T20 World Cup 2024: বিশ্ব চ্যাম্পিয়নদের বিমানকে বিশেষ ওয়াটার স্যালুট, দেখুন যে ভিডিয়ো চোখ জুড়াবে
Watch Video: ২০০৭ সালের পর ২০২৪--- দীর্ঘ ১৭ বছর পর টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) জিতেছে টিম ইন্ডিয়া (Team India)। রোহিত-বিরাটদের এই জয়ের ফলে উৎসবমুখর হয়েছে ভারতবাসী। মুম্বইয়ে বিশেষ করে জনজোয়ার দেখা গিয়েছে।
কলকাতা: বিশ্বজয় বিরাট কীর্তি। আর এই কীর্তি গড়ার পর থেকে ভারতীয় ক্রিকেট টিমকে (Indian Cricket Team) নিয়ে মাতামাতি চলছে। দেশে চ্যাম্পিয়নরা ফেরার পর মহাসমারোহ হয়েছে। বার্বাডোজ থেকে প্রথমে রোহিতরা আজ সকালে পৌঁছান দিল্লিতে। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন চ্যাম্পিয়নরা। তারপর রোহিত-বিরাটরা পাড়ি দেন মুম্বইয়ে। ভিস্তারার এক বিমানে দিল্লি থেকে মুম্বইয়ে যান রোহিতরা। সেই বিমান মুম্বই বিমানবন্দরে পৌঁছতেই বিশেষ জল স্যালুট দেওয়া হয়েছে। যে ভিডিয়ো মন ভালো করবে ভারতীয় ক্রিকেট প্রেমীদের।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে রোহিতদের বিমানে বিশেষ ওয়াটার স্যালুট দেওয়ার ভিডিয়ো। যে ভিডিয়ো দেখলে চোখ জুড়াবে। সংবাদসংস্থা পিটিআই সেই ভিডিয়ো শেয়ার করেছে। শুধু তাই নয়, বিশ্বকাপের সম্প্রচারকারী চ্যানেল স্টার স্পোর্টসও সেই ভিডিয়ো শেয়ার করেছে। যা ঘুরছে নেটদুনিয়ায়।
VIDEO | The flight carrying Team India received water cannon salute upon its arrival at Mumbai Airport earlier today. pic.twitter.com/9m36czv9wx
— Press Trust of India (@PTI_News) July 4, 2024
২০০৭ সালের পর ২০২৪— দীর্ঘ ১৭ বছর পর টি-২০ বিশ্বকাপ জিতেছে টিম ইন্ডিয়া। রোহিত-বিরাটদের এই জয়ের ফলে উৎসবমুখর হয়েছে ভারতবাসী। মুম্বইয়ে বিশেষ করে জনজোয়ার দেখা গিয়েছে। কারণ চ্যাম্পিয়নদের জন্য মুম্বইতে এক ভিকট্রি প্যারেডের আয়োজন করা হয়েছিল। তা উপভোগ করার জন্য বিরাট ভিড় হয়েছিল।
WATER, ehem, What a unique welcome for the #MenInBlue! 😍💙
Let the #JeetKaJashn BEGIN! 🎉#TeamIndia #T20WorldCup #WelcomeChampions
Video credits : @Prath_Pophale11 pic.twitter.com/OoJYPSyZOF
— Star Sports (@StarSportsIndia) July 4, 2024