Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ISL 2022-23: প্রথম দশ মিনিট কাটতেই আমার দল নিজের চরিত্র দেখাল: ফেরান্দো

Juan Ferrando: বড় ম্যাচের আগে এই জয়ে কি দলের আত্মবিশ্বাস বাড়ল? কোচ বললেন, 'ডার্বি সবসময় আলাদা। ওটা একটা অন্য ম্যাচ।'

ISL 2022-23: প্রথম দশ মিনিট কাটতেই আমার দল নিজের চরিত্র দেখাল: ফেরান্দো
Image Credit source: ISL
Follow Us:
| Edited By: | Updated on: Oct 17, 2022 | 12:33 AM

কলকাতা: অনেকদিন বাদে মোহনবাগান (Mohun Bagan) খেলল মোহনবাগানের মতো। কেরলের ডেরায় মস্তানি দেখালেন দিমিত্রি পেত্রাতোস, জনি কাউকোরা। কেরলের হাউসফুল গ্যালারির সামনে নিজেদের মেলে ধরলেন বাগান ফুটবলাররা। কেরালা ব্লাস্টার্সকে (Kerala Blasters) ৫-২ গোলে উড়িয়ে ডার্বির আগে কয়েকগুন আত্মবিশ্বাস বাড়িয়ে রাখলেন ফেরান্দোর ছেলেরা। ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে মোহনবাগান। মনে হচ্ছিল, ইস্টবেঙ্গল ম্যাচের পুনরাবৃত্তি করতে চলেছে কেরল। প্রথমার্ধ জুড়ে তখন শুধুই হলুদ জার্সিধারীদের ঝড়। বোঝা যায়নি মোহনবাগান এভাবেও ফিরতে পারে। যে কোনও দলেই কিছু কিছু চরিত্র ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। এই মোহনবাগান দলে ও সেরকম চরিত্র দেখা গেল এ দিন। অজি বিশ্বকাপার দিমিত্রি পেত্রাতোস দেখালেন তাঁর ম্যাজিক। রয় কৃষ্ণা, ডেভিড উইলিয়ামসদের কেন ছাড়া হয়েছে তা নিয়ে দিনের পর দিন প্রশ্ন শুনতে হয়েছে হুয়ান ফেরান্দোকে (Juan Ferrando)। কেরলের বিরুদ্ধে দিমিত্রির পারফরম্যান্স সব প্রশ্নের উত্তর দিয়ে গেল।

২৯ অক্টোবর যুবভারতীতে ডার্বি। বড় ম্যাচের ১৩ দিন আগে মোহনবাগান যে ফুটবল খেলল, তা দেখে চিন্তায় ঘুম উড়তে পারে লাল হলুদ সমর্থকদের। জনি কাউকো, হুগো বোমাস, লিস্টন কোলাসো আর দিমিত্রি পেত্রাতোসদের আক্রমণাত্মক ফুটবলে ছারখার হয়ে গেল কেরল। আইএসএলে হ্যাটট্রিক করলেন দিমিত্রি। একটা গোল করালেন অজি বিশ্বকাপার। শুরুতে গোল হজম করেও দমে যায়নি মোহনবাগান। স্নায়ুর চাপকে সামলে নিতেই খোলস ছাড়ল সবুজ মেরুন। কেরলের মাঠ জুড়ে শুধুই বাগানের দাপট। গ্যালারিতে থাকা কয়েকজন বাগান সমর্থকদের গগনভেদী উল্লাস থামিয়ে দিল কেরল সমর্থকদের।

ম্যাচের পর বাগান কোচ হুয়ান ফেরান্দো বলেন, ‘ম্যাচের প্রথম ১০ মিনিট দেখে মনে হচ্ছিল আমার ছেলেরা কলকাতার ফুটবলটাই খেলছে। এরপর আমার দল নিজেদের চরিত্র পাল্টায়। বুঝিয়ে দেয় তারা কী রকম ফুটবল খেলতে পারে। এই জয় ছেলেদেরই কৃতিত্ব।’ দিমিত্রি পেত্রাতোসের প্রশংসাও শোনা গেল কোচের মুখে। বড় ম্যাচের আগে এই জয়ে কি দলের আত্মবিশ্বাস বাড়ল? কোচ বললেন, ‘ডার্বি সবসময় আলাদা। ওটা একটা অন্য ম্যাচ।’ লিস্টন কোলাসোকে এ দিন শুরু থেকে খেলান ফেরান্দো। শুভাশিস নামতে রক্ষণেও ধার বাড়ে। লেনি রডরিগেজও এ দিন বেশ ভালো ফুটবল খেলেন‌। কেরলকে বধ করে ডার্বির প্রহর গোনা শুরু করে দিলেন বাগান সমর্থকরা।