Durand Cup 2022: ফেরান্দোর স্ট্র্যাটেজি নিয়ে উঠছে প্রশ্ন
মাঠ ছাড়ার সময় গোটা মোহনবাগান দলের চেহারা ছিল থমথমে। মুম্বই ম্যাচ ড্র করে ডুরান্ডের শেষ আটে ওঠার পথ কঠিন করে ফেললেন প্রীতমরা।
![Durand Cup 2022: ফেরান্দোর স্ট্র্যাটেজি নিয়ে উঠছে প্রশ্ন Durand Cup 2022: ফেরান্দোর স্ট্র্যাটেজি নিয়ে উঠছে প্রশ্ন](https://images.tv9bangla.com/wp-content/uploads/2022/08/FLORENTINE.jpg?w=1280)
কলকাতা: এ কোন মোহনবাগান! ডুরান্ড কাপে (Durand Cup) যে দলের ফেভারিট হিসেবে যাত্রা শুরু করার কথা, সেই দলই এখন খাদের কিনারায়। আই লিগের ক্লাব রাজস্থান ইউনাইটেডের কাছে প্রথম ম্যাচে হার। এবার মুম্বইয়ের (Mumbai City FC) সঙ্গে ড্র। ২ ম্যাচে ঝুলিতে ১ পয়েন্ট। বড় ম্যাচের আগে চাপের পাহাড়ে এটিকে মোহনবাগান (ATK Mohunbagan)। থমথমে মুখে স্টেডিয়াম ছাড়লেন কোচ হুয়ান ফেরান্দো। বেরনোর সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে চাইলেন না বাগানের স্প্যানিশ কোচ। এ দিনও ম্যাচে মেজাজ হারাতে দেখা গেল ফেরান্দোকে। মুম্বই কোচ বাকিংহ্যামের সঙ্গে কথা কাটাকাটিতেও জড়ালেন। ডুরান্ডে প্রথম দুই ম্যাচের ফল দেখার পর মোহনবাগানের দল নির্বাচন নিয়েও উঠছে প্রশ্ন।
ঘটা করে ফ্লোরেন্তিন পোগবাকে নিয়ে এসেছে এটিকে মোহনবাগান। ফরাসি লিগে প্রথম ও দ্বিতীয় ডিভিশনে খেলেছেন। আমেরিকার মেজর লিগ সকারেও খেলার অভিজ্ঞতা রয়েছে। স্বাভাবিকভাবেই পোগবাকে নিয়ে অনেক বেশি প্রত্যাশা ছিল সবুজ মেরুন সমর্থকদের। প্রত্যাশাপূরণের ধারেকাছেও পৌঁছতে পারেননি ফ্লোরেন্তিন। বুধবারও তাঁর পারফরম্যান্স একেবারে তলানিতে। গোল হজমের সময় কিছুতেই দোষ এড়াতে পারেন না পল পোগবার দাদা। মুম্বইয়ের সুপার সাব পেরেরা গোল করে চোখে আঙুল দিয়ে ভুল দেখিয়ে দিলেন।
মাঠ ছাড়ার সময় গোটা মোহনবাগান দলের চেহারা ছিল থমথমে। মুম্বই ম্যাচ ড্র করে ডুরান্ডের শেষ আটে ওঠার পথ কঠিন করে ফেললেন প্রীতমরা। এই দলে একমাত্র জনি কাউকো ছাড়া কারও খেলা ছাপ ফেলতে পারছে না। কোচ ফেরান্দোর স্ট্র্যাটেজি নিয়েও উঠছে প্রশ্ন। মুম্বইয়ের মতো দলের বিরুদ্ধে ১-০ এগিয়ে থাকা অবস্থায় ৬২ মিনিটে জনি কাউকোকে তুলে কিয়ান নাসিরিকে নামান ফেরান্দো। ৭৯ মিনিটে ১-১ হওয়ার পর হুগো বোমাসকে তুলে নেন ফেরান্দো। ২ বিদেশি হয়ে যাওয়ায় অল আউট অ্যাটাকে ঝাঁপায় মুম্বই। বাগান কোচের এই স্ট্র্যাটেজি প্রশ্নের মুখে। এএফসি কাপ আর আইএসএলের আগে পরীক্ষা নিরীক্ষার রাস্তায় হাঁটতে চাইছেন ফেরান্দো। অতিরিক্ত পরীক্ষা নিরীক্ষা চালাতে গিয়ে কি নিজেরই বিপদ ডেকে আনছেন বাগান কোচ? উত্তর সময়ই বলবে।
![জীবনের আসল সত্যি ঠিক কখন জানা যায়? নিম করোলি বাবা বললেন... জীবনের আসল সত্যি ঠিক কখন জানা যায়? নিম করোলি বাবা বললেন...](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/Neem-Karoli-baba-says-when-people-realize-many-truths-of-life.jpg?w=670&ar=16:9)
![ভাগ্যের চাকা ঘোরাতে চান? এই ৭ প্রাণীর দর্শনে হবে কামাল! ভাগ্যের চাকা ঘোরাতে চান? এই ৭ প্রাণীর দর্শনে হবে কামাল!](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/List-of-7-Animals-believed-to-bring-good-luck-.jpg?w=670&ar=16:9)
![পঁচিশের চ্যাম্পিয়ন্স ট্রফির 'মিসিং' একাদশ পঁচিশের চ্যাম্পিয়ন্স ট্রফির 'মিসিং' একাদশ](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/list-of-11-cricketer-who-going-to-miss-ICC-Champions-trophy-2025-.jpg?w=670&ar=16:9)
![কাঁচা অ্যালোভেরা খান? শরীরে কী প্রভাব পড়ছে জানলে চমকে যাবেন কাঁচা অ্যালোভেরা খান? শরীরে কী প্রভাব পড়ছে জানলে চমকে যাবেন](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/Know-the-raw-aloe-vera-benefits-for-health.jpg?w=670&ar=16:9)
![কোন রাজ্যের মেয়েরা সবথেকে বেশি মদ্যপান করে? উত্তরটা অবাক করবে কোন রাজ্যের মেয়েরা সবথেকে বেশি মদ্যপান করে? উত্তরটা অবাক করবে](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/liquor-lead.jpg?w=670&ar=16:9)
![৭০ বছরেও ত্বক থাকবে টানটান, ছুঁতে পারবে না বলিরেখা! রইল ৭ দাওয়াই ৭০ বছরেও ত্বক থাকবে টানটান, ছুঁতে পারবে না বলিরেখা! রইল ৭ দাওয়াই](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/Untitled-design-3.jpg?w=670&ar=16:9)