তুরিন ডার্বিতে রোনাল্ডোর গোলে সম্মান বাঁচল জুভের
সিরি আ (Serie A)-তে জুভেন্তাস (Juventus) বনাম তরিনোর (Torino) ম্যাচে এগিয়ে গিয়েও জয় অধরা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোদের (Cristiano Ronaldo)। তুরিন ডার্বিতে (Turin Derby) ম্যাচ শেষ হয় ২-২ গোলে। এই ম্যাচ থেকে এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হল আন্দ্রে পিরলোর ছেলেদের।
Most Read Stories