T20 World Cup 2024: বিশ্বজয়ীদের দেশে ফেরাতে গিয়ে বিতর্কে এয়ার ইন্ডিয়া?

রোহিতদের দেশে ফেরানোর জন্য এয়ার ইন্ডিয়া যে বিমান দিয়েছিল, তার জন্য অন্য সাধারণ যাত্রীদের এক বিমান বাতিল করেছিল। বিমান কর্তৃপক্ষদের তরফে জানানো হয়েছিল যে, যাত্রীদের জানিয়ে দেওয়া হয়েছিল এটা দেশের সম্মানের ব্যাপার। তাই তাঁদের বিমান বাতিল করা হচ্ছে।

T20 World Cup 2024: বিশ্বজয়ীদের দেশে ফেরাতে গিয়ে বিতর্কে এয়ার ইন্ডিয়া?
T20 World Cup 2024: বিশ্বজয়ীদের দেশে ফেরাতে গিয়ে বিতর্কে এয়ার ইন্ডিয়া? Image Credit source: X
Follow Us:
| Updated on: Jul 04, 2024 | 8:58 PM

কলকাতা: একদিকে দেশজুড়ে চলছে টিম ইন্ডিয়ার (Team India) বিশ্বকাপ (T20 World Cup) জয়ের সেলিব্রেশন। এরই মাঝে বিশ্বজয়ীদের দেশে ফিরিয়ে বিতর্কে এয়ার ইন্ডিয়া। আসলে বার্বাডোজে বেরিল ঘূর্ণিঝড়ের কারণে আটকে পড়েছিলেন বিরাট-রোহিতরা। এরপর বহু চেষ্টা করে বোর্ডের পক্ষ থেকে বিশ্ব চ্যাম্পিয়নদের জন্য বিশেষ চার্টার্ড ফ্লাইটের আয়োজন করা হয়। সেই বিমানেই বৃহস্পতিবার দেশে ফিরেছেন হার্দিক-সূর্যকুমাররা। এয়ার ইন্ডিয়া ভারতীয় ক্রিকেটারদের জন্য যে বিমান বার্বাডোজে পাঠিয়েছিল, তা নিয়ে বিতর্ক চলছে।

আসলে রোহিতদের দেশে ফেরানোর জন্য এয়ার ইন্ডিয়া যে বিমান দিয়েছিল, তার জন্য অন্য সাধারণ যাত্রীদের এক বিমান বাতিল করেছিল। বিমান কর্তৃপক্ষদের তরফে জানানো হয়েছিল যে, যাত্রীদের জানিয়ে দেওয়া হয়েছিল এটা দেশের সম্মানের ব্যাপার। তাই তাঁদের বিমান বাতিল করা হচ্ছে। এবং অন্য বিমানের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। কিছু যাত্রী হয়তো ওই মেসেজ খেয়াল করেনি। এয়ারপোর্টে চলে এসেছিলেন। এয়ার ইন্ডিয়ার সঙ্গে যখন টাইমস অব ইন্ডিয়ার পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছিল, তারা জানায় দেশের সম্মানের কথা ভেবেই এই সিদ্ধান্ত নেয় এয়ার ইন্ডিয়া।

এ বার বিষয়টা হল, কিছু যাত্রীর অভিযোগ যে তাঁদের বিমান বাতিলের খবর এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়নি। এয়ার ইন্ডিয়া মিথ্যে কথা বলছে। এবং হঠাৎ বাতিল হওয়া বিমানের যাত্রীদের জন্য অন্য কোনও বিমানের ব্যবস্থাও করে দেওয়া হয়নি। তার জন্য এ বার Directorate General of Civil Aviation এর পক্ষ থেকে এয়ার ইন্ডিয়ার কাছে এই সংক্রান্ত এক রিপোর্ট চাওয়া হয়েছে।