India vs Pakistan: ভারত-পাকিস্তান দ্বৈরথ ঘিরে আচমকাই সংশয়!

SAFF Championship : পাক দলকে রেখেই সাফের সূচি ঘোষণা হয়েছে। তবে পাকিস্তানের ভারতে খেলতে আসা নিয়ে আচমকাই তৈরি হল সংশয়ের মেঘ। ভারতে আসার জন্য এখনও ছাড়পত্র পায়নি পাকিস্তান। আর তাতেই টুর্নামেন্টে অংশ নিয়ে দেখা দিয়েছে নতুন করে অনিশ্চয়তা।

India vs Pakistan: ভারত-পাকিস্তান দ্বৈরথ ঘিরে আচমকাই সংশয়!
ভারত-পাকিস্তান দ্বৈরথ ঘিরে আচমকাই সংশয়!Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Jun 02, 2023 | 3:20 PM

কলকাতা: চলতি মাসে ফের ভারত-পাক (India vs Pakistan) দ্বৈরথ। তবে লড়াই এ বার ফুটবলের ময়দানে। সাফ চ্যাম্পিয়নশিপে (SAFF Championship) মুখোমুখি হবে ভারত আর পাকিস্তান। ২১ তারিখ থেকে বেঙ্গালুরুতে শুরু হবে এই টুর্নামেন্ট। ভারতে খেলতে আসার কথা পাকিস্তানের। পাক দলকে রেখেই সাফের সূচি ঘোষণা হয়েছে। তবে পাকিস্তানের ভারতে খেলতে আসা নিয়ে আচমকাই তৈরি হল সংশয়ের মেঘ। ভারতে আসার জন্য এখনও ছাড়পত্র পায়নি পাকিস্তান। আর তাতেই টুর্নামেন্টে অংশ নিয়ে দেখা দিয়েছে নতুন করে অনিশ্চয়তা। ভারতে আসার জন্য পাকিস্তান সরকারের কাছে ইতিমধ্যেই এনওসি চেয়েছে পাক ফুটবল ফেডারেশন। তবে পাক সরকারের তরফ থেকে এখনও সবুজ সংকেত মেলেনি। যতক্ষণ পর্যন্ত না সবুজ সংকেত মিলছে, ততক্ষণ পর্যন্ত পাকিস্তানের খেলতে আসা নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

পাকিস্তানের ফুটবল ফেডারেশনের তরফ থেকে জানানো হয়েছে, এখনও পর্যন্ত চূড়ান্ত কিছু হয়নি। নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখছে পাক সরকার। ভারত এবং মরিশাসে যাওয়ার জন্য পাক সরকার নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখে। আর তার জন্যই বিষয়টি এখনও ঝুলে রয়েছে। তবে সে দেশের ফুটবল ফেডারেশন আশাবাদী, দ্রুত জট খুলে যাবে।

সাফের আগে ১০ দিনের মরিশাস সফরে যাবে পাকিস্তান ফুটবল দল। সেখানে চারদলীয় ফুটবল টুর্নামেন্টে খেলবে। পাকিস্তান আর আয়োজক দেশ মরিশাস ছাড়াও রয়েছে আফ্রিকা মহাদেশের দুটি দেশ কেনিয়া আর জিবুটি। সাফ চ্যাম্পিয়নশিপে ভারত আর পাকিস্তান ছাড়াও খেলবে নেপাল, ভুটান, কুয়েত, বাংলাদেশ, লেবানন, মলদ্বীপ। ২১ তারিখ প্রথম দিনই মুখোমুখি হবে ভারত-পাকিস্তান।