বেঞ্জেমার ছন্দে টানা পাঁচ ম্যাচ জয় রিয়ালের
রবিবার লা লিগায় আরও একটা জয় তুলে নিল রিয়াল মাদ্রিদ (Real Madrid)। খাদের ধারে দাঁড়িয়ে থাকা একটা দল, টানা পাঁচ ম্যাচ জিতে আবার ছন্দে। আর রিয়ালের এই কামব্যাকের নায়ক ফরাসি স্ট্রাইকার করিম বেঞ্জেমা। রবিবার ম্যাচে জিদানের দল ৩-১ গোলে হারাল এইবারকে (Eibar)। ১৪ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ২ নম্বরে রিয়াল মাদ্রিদ।
Most Read Stories