T20 World Cup 2021: স্টোকস নেই, ইংল্যান্ডের বিশ্বকাপ টিমে ঢুকলেন পেসার মিলস
ইংল্যান্ডের চিফ কোচ ক্রিস সিলভারউড বলেছেন, সব দিক চিন্তা করে, ভারসাম্য যাতে থাকে, তা ভেবেই টিম বাছা হয়েছে।
ম্যাঞ্চেস্টার: টি-টোয়েন্টি বিশ্বকাপেও নেই বেন স্টোকস (Ben Stokes)। ক্রিকেট থেকে সাময়িক বিরতি নিয়েছেন তিনি। ভাবা হয়েছিল, কুড়ি-বিশের বিশ্বকাপের আগে তিনি ফিরবেন ইংল্যান্ড টিমে। বিশ্বকাপের সম্ভাব্য টিম থেকে সরিয়ে নিয়েছিলেন নিজেকে। কিন্তু বৃহস্পতিবার ইংল্যান্ডের যে চূড়ান্ত টিম বাছা হল, তাতেও নেই তিনি। স্টোকসের বদলে পেস বোলার টাইমল মিলসকে (Tymal Mills) টিমে নেওয়া হয়েছে।
ইংল্যান্ড ও ওয়েলশ ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে বলেছে, ‘বেন স্টোকস জানিয়ে দিয়েছিল, টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ওকে যেন বিবেচনা না করা হয়। মানসিক কারণে ও আপাতত ক্রিকেট থেকে দূরেই থাকবে।’ প্রশ্ন হল, স্টোকসকে কবে দেখা যাবে বাইশ গজে। মানসিক অবসাদের শিকার হয়ে ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি, এমনও বলা হচ্ছে। তবে বিশ্বকাপজয়ী ক্রিকেটার কিন্তু নিজে এ প্রসঙ্গে মুখ খোলেননি। তবে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড কোনও রকম তাড়াহুড়ো করতে নারাজ।
ইংল্যান্ডের পুরো টিমে কোনও চমক নেই। ইওন মর্গ্যানের টিমে জনি বেয়ারস্টো, স্যাম বিলিংস, জস বাটলার, স্যাম কারান, ক্রিস জর্ডন, মইন আলি, লিয়াম লিভিংস্টোন, ডেভিড মালান, আদিল রশিদ, জেসন রয়, ডেভিড উইলি, ক্রিস ওকস, মার্ক উডরা রয়েছেন। রিজার্ভ টিমে টম কারান, ডিয়াম ডওসন, জেমস ভিন্সরা জায়গা পেয়েছেন। ২০১৭ সালের পর আবার টিমে ফিরলেন সার মিলস। ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেটে দুরন্ত ফর্মে থাকার জন্যই তাঁকে ফেরানো হয়েছে।
ইংল্যান্ডের চিফ কোচ ক্রিস সিলভারউড বলেছেন, ‘সব দিক চিন্তা করে, ভারসাম্য যাতে থাকে, তা ভেবেই টিম বাছা হয়েছে। যা গভীরতা রয়েছে, তাতে সাফল্য আসা উচিত। বিশেষ করে বিশ্বের সেরা প্লেয়ারদের বিরুদ্ধে একটা কঠিন টিম যখন খেলতে হবে, তখন টিমের গভীরতার উপরেই জোর দিতে হয়।’
মিলস সম্পর্কেও সিলভারউডের মন্তব্য, ‘ও যথেষ্ট ব্যতিক্রমী বোলার। বিশেষ করে টি-টোয়েন্টি ফর্ম্যাটে ও দারুণ সফল। বড় মঞ্চে ও নিজেকে মেলে ধরতেই পারে। সবচেয়ে বড় কথা হল, ধারাবাহিক ভাবে গত কয়েক বছর ধরে ও কিন্তু নিজেকে প্রমাণ করছে। এই মরসুমে সেটাই চূড়ান্ত জায়গায় তুলে নিয়ে গিয়েছিল। জাতীয় টিমে সুযোগ পাওয়ার অন্যতম দাবিদার ছিল মিলস।’
মিলসের মতোই ল্যাঙ্কাশায়ারের অলরাউন্ডার লিয়াম লিভিংস্টোনও তাঁর সাম্প্রতিক পারফরম্যান্সের জেরেই বিশ্বকাপ টিমে ঢুকেছেন। ইংল্যান্ডের হয়ে পাকিস্তানের বিরদ্ধে টি-টোয়েন্টি ম্যাচে ৪২ বলে সেঞ্চুরি করার রেকর্ড করেছেন। তারুণ্য, অভিজ্ঞতা, ফর্মের বিচারে এই ইংল্যান্ডকে বিশ্বকাপ জেতার অন্যতম দাবিদার ধরছে বিশেষজ্ঞমহল।
আরও পড়ুন: Ben Stokes: বিশ্বকাপ খেলবেন না বেন স্টোকস!
আরও পড়ুন:T20 World Cup 2021: বিশ্বকাপের দল নির্বাচনে হার্দিককে নিয়ে যত আলোচনা