Mothers Day 2023: মাতৃবন্দনায় কোহলি, জীবনের ‘তিন মা’কে শুভেচ্ছা বিরাটের
Virat Kohli's Mother's Day post : ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির (Virat Kohli) ভাবনা বরাবরই অন্যরকম। মাতৃদিবসে তাই এ বার এক অন্য ভাবনার প্রকাশ করলেন বিরাট। নিজের জীবনের 'তিন মা'-কে মাতৃদিবসের (Mothers Day 2023) শুভেচ্ছা জানালেন বিরাট। কোহলির এই ভাবনার প্রশংসা করেছেন নেটিজ়েনরা।
কলকাতা : কেবল মাত্র একটা দিন মায়েদের দিন হয় না। তা সত্ত্বেও প্রতিবছর মে মাসের দ্বিতীয় রবিবার পালিত হয় মাতৃদিবস (Mothers Day)। এই বিশেষ দিনে সাধারণ মানুষের মতো ২২ গজের তারকারাও নেটমাধ্যমে তাঁদের মায়েদের সঙ্গে ছবি শেয়ার করে শ্রদ্ধা, ভালোবাসা জানান। এ বারও তার অন্যথা হল না। সারা বিশ্ব আজ মাতৃদিবস পালন করছে। ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির (Virat Kohli) ভাবনা বরাবরই অন্যরকম। মাতৃদিবসে তাই এ বার এক অন্য ভাবনার প্রকাশ করলেন বিরাট। নিজের জীবনের ‘তিন মা’-কে মাতৃদিবসের (Mothers Day 2023) শুভেচ্ছা জানালেন বিরাট। কোহলির এই ভাবনার প্রশংসা করেছেন নেটিজ়েনরা। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
আজ সকালে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে কোহলি তিনটি ছবি পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘হ্যাপি মাদার্স ডে।’ এই ক্যাপশনের সঙ্গে বিরাট তিনটি হৃদয়ের ইমোজি দিয়ে অনুষ্কা শর্মাকে ট্যাগ করেছেন। ভিকের শেয়ার করা প্রথম ছবিতে দেখা গিয়েছে অনুষ্কা এবং তাঁদের কন্যা ভামিকার একটি ছবি। যেখানে অনুষ্কার কোলে রয়েছে ছোট্ট ভামিকা। বিরাটের শেয়ার করা দ্বিতীয় ছবিতে একফ্রেমে রয়েছেন তাঁর মা সরোজ কোহলি এবং তাঁর শাশুড়ি মা অসীমা শর্মা। যা দেখে মনে হচ্ছে পারিবারিক অনুষ্ঠানে একফ্রেমে ধরা দিয়েছেন দু’জন। কোহলির শেয়ার করা তৃতীয় ছবিটিতে রয়েছে একটি ছবির কোলাজ। তাতে একদিকে নিজের মায়ের সঙ্গে রয়েছেন বিরাট। আর অন্যদিকে অনুষ্কার সঙ্গে রয়েছেন তাঁর মা। কোহলির এই ইন্সটা পোস্টে অনুষ্কা কমেন্টে একটি লাল হৃদয়ের ইমোজি দিয়ে ‘ধন্যবাদ’ জানিয়েছেন।
View this post on Instagram
বর্তমানে ১৬তম আইপিএলে ব্যস্ত বিরাট কোহলি। আজ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে জয়পুরে ম্যাচ আরসিবির। প্লে অফের দৌড়ে টিকে থাকতে হলে বিরাটদের এই ম্যাচে জয় চাই। প্রসঙ্গত, টস জিতে জয়পুরে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করছে আরসিবি (এই প্রতিবেদন প্রকাশিত হওয়ার সময়)। ব্যাঙ্গালোরের অধিনায়ক ফাফ ডু’প্লেসির সঙ্গে ওপেনিংয়ে নামেন বিরাট। এই জুটি পাওয়ার প্লে অবধি ঠিক ঠাক খেললেও, সপ্তম ওভারের শেষ বলে কেএম আসিফ তুলে নেন বিরাটের উইকেট। ১৯ বলে ১৮ রান করে মাঠ ছাড়েন বিরাট।