Durand Cup 2023: ডার্বির জন্য কতটা প্রস্তুত মোহনবাগান? কোচ ফেরান্দো যা বললেন…
Mohun Bagan Super Giant vs Punjab FC, Juan Ferrando: মোহনবাগান বনাম পঞ্জাব এফসি ম্যাচে উপস্থিত ছিলেন ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাত। ফেরান্দো কি আগের দিন ইস্টবেঙ্গলের ম্যাচ দেখেছেন?
হাতে আর কয়েকটা দিন। শনিবারের অপেক্ষায় কলকাতার ফুটবল প্রেমীরা। ডার্বির উত্তাপ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। মোহনবাগান টানা দু-ম্যাচ জিতে ডার্বিতে নামবে। ডুরান্ডে প্রথম ম্যাচে বাংলাদেশ আর্মি ফুটবল টিমকে ৫-০ গোলে হারিয়েছিল মোহনবাগান। এ দিন হেড কোচ হুয়ান ফেরান্দো দায়িত্বে ছিলেন। পঞ্জাব এফসিকে ২-০ ব্যবধানে হারাল মোহনবাগান। ডার্বি প্রসঙ্গে মোহনবাগানের হেড কোচ হুয়ান ফেরান্দো যা বললেন, বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
টানা দ্বিতীয় ম্যাচে জয় প্রসঙ্গে ফেরান্দো বলছেন, ‘দলের জয়ে অবশ্যই খুশি। তবে শুধু ডার্বি নয়, আমাদের এএফসি কাপের ম্যাচও রয়েছে। সেরা প্রস্তুতি প্রয়োজন। সিনিয়র-জুনিয়র মিলিয়ে আমাদের টিমটা ভালো খেলছে। দলের জয়ে অবশ্যই সন্তুষ্ট। এই ধারাবাহিকতা বজায় রাখতে চাই। আরও উন্নতির প্রয়োজন রয়েছে। প্রতিপক্ষও বেশ কিছু সুযোগ পেয়েছিল। আমি জানি, ক্লাব এবং সমর্থকদের কাছে ডার্বি কতটা গুরুত্বপূর্ণ। তবে আমাদের দীর্ঘমেয়াদী ভাবতে হবে।’
ডুরান্ডে তিনজন জুনিয়র প্লেয়ারকে নিয়েছে মোহনবাগান। তাদের পারফরম্যান্স নজরকাড়া। ফেরান্দো বলছেন, ‘আমাদের জুনিয়র টিম খুবই ভালো খেলছে কলকাতা লিগে। বাস্তব দুর্দান্ত কোচিং করাচ্ছে। তরুণ দল নিয়ে বাংলাদেশ আর্মির বিরুদ্ধে বড় ব্যবধানে জিতেছে। আমরা অবশ্যই ম্যাচ ও ট্রফি জিততে চাই। পাশাপাশি ভবিষ্যতের কথা ভেবে নতুনদের তুলে আনাটাও জরুরি। আমি আশা করছি, ওরা আরও উন্নতি করবে। প্রত্যেকের সময় প্রয়োজন। আমিও ওদের সময় দিতে চাই।’
মোহনবাগান বনাম পঞ্জাব এফসি ম্যাচে উপস্থিত ছিলেন ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাত। ফেরান্দো কি আগের দিন ইস্টবেঙ্গলের ম্যাচ দেখেছেন? মোহনবাগান কোচ বলেন, ‘ট্রেনিংয়ের পর কিছুটা দেখেছি। তবে সত্যি বলতে, নিজের টিম নিয়েই মাথা ঘামাচ্ছি। আমার মতে, ইস্টবেঙ্গলের এখন প্রাক মরসুম প্রস্তুতি চলছে। ঠিক আমাদের মতোই। প্রতিপক্ষকে নিয়ে না ভেবে নিজের টিমের উন্নতির দিকে নজর দিচ্ছি। প্রতিপক্ষ কেমন খেলবে সেটা আমার হাতে নেই। আমার টিম যাতে ভালো খেলে, সেদিকটা নিয়েই ভাবছি। ওদের টিমটা ভালো। একটু আধটু দেখেছি। প্রতিপক্ষকে শ্রদ্ধা করছি, তবে আমার কাজ ওদের অনুসরণ করা নয়।’