Roy Krishna: সময়টা একেবারে ভালো যাচ্ছে না কৃষ্ণার

শাশুড়ির মৃত্যুর পর এ বার বাবাকে হারালেন রয় কৃষ্ণা। ঘুমের মধ্যেই প্রয়াত হন তাঁর বাবা বাল কৃষ্ণা। রয় কৃষ্ণাকে সমবেদনা জানিয়েছে ফিজি ফুটবল ফেডারেশন। প্রেসিডেন্ট রাজেশ প্যাটেশ এবং বোর্ডের সদস্যরা শোক প্রকাশ করেছেন রয় কৃষ্ণার এই বিশাল ক্ষতিতে। গত রবিবার ঘুমের মধ্যেই মারা যান রয় কৃষ্ণার বাবা। যদিও এই খবর অনেক দেরিতে সামনে আসে। মঙ্গলবারই আবাহনীর বিরুদ্ধে ম্যাচ ছিল সবুজ-মেরুনের।

Roy Krishna: সময়টা একেবারে ভালো যাচ্ছে না কৃষ্ণার
পিতৃহারা রয় কৃষ্ণা। ছবি: টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: Apr 22, 2022 | 3:48 PM

সুবা: সময়টা একেবারে ভালো যাচ্ছে না রয় কৃষ্ণার (Roy Krishna)। কয়েকদিন আগেই তাঁর শাশুড়ি মারা গিয়েছিলেন। শাশুড়ির প্রয়াণে এএফসি কাপের (AFC Cup 2022) ম্যাচ খেলতে পারেননি বাগান সুপারস্টার। শ্রীলঙ্কার ব্লু স্টার এসসির বিরুদ্ধে ম্যাচের আগেই ফিজিতে চলে যান তিনি। কঠিন সময়ে স্ত্রী-র পাশে থাকতেই দেশে ফিরে গিয়েছিলেন ফিজির এই ফুটবলার। কলকাতায় না ফেরায় বাংলাদেশের ক্লাব ঢাকা আবাহনীর বিরুদ্ধে ম্যাচেও খেলতে পারেননি রয়। তাঁকে ছাড়াই মাঠে নামে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। সবুজ-মেরুনের স্প্যানিশ কোচ হুয়ান ফেরান্দোও রয় কৃষ্ণার পারিবারিক কারণকে মেনে নেন। যদিও ফিজির ফুটবলার না খেললেও এটিকে মোহনবাগানের ম্যাচ জিততে কোনও অসুবিধে হয়নি। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার ক্লাব ব্লু স্টার এসসিকে ৫-০ গোলে উড়িয়ে দেওয়ার পর বাংলাদেশের ক্লাব ঢাকা আবাহনীকে ৩-১ গোলে উড়িয়ে দেয় সবুজ-মেরুন ব্রিগেড। এএফসি কাপের মূলপর্বেও পৌঁছে গিয়েছে এটিকে মোহনবাগান।

শাশুড়ির মৃত্যুর পর এ বার বাবাকে হারালেন রয় কৃষ্ণা। ঘুমের মধ্যেই প্রয়াত হন তাঁর বাবা বাল কৃষ্ণা। রয় কৃষ্ণাকে সমবেদনা জানিয়েছে ফিজি ফুটবল ফেডারেশন। প্রেসিডেন্ট রাজেশ প্যাটেশ এবং বোর্ডের সদস্যরা শোক প্রকাশ করেছেন রয় কৃষ্ণার এই বিশাল ক্ষতিতে। গত রবিবার ঘুমের মধ্যেই মারা যান রয় কৃষ্ণার বাবা। যদিও এই খবর অনেক দেরিতে সামনে আসে। মঙ্গলবারই আবাহনীর বিরুদ্ধে ম্যাচ ছিল সবুজ-মেরুনের।

রয় কৃষ্ণার বাবার বয়স হয়েছিল ৬৩ বছর। রয়ের সাফল্যের পিছনে তাঁর বাবার অবদান অনেকটা। লাউতোকায় তাঁর বাবার শেষকৃত্য সম্পন্ন হবে। রয় কৃষ্ণার ভাই বোনেরা অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ড থেকে ফিজি ফেরার পরই শেষকৃত্য সম্পন্ন হবে।

কৃষ্ণা ছাড়াই মোহনবাগান এএফসি কাপের মূলপর্বে পা দিয়েছে। যোগ্যতা পর্বের দুটো ম্যাচে সব মিলিয়ে ৮ গোল দিয়েছে সবুজ-মেরুন। ফেরান্দোর টিম যে দারুণ ছন্দে, তা নিয়ে কোনও সন্দেহ নেই। তার থেকেও বড় কথা হল, ডেভিড উইলিয়ামস আবার ছন্দে ফিরেছেন। বাংলাদেশের টিমের বিরুদ্ধে শেষ ম্যাচে হ্যাটট্রিক করেছেন তিনি। মূলপর্বের ম্যাচগুলো নিয়ে ভাবনা চিন্তা শুরু করে দিয়েছেন স্প্যানিশ কোচ। বাবাকে হারালেও রয় কৃষ্ণা মূলপর্বে খেলতে পারবেন, এমনই আশা করা হচ্ছে। খবর শোনার পরই ফিজির ফুটবলারের সঙ্গে ক্লাবের তরফে যোগাযোগ করা হয়েছে।

আরও পড়ুন: Saina Nehwal: বাতিলের খাতায় সাইনা, ব্যাডমিন্টনে নতুন মুখ উন্নতি