FIFA World Cup: রাশিয়াকে বিশ্বকাপ থেকে বহিষ্কার ফিফার
বিশ্বের সমস্ত স্পোর্টস ফেডারেশনগুলিকে আইওসি চিঠি দিয়ে জানায়, রাশিয়া আর বেলারুশকে নির্বাসিত করতে। এরপরই কঠোর সিদ্ধান্ত নিতে সক্ষম হয় ফিফা। ইউক্রেনের পাশে দাঁড়িয়ে রাশিয়াকে কাতার বিশ্বকাপ থেকে বহিষ্কৃত করার সিদ্ধান্ত নেয় ফিফা। এ বছর ইংল্যান্ডে অনুষ্ঠিত মেয়েদের ইউরো কাপেও খেলতে পারবে না রাশিয়া।
জুরিখ: আন্তর্জাতিক অলিম্পিক কমিটির গ্রিন সিগন্যাল পেতেই বড়সড় সিদ্ধান্ত নিল ফিফা। কাতার বিশ্বকাপ (Qatar World Cup) থেকে বহিষ্কৃত রাশিয়া (Russia)। ইউক্রেনের উপর হামলা চালানোয় রাশিয়াকে কঠোর শাস্তি ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থার (FIFA)। আর কোনও ভাবেই কাতার বিশ্বকাপে খেলতে পারবে না রাশিয়া। সোমবার ফিফা কাউন্সিলের বৈঠকে সিদ্ধান্ত। অনির্দিষ্টকালের জন্য নির্বাসিত রাশিয়া। শুধু আন্তর্জাতিক ক্ষেত্রেই নয়, ক্লাব ফুটবলেও রাশিয়াকে একঘরে করে দিল উয়েফা। ফলে ২৪ মার্চ ফিফা বিশ্বকাপের প্লে অফে কোনও ভাবেই আর মাঠে নামতে পারবে না রাশিয়ার ফুটবলাররা। বাই পেয়ে সরাসরি পরবর্তী রাউন্ডে পৌঁছে গেল পোল্যান্ড। রবিবার ফিফার বৈঠকে ঠিক হয়, দেশের নাম, পতাকা ছাড়াই আন্তর্জাতিক আঙিনায় খেলতে পারবে রাশিয়া। মাঠে বাজবে না সে দেশের জাতীয় সঙ্গীতও। ফুটবল ইউনিয়ন অব রাশিয়া নামে আন্তর্জাতিক স্তরে খেলার ছাড়পত্র পাবে। কিন্তু ফিফার ওই সিদ্ধান্তের বিরুদ্ধে একজোটে আওয়াজ তোলে পোল্যান্ড, ইংল্যান্ড, ফ্রান্সরা। সোমবার আইওসির সবুজ সংকেত মিলতেই টুইস্ট। বড়সড় সিদ্ধান্ত ফিফার।
বিশ্বের সমস্ত স্পোর্টস ফেডারেশনগুলিকে আইওসি চিঠি দিয়ে জানায়, রাশিয়া আর বেলারুশকে নির্বাসিত করতে। এরপরই কঠোর সিদ্ধান্ত নিতে সক্ষম হয় ফিফা। ইউক্রেনের পাশে দাঁড়িয়ে রাশিয়াকে কাতার বিশ্বকাপ থেকে বহিষ্কৃত করার সিদ্ধান্ত নেয় ফিফা। এ বছর ইংল্যান্ডে অনুষ্ঠিত মেয়েদের ইউরো কাপেও খেলতে পারবে না রাশিয়া।
FIFA/UEFA suspend Russian clubs and national teams from all competitions
▶️ https://t.co/Q2htzW3W9z pic.twitter.com/LFo1bUtqmm
— FIFA Media (@fifamedia) February 28, 2022
ক্লাব ফুটবলেও রুশদের বড়সড় শাস্তি। ইউরোপা লিগে খেলতে পারবে না স্পার্টাক মস্কো। পরের মাসে শেষ ষোলোয় জার্মান ক্লাব লিপজিগের বিরুদ্ধে খেলার কথা থাকলেও তা এখন বিশ বিঁও জলে। ইউক্রেনে হামলা চালিয়ে কূটনৈতিক জগতে যেমন নিন্দিত হয়েছে রাশিয়া, ক্রীড়াক্ষেত্রেও তার প্রভাব পড়ল। বিশ্বে খেলার দুনিয়ায় ক্রমশ কোণঠাসা হচ্ছে রাশিয়া।
আরও পড়ুন: ISL 2021-22: লিগের লাস্ট বয় লাল-হলুদ