দেশের বাইরে যেতে পারবেন না মারাদোনার চিকিত্‍সকরা: আদালত

দিয়েগো মারাদোনার (Diego Maradona) মৃত্যুর পরই চিকিত্‍সকদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছিল তাঁর পরিবার। সেই মামলার পরই তদন্তে নামে আর্জেন্তিনার (Argentina) পুলিশ। জল গড়ায় আদালত পর্যন্ত। মারাদোনার চিকিত্‍সায় যুক্ত ছিলেন নিউরোসার্জেন লিওপোল্ডো লুক, মনরোগ বিশেষজ্ঞ অগাস্টিনা কোসাচোভ, মনোবিজ্ঞানী কার্লোস দিয়াজ, দাহিয়ানা মাদ্রিদ এবং রিকার্ডো।

দেশের বাইরে যেতে পারবেন না মারাদোনার চিকিত্‍সকরা: আদালত
মারাদোনার মৃত্যু তদন্তে কড়া আদালত। ছবি: টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: May 28, 2021 | 6:47 PM

বুয়েনস আইরেস: দিয়েগো মারাদোনার (Diego Maradona) মৃত্যু তদন্তে এবার কড়া আর্জেন্তিনার আদালত। মারাদোনার চিকিত্‍সকদের যাতায়াতে নিষেধাজ্ঞা জারি করলেন আর্জেন্তিনা আদালতের প্রধান বিচারপতি। দেশের বাইরে তো নয়ই, এমনকি অন্য কোথাও যেতে পারবেন না সেই ৭ চিকিত্‍সক।

দিয়েগো মারাদোনার (Diego Maradona) মৃত্যুর পরই চিকিত্‍সকদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছিল তাঁর পরিবার। সেই মামলার পরই তদন্তে নামে আর্জেন্তিনার (Argentina) পুলিশ। জল গড়ায় আদালত পর্যন্ত। মারাদোনার চিকিত্‍সায় যুক্ত ছিলেন নিউরোসার্জেন লিওপোল্ডো লুক, মনরোগ বিশেষজ্ঞ অগাস্টিনা কোসাচোভ, মনোবিজ্ঞানী কার্লোস দিয়াজ, দাহিয়ানা মাদ্রিদ এবং রিকার্ডো। চিকিত্‍সক ন্যান্সি ফরলিনি এবং নার্স মারিয়ানোর বিরুদ্ধেও অভিযোগ করে মারাদোনার পরিবার। এদের প্রত্যেকেরই যাতায়াতে নিষেধাজ্ঞা জারি করল আর্জেন্তিনার আদালত। দোষী প্রমাণিত হলে কঠিন সাজা পাবেন প্রত্যেকে। ২৫ বছরের জেল হতে পারে চিকিত্‍সকদের।

গত নভেম্বরে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান দিয়েগো মারাদোনা। তার এক মাস আগেই মস্তিষ্কে রক্ত জমাট বাধায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন ফুটবলের রাজপুত্র।

আরও পড়ুন: ভিডিয়ো ফুটেজ ফাঁস, সাগর হত্যাকাণ্ডে আরও ফাঁসছেন সুশীল