Babar Azam: বাবর একাদশে থাকার যোগ্য নয়… পাকিস্তানের ক্যাপ্টেনকে তুলোধনা ভারতীয় কিংবদন্তির

T20 World Cup 2024: এ বারের টি-২০ বিশ্বকাপের গ্রুপ পর্বে ৪ ম্যাচ খেলে ৪০.৬৬ গড়ে ১২২ রান করেছেন বাবর। তাঁর স্ট্রাইক রেট ১০১.৬৬। টি-২০ ক্রিকেটে বাবরের এই পারফরম্যান্স মেনে নিতে পারছেন না অনেকেই। প্রাক্তন পাক ক্রিকেটারদের পাশাপাশি অন্যান্য দেশের ক্রিকেটাররাও বাবরের ফর্ম, ক্যাপ্টেন্সির ধরন নিয়ে আলোচনা করছেন।

Babar Azam: বাবর একাদশে থাকার যোগ্য নয়... পাকিস্তানের ক্যাপ্টেনকে তুলোধনা ভারতীয় কিংবদন্তির
Babar Azam: বাবর একাদশে থাকার যোগ্য নয়... পাকিস্তানের ক্যাপ্টেনকে তুলোধনা ভারতীয় কিংবদন্তিরImage Credit source: X
Follow Us:
| Updated on: Jun 20, 2024 | 11:43 AM

কলকাতা: টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের ভরাডুবির পর সমালোচনায় জেরবার বাবর আজম (Babar Azam)। অধিনায়ক হিসেবে দ্বিতীয় বার পাক ক্রিকেট টিমে ফেরার পর একেবারে ফ্লপ শো দেখা গেল বাবর আজমের। এ বারের বিশ্বকাপে (T20 World Cup) গ্রুপ পর্বে ৪ ম্যাচ খেলে ৪০.৬৬ গড়ে ১২২ রান করেছেন বাবর। তাঁর স্ট্রাইক রেট ১০১.৬৬। টি-২০ ক্রিকেটে বাবরের এই পারফরম্যান্স মেনে নিতে পারছেন না অনেকেই। প্রাক্তন পাক ক্রিকেটারদের পাশাপাশি অন্যান্য দেশের ক্রিকেটাররাও বাবরের ফর্ম, ক্যাপ্টেন্সির ধরন নিয়ে আলোচনা করছেন। এ বার ভারতের এক কিংবদন্তি তো বলেই দিলেন, যদি বাবর পাকিস্তানের ক্যাপ্টেন না হতেন, তা হলে একাদশেও সুযোগ পেতেন না।

এক টিমের ক্যাপ্টেন হিসেবে বাবর আজমের পারফরম্যান্স অনেকের প্রত্যাশা মেটাতে পারেনি। ভারতের প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সেওয়াগ ক্রিকবাজকে বলেছেন, ‘বাবর আজম সেই ক্রিকেটার নয়, যে ছয় মারে। ও তখনই ছয় মারে, যখন সেট হয়ে যায়। আর স্পিনারদের থেকে সাহায্য পায়। ফাস্ট বোলারদের বিরুদ্ধে ওর পায়ের নড়াচড়াই দেখতে পাই না। কভারের ওপর দিয়ে ওকে ছয়ও মারতেও দেখি না। ও মাঠে নামলেই নিরাপদ খেলছে। ধারাবাহিক রান করছে বটে, কিন্তু স্ট্রাইক রেট ভালো নয়।’

বাবরের পারফরম্যান্স নিয়ে একা বীরু নন, অনেকেই প্রশ্ন তুলেছেন। তাঁর খেলার ধরন নিয়ে সেওয়াগ যেমন বলেছেন, ঠিক তেমনই তিনি মনে করেন বাবর যদি ক্যাপ্টেন না থাকেন তা হলে একাদশেও তিনি সুযোগ না-ও পেতে পারেন। বীরুর কথায়, ‘একজন ক্যাপ্টেন হিসেবে তোমাকে বিবেচনা করতে হবে, দলকে কী ভাবে সাহায্য করা যায়। যদি সেটা করতে না পারো, তা হলে নিজে নীচের দিকে নামো। অন্য কাউকে সুযোগ দাও, যে প্রথম ৬ ওভারে বড় শট মারতে পারবে। এবং দলের জন্য ৫০-৬০ রান করবে। আমার কথা খারাপ শোনাতে পারে, কিন্তু যদি পাক টিমের ক্যাপ্টেন বদলে যায় তা হলে টি-২০ ফর্ম্যাটে ও একাদশে সুযোগ পাওয়ার যোগ্য নয়। বর্তমানের টি-২০ ক্রিকেটে যে পারফরম্যান্স হওয়া উচিত, সেটা বাবরের খেলায় ফুটে ওঠে না।’