ISL 2021-22: করোনার ধাক্কায় ফের স্থগিত আইএসএলের ম্যাচ
আগামিকাল নর্থ ইস্ট ইউনাইটেড এফসি বনাম ওড়িশা এফসির ম্যাচ। সেই খেলা নিয়েও রয়েছে সংশয়। সুরক্ষাবিধি জন্য আজ সাংবাদিক সম্মেলনই করেনি ওড়িশা এফসি। যে ভাবে টানা ৩দিন আইএসএলের ম্যাচ স্থগিত হয়ে গেল, তাতে এফএসডিএলের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছেই। অনেকটা এফএ-র স্টাইলেই লিগ চালিয়ে যাচ্ছে এফএসডিএল। প্রিমিয়ার লিগে কোভিড ধরা পড়লেও লিগ পিছোয়নি। সূচি মেনেই হয়েছে লিগ। বরং ম্যাচ স্থগিত হয়েছে। সেই ফর্মুলা ধরেই এগোচ্ছে এফএসডিএল। স্থগিত ম্যাচ পরবর্তীতে আয়োজন করতে চায়।
ব্যাম্বোলিম: করোনার থাবায় ফের স্থগিত আইএসএলের (ISL) ম্যাচ। স্থগিত হায়দরাবাদ এফসি (Hyderabad FC)-জামশেদপুর এফসির (Jamshedpur FC) ম্যাচ। কোভিডের কারণে এই নিয়ে টানা ৩দিন আইএসএলের ম্যাচ হল না। চলতি আইএসএলে এখনও পর্যন্ত ৪টে ম্যাচ স্থগিত। একের পর এক করোনা সংক্রমিতের সংখ্যা বাড়ছে আইএসএলে। তাও সূচি মেনে লিগ চালিয়ে যেতে চায় এফএসডিএল। গত শনিবার এটিকে মোহনবাগান বনাম বেঙ্গালুরু এফসির ম্যাচ স্থগিত হয়ে যায়। গতকাল মুম্বই সিটি এফসি বনাম কেরালা ব্লাস্টার্স ম্যাচও স্থগিত হয় কোভিডের জন্য। আজকের ম্যাচও হল না একই কারণে। জামশেদপুর এফসির অধিকাংশ ফুটবলার করোনা সংক্রমিত। তাই ম্যাচ স্থগিত করে দেওয়ার সিদ্ধান্ত নেয় এফএসডিএল (FSDL)।
আগামিকাল নর্থ ইস্ট ইউনাইটেড এফসি বনাম ওড়িশা এফসির ম্যাচ। সেই খেলা নিয়েও রয়েছে সংশয়। সুরক্ষাবিধি জন্য আজ সাংবাদিক সম্মেলনই করেনি ওড়িশা এফসি। যে ভাবে টানা ৩দিন আইএসএলের ম্যাচ স্থগিত হয়ে গেল, তাতে এফএসডিএলের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছেই। অনেকটা এফএ-র স্টাইলেই লিগ চালিয়ে যাচ্ছে এফএসডিএল। প্রিমিয়ার লিগে কোভিড ধরা পড়লেও লিগ পিছোয়নি। সূচি মেনেই হয়েছে লিগ। বরং ম্যাচ স্থগিত হয়েছে। সেই ফর্মুলা ধরেই এগোচ্ছে এফএসডিএল। স্থগিত ম্যাচ পরবর্তীতে আয়োজন করতে চায়।
Match 63 of #HeroISL 2021-22 between @HydFCOfficial & @JamshedpurFC has been postponed. (1/4)
League Statement: https://t.co/Drx5QhgF2s#HFCJFC #LetsFootball pic.twitter.com/DMZljGQ5q6
— Indian Super League (@IndSuperLeague) January 17, 2022
২০ মার্চের মধ্যে লিগ শেষ করতে বদ্ধপরিকর এফএসডিএল। দুটো দল বাদ দিয়ে বাকি সব দলেই থাবা বসিয়েছে করোনাভাইরাস। করোনার প্রকোপেও গত বছর আইএসএলে কোনও প্রভাব পড়েনি। বরং সূচি মেনেই হয়েছে সব ম্যাচ। কিন্তু এ বছরই উল্টো ছবি। এখনও পর্যন্ত ৪টে ম্যাচ স্থগিত। এখন দেখার, কোভিড পরিস্থিতিতে কি ভাবে লিগ শেষ করতে পারে এফএসডিএল।
আরও পড়ুন: Virat Kohli: টেস্ট ক্যাপ্টেন হিসেবে ফেয়ারওয়েল ম্যাচের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন বিরাট: সূত্র