লেওয়ানডস্কি ছাড়াই জয় বায়ার্ন মিউনিখের

বুন্দেশলিগার (Bundesliga) ম্যাচে লিপজিগকে (Leipzig) ১-০ গোলে হারাল বায়ার্ন মিউনিখ (Bayern Munich)। বায়ার্নের বিজয়রথ থামানো যাচ্ছে না। হাঁটুর চোটের জন্য বায়ার্নের তারকা স্ট্রাইকার রবার্ট লেওয়ানডস্কিকে ছাড়াই মাঠে নেমেছিলেন মুলাররা। টানা ৮ বারের বুন্দেশলিগার খেতাব জয়ী মিউনিখ এই মরসুমেও তাদের দাপট দেখাচ্ছে।

| Updated on: Apr 04, 2021 | 3:39 PM
৩৮ মিনিটে একমাত্র গোল করেন বায়ার্ন মিউনিখের লিওন গোরেটজকা।

৩৮ মিনিটে একমাত্র গোল করেন বায়ার্ন মিউনিখের লিওন গোরেটজকা।

1 / 5
থমাস মুলারের পাস থেকে গোল করেন লিওন গোরেটজকা।

থমাস মুলারের পাস থেকে গোল করেন লিওন গোরেটজকা।

2 / 5
ম্যানুয়েল নয়্যারের দুরন্ত সেভ।

ম্যানুয়েল নয়্যারের দুরন্ত সেভ।

3 / 5
২৭ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে লিগ তালিকার শীর্ষে রয়েছে ৮ বারের বুন্দেশলিগা চ্যাম্পিয়ন বায়ার্ন।

২৭ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে লিগ তালিকার শীর্ষে রয়েছে ৮ বারের বুন্দেশলিগা চ্যাম্পিয়ন বায়ার্ন।

4 / 5
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে বুধবার পিএসজির মুখোমুখ হবে বায়ার্ন। (সৌজন্য়ে-টুইটার)

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে বুধবার পিএসজির মুখোমুখ হবে বায়ার্ন। (সৌজন্য়ে-টুইটার)

5 / 5
Follow Us: