Raphinia: তিন ঘণ্টা ফ্লাইটে বন্দি ব্রাজিল ফুটবলার! কেন জানেন?

Barcelona: অন্তঃসত্ত্বা বাগদত্তা নাতালি বেল্লোলিকে নিয়ে বার্সেলোনার দিকে পাড়ি দিয়েছিলেন ব্রাজিল স্টার রাফিনহা। পথেই সমস্যার মুখে পড়তে হল তাঁদের।

| Edited By: | Updated on: Dec 23, 2022 | 7:49 AM
বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে দেশে ফিরেই ক্লাব ফুটবলের জন্য বার্সেলোনার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন ব্রাজিল স্টার রাফিনহা। ছবি: ইনস্টাগ্রাম

বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে দেশে ফিরেই ক্লাব ফুটবলের জন্য বার্সেলোনার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন ব্রাজিল স্টার রাফিনহা। ছবি: ইনস্টাগ্রাম

1 / 6
অন্তঃসত্ত্বা বাগদত্তা নাতালি বেল্লোলিকে নিয়ে বার্সেলোনার পাড়ি দিয়েছিলেন তিনি। ছবি: ইনস্টাগ্রাম

অন্তঃসত্ত্বা বাগদত্তা নাতালি বেল্লোলিকে নিয়ে বার্সেলোনার পাড়ি দিয়েছিলেন তিনি। ছবি: ইনস্টাগ্রাম

2 / 6
পর্তুগালের লিসবন হয়ে স্পেনে যাচ্ছিলেন। লিসবন এয়ারপোর্টে লাগেজ হারিয়ে যাওয়ার কারণে দেরীতে পৌঁছয় তাঁর ফ্লাইট। ছবি: ইনস্টাগ্রাম

পর্তুগালের লিসবন হয়ে স্পেনে যাচ্ছিলেন। লিসবন এয়ারপোর্টে লাগেজ হারিয়ে যাওয়ার কারণে দেরীতে পৌঁছয় তাঁর ফ্লাইট। ছবি: ইনস্টাগ্রাম

3 / 6
ইনস্টাগ্রামে বিদ্রুপ করে বার্সেলোনা স্টার লেখেন, ফ্লাইটের মধ্যে এতক্ষণ এ ভাবে অপেক্ষা করানোর জন্য ধন্যবাদ। ছবি: ইনস্টাগ্রাম

ইনস্টাগ্রামে বিদ্রুপ করে বার্সেলোনা স্টার লেখেন, ফ্লাইটের মধ্যে এতক্ষণ এ ভাবে অপেক্ষা করানোর জন্য ধন্যবাদ। ছবি: ইনস্টাগ্রাম

4 / 6
ফ্লাইটের মধ্যে অনেক যাত্রী ওই সময় খাবার পর্যন্ত পাননি। তিনিও সেই সকল যাত্রীদের মধ্যেই একজন, দাবি তাঁর। ছবি: ইনস্টাগ্রাম

ফ্লাইটের মধ্যে অনেক যাত্রী ওই সময় খাবার পর্যন্ত পাননি। তিনিও সেই সকল যাত্রীদের মধ্যেই একজন, দাবি তাঁর। ছবি: ইনস্টাগ্রাম

5 / 6
ট্যাপ এয়ারওয়েজের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় একপ্রকার ক্ষোভ উগরে দিয়েছেন রাফিনহা। ছবি: ইনস্টাগ্রাম

ট্যাপ এয়ারওয়েজের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় একপ্রকার ক্ষোভ উগরে দিয়েছেন রাফিনহা। ছবি: ইনস্টাগ্রাম

6 / 6
Follow Us: