IPL 2021: আমিরশাহিতে আইপিএলই বিশ্বকাপের প্রস্তুতি মঞ্চ: বরুণ
এক সপ্তাহ বাদে আইপিএল চোদ্দর দ্বিতীয় পর্বে অভিযান শুরু করছে কেকেআর। ২০ তারিখ নাইটদের প্রতিপক্ষ বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর। আসন্ন আইপিএলকেই টি-২০ বিশ্বকাপের প্রস্তুতির মঞ্চ হিসেবে দেখছেন কেকেআরের অফস্পিনার।
দুবাই: আইপিএলে (IPL) খেলার সুফল। এক বছর আগেই জাতীয় দলের টিকিট মেলে। এ বার বিশ্বকাপের দলেও ডাক পেয়েছেন কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) অফস্পিনার বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy)। ১৫ জনের দলে সুযোগ পেলেও তাঁর লক্ষ্য এগারো জনের দলে ঠাঁই করে নেওয়া। তাই আইপিএলকেই পাখির চোখ করছেন বরুণ চক্রবর্তী।
এক সপ্তাহ বাদে আইপিএল চোদ্দর দ্বিতীয় পর্বে অভিযান শুরু করছে কেকেআর। ২০ তারিখ নাইটদের প্রতিপক্ষ বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর। আসন্ন আইপিএলকেই টি-২০ বিশ্বকাপের প্রস্তুতির মঞ্চ হিসেবে দেখছেন কেকেআরের অফস্পিনার। তিনি বলেন, ‘দেশের হয়ে বিশ্বকাপে খেলতে পারব। এটা আমার কাছে গর্বের। মরুশহরে আইপিএল (IPL) খেলাই আমার কাছে বিশ্বকাপের প্রস্তুতি মঞ্চ। এখানকার উইকেটে বল কেমন ঘুরবে তা আইপিএলেই বুঝতে পারব। ২০১৯ আইপিএলের পর চোটের জন্য ঘরোয়া ক্রিকেটে খেলতে পারিনি। তবে কেকেআরের ভাগ্য আমার সঙ্গে ছিল। নাইট রাইডার্স আমার পাশে দাঁড়িয়েছিল।’
অবসর সময়ে মুম্বইয়ে (Mumbai) কলকাতা নাইট রাইডার্সের অ্যাকাডেমিতে গিয়ে অনুশীলন করেন বরুণ চক্রবর্তী। আর সেই প্রস্তুতি তাঁকে অনেকটা সাহায্য করেছে। তার জন্য অভিষেক নায়ারকেও ধন্যবাদ জানান এই অফস্পিনার। বিশ্বকাপ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি খবরটা জানতামই না। রাতে খাওয়ার সময় স্ত্রীয়ের কাছ থেকে খবরটা পাই। বিশ্বকাপের দলে সুযোগ পাওয়ার খবর বাবা-মাকে জানাতে তারা বেশ খুশি হয়। ছোটখাটো সেলিব্রেশনও করি আমরা। তবে সামনে আরও বড় দায়িত্ব। সেটা পালন করতে হবে।’