আইএসএলে ফের পয়েন্ট নষ্ট সুনীলদের

নর্থ ইস্টের বিরুদ্ধে ৭৮ মিনিট অবধি এগিয়ে থেকেও জিততে ব্যর্থ বেঙ্গালুরু এফ সি। ফতোরদা স্টেডিয়ামে বেঙ্গালুরু এফ সি বনাম নর্থ ইস্ট ইউনাইটেড ম্যাচ শেষ হয় ২-২ গোলে। জোড়া গোল করে ম্যাচের সেরা মাচাদো।৪ ম্যাচ পর ৬ পয়েন্টে দাঁড়িয়ে সুনীলরা। অন্যদিকে ৫ ম্যাচ পর নর্থ ইস্টের পয়েন্ট ৯।

| Updated on: Dec 09, 2020 | 1:32 PM
ফতোরদা স্টেডিয়ামে খেলার শুরুতেই মাচাদোর গোলে এগিয়ে যায় নর্থ ইস্ট ইউনাইটেড।

ফতোরদা স্টেডিয়ামে খেলার শুরুতেই মাচাদোর গোলে এগিয়ে যায় নর্থ ইস্ট ইউনাইটেড।

1 / 5
পিছিয়ে পরার ৯ মিনিটে মাথায় সমতা ফেরায় বেঙ্গালুরু এফ সি। হুয়াননের গোলে স্কোরলাইন ১-১ করেন সুনীলরা।

পিছিয়ে পরার ৯ মিনিটে মাথায় সমতা ফেরায় বেঙ্গালুরু এফ সি। হুয়াননের গোলে স্কোরলাইন ১-১ করেন সুনীলরা।

2 / 5
৭০ মিনিটে সুনীল ছেত্রীর পাস থেকে বেঙ্গালুরু এফ সিকে এগিয়ে দেন সুপার সাব উদান্তা সিং।

৭০ মিনিটে সুনীল ছেত্রীর পাস থেকে বেঙ্গালুরু এফ সিকে এগিয়ে দেন সুপার সাব উদান্তা সিং।

3 / 5
৭৮ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে নর্থ ইস্টকে সমতায় ফেরান ম্যাচের সেরা মাচাদো।

৭৮ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে নর্থ ইস্টকে সমতায় ফেরান ম্যাচের সেরা মাচাদো।

4 / 5
আইএসএলে এখনও অপরাজিত বেঙ্গালুরু এফ সি আর নর্থ ইস্ট ইউনাইটেড। ছবি-আইএসএল।

আইএসএলে এখনও অপরাজিত বেঙ্গালুরু এফ সি আর নর্থ ইস্ট ইউনাইটেড। ছবি-আইএসএল।

5 / 5
Follow Us: