বেঞ্জেমার ছন্দে টানা পাঁচ ম্যাচ জয় রিয়ালের

রবিবার লা লিগায় আরও একটা জয় তুলে নিল রিয়াল মাদ্রিদ (Real Madrid)। খাদের ধারে দাঁড়িয়ে থাকা একটা দল, টানা পাঁচ ম্যাচ জিতে আবার ছন্দে। আর রিয়ালের এই কামব্যাকের নায়ক ফরাসি স্ট্রাইকার করিম বেঞ্জেমা। রবিবার ম্যাচে জিদানের দল ৩-১ গোলে হারাল এইবারকে (Eibar)। ১৪ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ২ নম্বরে রিয়াল মাদ্রিদ।

| Updated on: Dec 21, 2020 | 3:56 PM
এইবারের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচের ৬ মিনিটে করিম বেঞ্জেমার গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ (Real Madrid)।

এইবারের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচের ৬ মিনিটে করিম বেঞ্জেমার গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ (Real Madrid)।

1 / 5
১৩ মিনিটে রিয়ালের হয়ে দ্বিতীয় গোল লুকা মোদ্রিচের। গোলের পাস দিলেন বেঞ্জেমা।

১৩ মিনিটে রিয়ালের হয়ে দ্বিতীয় গোল লুকা মোদ্রিচের। গোলের পাস দিলেন বেঞ্জেমা।

2 / 5
ম্যাচে তৃতীয় গোল লুকাস ভাসকুয়েজের। এই গোলের পেছনেও ছিলেন বেঞ্জেমা। রিয়ালের জার্সিতে ১৫০ তম জয় ভাসকুয়েজের।

ম্যাচে তৃতীয় গোল লুকাস ভাসকুয়েজের। এই গোলের পেছনেও ছিলেন বেঞ্জেমা। রিয়ালের জার্সিতে ১৫০ তম জয় ভাসকুয়েজের।

3 / 5
ম্যাচের শেষে জিদানের মুখে আবার বেঞ্জেমার প্রশংসা। কিছুদিন আগেই বেঞ্জেমাকে ফ্রান্সের সর্বকালের সেরা স্ট্রাইকার বলেছিলেন জিজু।

ম্যাচের শেষে জিদানের মুখে আবার বেঞ্জেমার প্রশংসা। কিছুদিন আগেই বেঞ্জেমাকে ফ্রান্সের সর্বকালের সেরা স্ট্রাইকার বলেছিলেন জিজু।

4 / 5
রবিবারের ম্যাচ জিতে লিগ শীর্ষে থাকা অ্যাটলেটিকোর সঙ্গে একই পয়েন্টে রিয়াল মাদ্রিদ। দুই দলেরই পয়েন্ট ২৯। গোল পার্থক্যে দ্বিতীয় স্থানে জিদানের দল। (ছবি-রিয়াল মাদ্রিদ টুইটার)

রবিবারের ম্যাচ জিতে লিগ শীর্ষে থাকা অ্যাটলেটিকোর সঙ্গে একই পয়েন্টে রিয়াল মাদ্রিদ। দুই দলেরই পয়েন্ট ২৯। গোল পার্থক্যে দ্বিতীয় স্থানে জিদানের দল। (ছবি-রিয়াল মাদ্রিদ টুইটার)

5 / 5
Follow Us: