IPL 2021: বিরাটের ক্যাপ্টেন্সি ছাড়ার ঘোষণা প্রভাব ফেলেনি, বলছেন হেসন

আইপিএলের (IPL) প্রথম পর্ব আর দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচে আরসিবি দলে বেশ কয়েকটা পরিবর্তন করা হয়েছে। তাতে যে দলের ভারসাম্য নষ্ট হয়েছে, সেটা মনে করছেন না আরসিবি কোচ।

IPL 2021: বিরাটের ক্যাপ্টেন্সি ছাড়ার ঘোষণা প্রভাব ফেলেনি, বলছেন হেসন
IPL 2021: বিরাটের ক্যাপ্টেন্সি ছাড়ার ঘোষণা প্রভাব ফেলেনি, বলছেন হেসন (সৌজন্যে-টুইটার)
Follow Us:
| Edited By: | Updated on: Sep 21, 2021 | 5:20 PM

আবু ধাবি: আইপিএলের দ্বিতীয় পর্ব শুরু হতেই বিরাট ধাক্কা। প্রথম ম্যাচেই হার লজ্জার আরসিবির (RCB)। যে হার মেনে নেওয়া বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে বেঙ্গালোরের টিম ম্যানেজমেন্টের কাছে। নাইটদের বিরুদ্ধে নামার আগেই কোহলি জানিয়ে দেন, নেতা হিসেবে এটাই তাঁর শেষ আইপিএল (IPL)। সেই প্রভাবই কি তাহলে মাঠে পড়ল? মাত্র ৯২ রানে গুটিয়ে গেল আরসিবির ইনিংস। ব্যাঙ্গালোর কোচ মাইক হেসন অবশ্য তা মনে করেন না।

রান তাড়া করতে নেমে মাত্র ১ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় কেকেআর (KKR)। আরসিবির ব্যাটিং-বোলিং উভয় ইউনিটই কাজ করেনি। একটা জয়েই এক লাফে ৭ থেকে ৫ নম্বরে উঠে এসেছে কেকেআর। কি কারণে আরসিবির এমন পতন? কোচ মাইক হেসন (Mike Hesson) বলেন, ‘আমাদের সব কিছুই ঠিক ছিল। দলের কম্বিনেশনও একেবারে ঠিকঠাক ছিল। টস জিতেও সেটাকে কাজে লাগাতে পারলাম না। ১৫০ রান করলেই নাইটদের কাছে কাজটা কঠিন হয়ে যেত। তবে ক্রিকেটে হতেই পারে এটা।’

ক্যাপ্টেন বিরাট কোহলির (Virat Kohli) ঘোষণাই কি দলের মনোবলে প্রভাব ফেলেছিল? হেসনের জবাব, ‘যে কোনও ঘটনা থেকেই তাড়াতাড়ি বেরিয়ে আসা যায়। বিরাটের ঘোষণা নিয়ে আমরা আগেই কথা বলেছি। ক্রিকেটাররা সবাই জানত এটা। কেকেআরের বিরুদ্ধে ম্যাচে এটা আমাদের প্রভাব ফেলেনি। আমরা এদিন ভালো ব্যাটং করতে পারিনি। দ্রুত উইকেট হারিয়েছি। তবে আমি আত্মবিশ্বাসী, আমরা ঠিক ঘুরে দাঁড়াব।’

আইপিএলের প্রথম পর্ব আর দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচে আরসিবি দলে বেশ কয়েকটা পরিবর্তন করা হয়েছে। তাতে যে দলের ভারসাম্য নষ্ট হয়েছে, সেটা মনে করছেন না আরসিবি কোচ। তিনি বলেন, ‘বিরাট আর দেবদত্ত পাড়িক্কল ওপেনিং জুটি আমাদের সম্পদ। কেএস ভরত যে কোনও পজিশনে ব্যাটিং করতে পারে। ও আমাদের শিবিরেও বেশ নজর কেড়েছিল। তাই আমরা ওকে খেলাতে বাধ্য হই। আশা করি পরের ম্যাচে ঠিক ও নিজেকে মেলে ধরবে।’

আরও পড়ুন: IPL 2021: আজ একঝাঁক রেকর্ডের মুখে পঞ্জাব-রাজস্থানের ক্রিকেটাররা

আরও পড়ুন: IPL 2021: বড় কোম্পানির চাকরির প্রস্তাব ছেড়ে ক্রিকেটকে বেছে নেন ভেঙ্কটেশ

আরও পড়ুন: IPL 2021 PBKS vs RR Live Streaming: জেনে নিন কখন এবং কীভাবে দেখবেন আইপিএলে পঞ্জাব কিংস বনাম রাজস্থান রয়্যালসের ম্যাচ