লেওয়ানডস্কি ছাড়াই জয় বায়ার্ন মিউনিখের
বুন্দেশলিগার (Bundesliga) ম্যাচে লিপজিগকে (Leipzig) ১-০ গোলে হারাল বায়ার্ন মিউনিখ (Bayern Munich)। বায়ার্নের বিজয়রথ থামানো যাচ্ছে না। হাঁটুর চোটের জন্য বায়ার্নের তারকা স্ট্রাইকার রবার্ট লেওয়ানডস্কিকে ছাড়াই মাঠে নেমেছিলেন মুলাররা। টানা ৮ বারের বুন্দেশলিগার খেতাব জয়ী মিউনিখ এই মরসুমেও তাদের দাপট দেখাচ্ছে।
Most Read Stories