SC East Bengal: পিটার চেকদের কোচিং করানো লেসলি এ বার লাল-হলুদে

পিটার চেক (Peter Cech), কার্লো কুদিসিনি (Carlo Cudicini), হিলারিওদের (Hilario) কোচিং করিয়েছেন। ২০২০ সালে বাংলাদেশের জাতীয় দলের গোলকিপার কোচের দায়িত্ব নেন। খেলোয়াড়জীবনে কিংবদন্তি পিটার শিলটনের (Peter Shilton) অধীনে সাউদাম্পটনে প্রশিক্ষণ নিয়েছেন।

SC East Bengal: পিটার চেকদের কোচিং করানো লেসলি এ বার লাল-হলুদে
লেসলি ক্লিভলি। ছবি: টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: Sep 26, 2021 | 2:34 PM

কলকাতা: চেলসির (Chelsea) প্রাক্তন গোলকিপার কোচ এ বার লাল-হলুদে। চেলসিতে গোলকিপারদের দায়িত্বে থাকা কোচ লেসলি ক্লিভলিকে (Leslie Cleevely) আসন্ন আইএসএলের জন্য নিল এসসি ইস্টবেঙ্গল (SC East Bengal)। বাংলাদেশের (Bangladesh) জাতীয় দলের হয়ে কোচিং করানোর অভিজ্ঞতাও রয়েছে লেসলির।

লাল-হলুদে এ বছর তিন গোলকিপার। অরিন্দম ভট্টাচার্য (Arindam Bhattacharya), শুভম সেন (Suvam Sen) আর শঙ্কর রায় (Sankar Roy)। দীর্ঘ ২০ বছর ধরে বিভিন্ন ক্লাবে কোচিং করানোর অভিজ্ঞতা আছে লেসলির। ১৯৯৭ সালে মিলওয়াল এফসির হয়ে কোচিং শুরু করেন তিনি। উয়েফা ‘এ’ লাইসেন্সধারী এই কোচের ফুলহ্যাম এফসিতেও কোচিং করানোর অভিজ্ঞতা আছে। ১৯৯৯-২০০২ তিন বছর এডউইন ভান ডার সার, মাইক টেলরদের কোচিং করিয়েছেন তিনি। এরপর ক্রিস্ট্যাল প্যালেসের প্রথম সারির দলেও কোচিং করান। ৫৬ বছরের লেসলি টটেনহ্যাম হটস্পারের অ্যাকাডেমির গোলকিপার কোচও ছিলেন। ২০০৭ সালে চেলসিতে যোগ দেন। ৪ বছর চেলসির অ্যাকাডেমি টিমের পাশাপাশি সিনিয়র দলেও কোচিং করান লেসলি।

পিটার চেক (Peter Cech), কার্লো কুদিসিনি (Carlo Cudicini), হিলারিওদের (Hilario) কোচিং করিয়েছেন। ২০২০ সালে বাংলাদেশের জাতীয় দলের গোলকিপার কোচের দায়িত্ব নেন। খেলোয়াড়জীবনে কিংবদন্তি পিটার শিলটনের (Peter Shilton) অধীনে সাউদাম্পটনে প্রশিক্ষণ নিয়েছেন। গত বছর ববি মিমসের পরিবর্তে বাংলাদেশের জাতীয় দলের দায়িত্ব নেন। উল্লেখ্য, ববি মিমস গতবছর এসসি ইস্টবেঙ্গলে ফাউলারের অধীনে কোচিং করান।

এসসি ইস্টবেঙ্গলে সই করে লেসলি বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশে কোচিং করানোর অভিজ্ঞতা আছে। বাংলাদেশের জাতীয় দলের সঙ্গে যুক্ত থাকায় উপমহাদেশের ফুটবল আবেগ নিয়ে স্পষ্ট ধারণা হয়েছে। ঐতিহ্যশালী ক্লাবে যোগ দেওয়ায় গর্বিত। গোলকিপারদের উন্নতির জন্য যা যা করার দরকার তা সবটাই কাজে লাগাব।’

আরও পড়ুন: IPL 2021: ফার্নিচারের দোকানে রং করা ছেলের স্বপ্নপূরণের গল্প