UPW vs GG Highlights, WPL 2023 : অভাবনীয় জয় ইউপি ওয়ারিয়র্সের, কিম গার্থের ৫ উইকেটও কাজে এল না
UP Warriorz vs Gujarat Giants Live Score in Bengali: উইমেন্স প্রিমিয়ার লিগের প্রথম সংস্করণের তৃতীয় ম্যাচে আজ মুখোমুখি ইউপি ওয়ারিয়র্স ও গুজরাট জায়ান্টস। ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট দেখুন।
মুম্বই: শনিবার শুরু হয়েছে উইমেন্স প্রিমিয়ার লিগ (WPL)। দীর্ঘ সময় ধরেই মেয়েদের আইপিএলের পরিকল্পনা ছিল ভারতীয় বোর্ডের। অবশেষে দিনের আলো দেখেছে উইমেন্স প্রিমিয়ার লিগ। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল গুজরাট জায়ান্টস ও মুম্বই ইন্ডিয়ান্স। ইন্ডিয়ান্স প্রিমিয়ার লিগের মতো উইমেন্স প্রিমিয়ার লিগেও প্রথম ম্য়াচ হয়েছে একপেশে। দ্বিতীয় ম্যাচেও বিশাল রান করে জিতেছে দিল্লি ক্যাপিটালস। মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে আজ মুখোমুখি হয়েছিল ইউপি ওয়ারিয়র্স ও গুজরাট জায়ান্টস। ওয়ারিয়র্সদের কাছে টুর্নামেন্টের প্রথম ম্যাচ। গুজরাট উদ্বোধনী ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলেছে। একপেশে ম্যাচে ১৪৩ রানের বিশাল ব্য়বধানে হেরেছিল গুজরাট। টানা দ্বিতীয় ম্যাচে হার তাদের। অধিনায়ক বেথ মুনির চোট থাকায় গুজরাটকে নেতৃত্ব দেন স্নেহ রানা। কিম গার্থ পাঁচ উইকেট নেন। তবে গুজরাটের মুখের গ্রাস কেড়ে নেয় ইউপি ওয়ারিয়র্স। গ্রেস হ্যারিসের অনবদ্য ইনিংসে রোমাঞ্চকর জয় ওয়ারিয়র্সের। WPL এ ইউপি ওয়ারিয়র্স বনাম গুজরাট জায়ান্টস ম্য়াচের লাইভ আপডেটের জন্য নজর রাখুন TV9Bangla-র পেজে।
LIVE Cricket Score & Updates
-
এক নজরে
- টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত গুজরাট জায়ান্টসের
- বেথ মুনি না থাকায় নেতৃত্ব দেন স্নেহ রানা।
- হরলীন দেওলের ৪৬ রান। শেষ দিকে হেমলতার ক্যামিও।
- নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৬৯ রান করে গুজরাট জায়ান্টস।
- রান তাড়ায় পরপর ধাক্কা ইউপি ওয়ারিয়র্সে। প্রথম স্পেলে এক ওভারে তিন উইকেট নেন কিম গার্থ।
- দ্বিতীয় স্পেলে এসেই জোড়া উইকেট। কিন্তু স্পেলের শেষ ওভারে ২০ রান দেন কিম।
- তাঁর পাঁচ উইকেটও কাজে আসেনি।
- কিরণ প্রভু নবগীর অর্ধশতরানের পর আউট হতেই ম্যাচ কার্যত ইউপির হাতে।
- গ্রেস হ্য়ারিস-সোফি এক্লেস্টন জুটি ম্যাচের রং বদলে দেন।
- শেষ অবধি ১ বল বাকি থাকতেই ৩ উইকেটে জয় ইউপির।
-
ওয়াইড বল বিতর্ক
ওয়াইড বল দেন আম্পায়ার। রিভিউ নিয়ে আলোচনা। ফের চেক করা হয়। ওয়াইডের সিদ্ধান্তই থাকে। এ বার ব্য়াটার রিভিউ নিয়েছিলেন। তৃতীয় আম্পায়ার হোয়াইড দেন। ৫০ রান পূর্ণ গ্রেস হ্য়ারিসের।
-
-
হতাশায় স্পেল শেষ গার্থের
প্রথম তিন ওভারে পাঁচ উইকেট নিয়েছিলেন। স্পেলের শেষ ওভারে ২০ রান দিলেন কিম গার্থ।
-
নতুন স্পেল, উইকেট
নতুন স্পেলে এসেই উইকেট নিলেন কিম গার্থ। উইকেটের পিছনে এক হাতে অনবদ্য ক্যাচ সুষমা ভার্মার। মেন্টর মিতালি রাজের মুখে হাসি ফুটল। কিরণপ্রভু নবগীরে ফিরলেন ৫৩ রানে। পরের বলেই সিমরণ শেখকে বোল্ড করেন কিম গার্থ। তাঁর পাঁচ উইকেট। টুর্নামেন্টে দ্বিতীয় বোলার হিসেবে পাঁচ উইকেট কিমের। দিনের প্রথম ম্যাচে পাঁচ উইকেট নিয়েছিলেন দিল্লির বাঁ হাতি পেসার তারা নরিস।
