনালের আগে স্কাই বলেওছিলেন, ‘ফাইনাল সহজ হবে না। প্রবল চাপ থাকবে। তবে চাপ না থাকলে মজা নেই।’ এইডেন মার্কব়্যামদের বিরুদ্ধে চাপই কি কাল হল? হয়তো তিনি সত্যিই চাপে ছিলেন। যে ভাবে দায়সারা শট খেলে আউট হলেন তিনি বলতেই হচ্ছে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বার্বাডোজে সূর্য ওঠার আগেই সূর্যাস্ত! শুধু তাই নয়, পাওয়ার প্লে-তে দাপট দেখিয়েছেন রাবাডা-মহারাজরা। যে কারণে শুরুর ৬ ওভারের মধ্যে ৩ উইকেট হারিয়ে ফেলে ভারত।

সূর্যকুমার যাদবের জন্য় ফাইন লেগে হেনরিখ ক্লাসেনকে রাখাই ছিল। তাঁকে শুধু এক কদম সরতে হল। সোজা হাতে ক্যাচ ক্লাসেনের। যেখানে ভারতের দু’টো উইকেট পড়ে গিয়েছে, তখন কিছুটা ধৈর্য নিয়ে খেলতে হত স্কাইকে। কিন্তু উইকেটের পিছনে শর্ট বাউন্ডারির লোভ সূর্য সামলাতে পারেননি। পাটা পিচে দায়সারা শট মেরে আউট হলেন তিনি। ৪ বলে করেছেন মাত্র ৩ রান।

ফাইনালে টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। টিম ইন্ডিয়ার ক্যাপ্টেনের থেকে ফাইনালে বড় রান চাইছিলেন ভারতের অনুরাগীরা। তাঁদের হতাশ হতে হল। কারণ, দ্বিতীয় ওভারে কেশব মহারাজ ফেরান রোহিতকে। ৯ রানে ফেরেন তিনি। একই ওভারে দ্বিতীয় উইকেটও হারায় ভারত। ঋষভ পন্থকে শূন্যে ফেরান মহারাজ।

প্রোটিয়া শিবির ভালো মতোই জানত, ভারতের টপ অর্ডার গুঁড়িয়ে দিতে পারলে, লক্ষ্যে পৌঁছনো যাবে। সেই মতো বাঁ হাতি স্পিনার কেশব মহারাজকে সঠিক সময়ে কাজে লাগিয়েছেন প্রোটিয়া নেতা। পাওয়ার প্লে-র মধ্যে ভারত ৩ উইকেট হারিয়ে ৪৫ রান তোলে। বিরাট কোহলিকে অবশ্য তার মধ্যে টলাতে পারেননি দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা। ঠিক কত রানের টার্গেট টিম ইন্ডিয়া দিতে পারবে দক্ষিণ আফ্রিকাকে? উত্তর মিলবে তাড়াতাড়ি।