আরও ৫ বছর বার্সেলোনাতেই মেসি

Lionel Messi: চলতি মাসের শেষে ক্যাম্প ন্যুতে গিয়ে নতুন চুক্তি সই করবেন লিও। তখনই হবে সরকারি ঘোষণা।

আরও ৫ বছর বার্সেলোনাতেই মেসি
আরও ৫ বছর বার্সেলোনাতেই মেসি
Follow Us:
| Edited By: | Updated on: Jul 15, 2021 | 12:48 PM

বার্সেলোনা: যাবতীয় জল্পনার অবসান। আরও ৫ বছর বার্সেলোনাতে (Barcelona) লিওনেল মেসি (Lionel Messi)। ফুটবল মহলের খবর ২০২৬ পর্যন্ত বার্সেলোনার সঙ্গে চুক্তি সই করতে চলেছেন আর্জেন্টিনার অধিনায়ক। ৩৪ বছরের মেসির আর্থিক চুক্তির পরিমাণ যদিও ৫০ শতাংশ কমে গেছে বলেই খবর। চলতি মাসের শেষে ক্যাম্প ন্যুতে গিয়ে নতুন চুক্তি সই করবেন লিও। তখনই হবে সরকারি ঘোষণা।

কোপা আমেরিকার (Copa America) আগে থেকেই মেসির চুক্তি নিয়ে জল্পনা শুরু হয়েছিল। কেরিয়ারে প্রথমবার ফ্রি এজেন্ট হিসেবে বেশ কয়েকদিন কাটালেন তিনি। ১ জুলাই থেকেই তিনি ফ্রি ফুটবলার। তারপর থেকেই জল্পনা শুরু হয়েছিল মেসিকে কি বার্সেলোনা, দলে রাখছে না?যদিও মুখ বন্ধ ছিল মেসি ও বার্সেলোনা দুপক্ষেরই।

লা লিগার (La Liga) আর্থিক চুক্তি সংক্রান্ত নিয়ম মাথায় রাখলে মেসিকে অন্য কোনও ক্লাব নিতে পারবে না। এমন কথাই বলেছিলেন লা লিগার সভাপতি। এমনকি বার্সেলোনার পক্ষেও মেসির চুক্তির পরিমাণ বাড়ানো সম্ভব নয় বলেই জানিয়েছিল তিনি। তাঁর সেই কথাই সত্যি হল। আর্থিক চুক্তি ৫০ শতাংশ কমিয়ে বার্সেলোনাতেই থেকে গেলেন সদ্য কোপা চ্যাম্পিয়ন আর্জেন্টিনার অধিনায়ক।

আরও পড়ুন: মেসির সঙ্গে চুক্তি প্রক্রিয়া চলছে: বার্সা প্রেসিডেন্ট