Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Virat Kohli: চিপকের দেওয়াল ভেঙে দিলেন বিরাট কোহলি! দীর্ঘ আলোচনায় গম্ভীর…

India vs Bangladesh Series: বছরের শুরুতে দক্ষিণ আফ্রিকায় শেষ বার টেস্ট খেলেছিলেন বিরাট কোহলি। স্বাভাবিক ভাবেই তাঁর দিকে বাড়তি নজর। বিরাট নিজেও যেন ভালো ভাবেই সেটা উপলব্ধি করতে পারছেন। চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে তাঁর বিশাল ছক্কায় ভেঙে গেল ভারতের ড্রেসিংরুমের পাশের দেওয়াল!

Virat Kohli: চিপকের দেওয়াল ভেঙে দিলেন বিরাট কোহলি! দীর্ঘ আলোচনায় গম্ভীর...
Image Credit source: X
Follow Us:
| Updated on: Sep 15, 2024 | 11:14 PM

বাংলাদেশ ক্রিকেট টিম চেন্নাইতে পৌঁছে গিয়েছে। ১৯ সেপ্টেম্বর শুরু ভারত-বাংলাদেশ ২ ম্যাচের টেস্ট সিরিজ। চেন্নাইতে প্রথম টেস্ট। ১২ তারিখেই চেন্নাইয়ে মিলিত হয়েছিলেন ভারতের টেস্ট স্কোয়াডের সদস্যরা। পুরোদমে অনুশীলনও শুরু করে দিয়েছেন। ভারতীয় দলের অনেকেই দীর্ঘ সময় পর লাল-বলের ক্রিকেটে খেলবেন। তার মধ্যে প্রথমেই বলতে হয় বিরাট কোহলির কথা। বছরের শুরুতে দক্ষিণ আফ্রিকায় শেষ বার টেস্ট খেলেছিলেন বিরাট কোহলি। স্বাভাবিক ভাবেই তাঁর দিকে বাড়তি নজর। বিরাট নিজেও যেন ভালো ভাবেই সেটা উপলব্ধি করতে পারছেন। চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে তাঁর বিশাল ছক্কায় ভেঙে গেল ভারতের ড্রেসিংরুমের পাশের দেওয়াল!

কয়েক মাস আগেই টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত। ফাইনালে সেরার পুরস্কার জেতেন বিরাট কোহলি। এরপরই ঘোষণা করেন দেশের জার্সিতে এই ফরম্যাটকে বিদায় জানাচ্ছেন। সাংবাদিক সম্মেলনে একই ঘোষণা রোহিত শর্মারও। পরদিন রবীন্দ্র জাডেজাও। বাকি দুই ফরম্যাটেই নজর বিরাট-রোহিতের। ভারতীয় দলের কোচ হিসেবে শ্রীলঙ্কা সফরে গৌতম গম্ভীরের অভিষেক হয়। টি-টোয়েন্টিতে জিতলেও ওডিআই সিরিজে হার। স্পিনের বিরুদ্ধে খুবই খারাপ পারফরম্যান্স। এ বার টেস্টে অভিযান শুরু হতে চলেছে গৌতমের। বাংলাদেশের বিরুদ্ধে রেকর্ড অক্ষত রাখতে মরিয়া ভারতীয় দল। এর জন্য প্রয়োজন বিরাট কোহলির দুরন্ত ফর্ম।

চিপকে প্র্যাক্টিস সেশনে বিধ্বংসী মেজাজে বিরাট কোহলি। এর আগে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলেছে ভারত। সেই সিরিজে খেলতে পারেননি বিরাট। দীর্ঘদিন পর লাল-বলে ফেরাটা দুর্দান্তই করতে চান। রবিবার চিপকের প্র্যাক্টিসে বিরাটের ব্যাটে ঝড় দেখা গেল। তাঁর মারা ছয়ে দেওয়ালে গর্তও হল। সেই ভিডিয়ো ছড়িয়ে পড়ছে সোশ্যাল মিডিয়ায়। বিরাটের এই রূপ যে বাংলাদেশ বোলারদের চাপে রাখবে বলাই যায়।

শুধু যে বিধ্বংসী ব্যাটিংই করছেন তা নয়, ভালো ডেলিভারি সম্মান দিয়ে ছেড়েও দিচ্ছেন। অন্যদের থেকে ইনপুট নিচ্ছেন। কোচ গৌতম গম্ভীরের সঙ্গে দীর্ঘ আলোচনাতেও দেখা যায় বিরাট কোহলিকে। এই সিরিজে যেন নতুন রূপের বিরাটকে দেখা যাবে!