আইএসএলে ফের পয়েন্ট নষ্ট সুনীলদের
নর্থ ইস্টের বিরুদ্ধে ৭৮ মিনিট অবধি এগিয়ে থেকেও জিততে ব্যর্থ বেঙ্গালুরু এফ সি। ফতোরদা স্টেডিয়ামে বেঙ্গালুরু এফ সি বনাম নর্থ ইস্ট ইউনাইটেড ম্যাচ শেষ হয় ২-২ গোলে। জোড়া গোল করে ম্যাচের সেরা মাচাদো।৪ ম্যাচ পর ৬ পয়েন্টে দাঁড়িয়ে সুনীলরা। অন্যদিকে ৫ ম্যাচ পর নর্থ ইস্টের পয়েন্ট ৯।
Most Read Stories