-
দীপ্তির উইকেট
অবশেষে জুটি ভাঙল। মানসী যোশী ফেরালেন দীপ্তি শর্মাকে। ১৬ বলে ১১ রান দীপ্তির।
-
-
বোলিংয়ে ক্য়াপ্টেন
বোলিংয়ে গুজরাট জায়ান্টস অধিনায়ক স্নেহ রানা। কিরণ-দীপ্তি জুটি ভাঙাই লক্ষ্য। অর্ধশতরানের সামনে কিরণ। ৪০ বলে অর্ধশতরান পূরণ করেন কিরণ নবগীরে।
-
বিধ্বংসী কিরণ
কিরণ প্রভু নবগীরে। ঘরোয়া ক্রিকেটে পাওয়ার হিটার। জাতীয় দলেও সুযোগ পেয়েছিলেন। তবে জায়গা ধরে রাখতে পারেননি। তাঁর কাছে দারুণ সুযোগ। এখনও অবধি বিধ্বংসী ব্যাটিংয়ে ভরসা দিচ্ছেন।
-
সুপার-সাব
দিয়েন্দ্র ডটিন ছিটকে যাওয়ায় সুযোগ পেয়েছিলেন কিম গার্থ। নিজের দ্বিতীয় ওভারেই অ্যালিসা হিলিকে ফেরালেন গুজরাট জায়ান্টসের অজি পেসার কিম গার্থ। উইকেটে ইনিংস শুরু করেছিলেন। পঞ্চম বলে ফের উইকেট। এ বার তাঁর শিকার শ্বেতা শেরাওয়াত। ওয়াইড বলের পর ওভারের শেষ বলে তাহিলা ম্য়াকগ্রার বড় উইকেটও কিম গার্থের ঝুলিতে।
The fielding display from the @GujaratGiants has been absolutely magnificent tonight! ??
3️⃣ fine catches and all 3️⃣ wickets to Kim Garth!#UPW in a tricky position in the chase now.
Follow the match ▶️ https://t.co/vc6i9xFK3L#TATAWPL | #UPWvGG pic.twitter.com/lKV78SOadt
— Women’s Premier League (WPL) (@wplt20) March 5, 2023
-
ইউপির ওপেনিং জুটি
ইউপি ওয়ারিয়র্সের হয়ে ওপেন করছেন অভিজ্ঞ অ্যালিসা হিলি এবং সদ্য অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের ওপেনার শ্বেতা শেরাওয়াত।
-
দীপ্তির পর সোফি
দীপ্তি প্রথম ধাক্কা দিয়েছিলেন গুজরাট জায়ান্টস শিবিরে। এ বার আর এক ওপেনার সাব্বিনেনি মেঘনাকে ফেরালেন সোফি এক্লেস্টন।
-
ধাক্কা জায়ান্টস শিবিরে
ইউপি ওয়ারিয়র্সের সহ অধিনায়ক দীপ্তি শর্মা বোলিংয়ে আসতেই প্রথম সাফল্য় দিলেন। ফেরালেন সোফিয়া ডাঙ্কলিকে।
-
স্পিনে শুরু
বাঁ হাতি স্পিনার রাজেশ্বরী গায়কোয়াড় বোলিং ওপেন করছেন ইউপি ওয়ারিয়র্সের জন্য। গুজরাটের হয়ে ওপেনিংয়ে সোফিয়া ডাঙ্কলি ও সাব্বিনেনি মেঘনা।
-
একাদশ আপডেট
ইউপি ওয়ারিয়র্স: অ্যালিসা হিলি, শ্বেতা শেরাওয়াত, তাহিলা ম্যাকগ্রা, দীপ্তি শর্মা, গ্রেস হ্যারিস, সিমরন শেখ, কিরণপ্রভু নবগীরে, দেবিকা বৈদ্য়, সোফি এক্লেস্টন, অঞ্জলী সর্বানী, রাজেশ্বরী গায়কোয়াড়।
গুজরাট জায়ান্টস: সোফিয়া ডাঙ্কলি, সুষমা ভার্মা, সাব্বিনেনি মেঘনা, দয়ালান হেমলতা, স্নেহ রানা, হরলীন দেওল, তনুজা কানওয়ার, কিম গার্থ, অ্যানাবেল সাদারল্যান্ড, মানসী যোশী, অ্যাশলে গার্ডনার।
-
টসে জিতে ব্যাটিং স্নেহ রানার
ইউপি ওয়ারিয়র্সের বিরুদ্ধে নামছে গুজরাট জায়ান্টস। আগের রাতে বিশাল ব্য়বধানে হেরেছে গুজরাট। চোটে এই ম্যাচে নেই বেথ মুনি। নেতৃত্ব দিচ্ছেন স্নেহ রানা। একাদশে বেশ কিছু পরিবর্তন গুজরাটের। লাইভ আপডেটের জন্য নজর রাখুন TV9Bangla-র এই পেজে।
Published On - Mar 05,2023 6:30 PM