Virat Kohli: ওপেন না করলে খেলারই প্রয়োজন নেই… বিরাট কোহলিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য

T20 World Cup 2024: টি-২০ বিশ্বকাপের ইতিহাসে বিরাট কোহলি ২৭টি ম্যাচে খেলে ৮১.৫০ গড়ে ১১৪১ রান করেছেন। এ বার দেখার বিশ্বকাপের নবম সংস্করণে কোহলির ঝুলি ভরে আর কত রানে। কয়েকদিন আগে শেষ হওয়া আইপিএলে তিনি যে ছন্দে ছিলেন, সেই একই ছন্দে যদি তাঁকে বিশ্বকাপে দেখা যায় তা হলে বিরাটের ব্যাটে রানের বন্যা বইবে বলেই আশা করা যায়।

Virat Kohli: ওপেন না করলে খেলারই প্রয়োজন নেই... বিরাট কোহলিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য
ওপেন না করলে খেলারই প্রয়োজন নেই... বিরাট কোহলিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য
Follow Us:
| Updated on: Jun 03, 2024 | 5:43 PM

কলকাতা: টি-২০ বিশ্বকাপে (T20 World Cup 2024) ভারতের সফর এখনও শুরু হয়নি। তার আগে ইতিহাসে নজর রাখলে দেখা যাবে, বিরাট কোহলিই (Virat Kohli) টুর্নামেন্টের সবচেয়ে বেশি রান সংগ্রহকারী ব্যাটার। এ বারের বিশ্বকাপেও তাঁর দিকে বিশেষ নজর থাকবে। দেশ-বিদেশের একাধিক প্রাক্তন ক্রিকেটার বিরাটকে বিশ্বকাপে বিরাট কোহলিকে ওপেনিংয়ে দেখতে চাইছেন। এ বার অস্ট্রেলিয়ার এক প্রাক্তন ক্রিকেটার তো বলেই দিলেন, বিরাট হয় ওপেন করুক, নয়তো তাঁকে খেলতে হবে না…

কয়েকদিন আগে শেষ হওয়া আইপিএলে দেখা গিয়েছে ওপেনিংয়ে বিরাট কোহলি সফল হয়েছেন। তারপর থেকেই অনেকেই ভারতের হয়ে ওপেনিংয়ে প্রবলভাবে বিরাট কোহলিকে দেখতে চাইছেন। এ বার অস্ট্রেলিয়ার প্রাক্তন ওপেনার ম্যাথু হেডেনও বলছেন, বিরাট কোহলির ওপেন করা উচিত। আর রোহিত শর্মার চার নম্বরে নামা দরকার।

এই প্রসঙ্গে অজি তারকা ম্যাথু হেডেন বলেন, ‘বাঁহাতি–ডানহাতি কম্বিনেশন ব্যবহার করতে হবে। টানা ৫জন ডানহাতি ব্যাটার রাখা যাবে না। অস্ট্রেলিয়া তা হলে তো জাম্পাকে নিয়ে আসবে আক্রমণে। আমার মতে বিরাট কোহলিকে ওপেন করতে হবে। তা না বলে ও আমার দলে খেলবেই না। ও দুর্দান্ত ফর্মে আছে। আর রোহিত তো অসাধারণ প্লেয়ার। যে মিডল অর্ডারেও ব্যাটিং করতে পারে। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ও ৪ নম্বরে নেমে সফলও হয়েছে। তাই মিডল অর্ডারে নেমে ও দলকে ভালো পরিচালনাও করতে পারবে।’

এ বারের বিশ্বকাপে বুধবার ভারতের প্রথম ম্যাচ। এই পরিস্থিতিতে ভারতের একাদশ কী হবে, তা নিয়ে জোর চর্চা চলছে। ভারতীয় ক্রিকেট টিমের অনুরাগী থেকে শুরু করে ক্রিকেট বিশ্লেষকরা তাঁদের পছন্দ মতো একাদশ বেছে নিচ্ছেন। এ বার দেখার আসল কোন একাদশ নিয়ে বিশ্বজয়ের সফর শুরু করে রোহিত অ্যান্ড কোং।