তুরিন ডার্বিতে রোনাল্ডোর গোলে সম্মান বাঁচল জুভের

সিরি আ (Serie A)-তে জুভেন্তাস (Juventus) বনাম তরিনোর (Torino) ম্যাচে এগিয়ে গিয়েও জয় অধরা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোদের (Cristiano Ronaldo)। তুরিন ডার্বিতে (Turin Derby) ম্যাচ শেষ হয় ২-২ গোলে। এই ম্যাচ থেকে এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হল আন্দ্রে পিরলোর ছেলেদের।

| Updated on: Apr 04, 2021 | 2:45 PM
ম্যাচের ১৩ মিনিটেই জুভেন্তাসকে এগিয়ে দেয় ফেডরিকো চিয়েসা।

ম্যাচের ১৩ মিনিটেই জুভেন্তাসকে এগিয়ে দেয় ফেডরিকো চিয়েসা।

1 / 5
২৭ মিনিটে তরিনোকে সমতায় ফেরান অ্যান্টোনিও সানাব্রিয়া।

২৭ মিনিটে তরিনোকে সমতায় ফেরান অ্যান্টোনিও সানাব্রিয়া।

2 / 5
সানাব্রিয়া ৪৬ মিনিটে ফের এগিয়ে দেয় তরিনোকে।

সানাব্রিয়া ৪৬ মিনিটে ফের এগিয়ে দেয় তরিনোকে।

3 / 5
ম্যাচের ৭৯ মিনিটে বলে জাল জড়িয়ে জুভেন্তাসকে সমতায় ফেরান ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

ম্যাচের ৭৯ মিনিটে বলে জাল জড়িয়ে জুভেন্তাসকে সমতায় ফেরান ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

4 / 5
রোনাল্ডোর গোল প্রথমে অফসাইডের কারণে বাতিল করা হয়। কিন্তু ভার প্রযুক্তির সাহায্যে সেই গোল বৈধ বলে ঘোষণা করা হয়। (সৌজন্যে-টুইটার)

রোনাল্ডোর গোল প্রথমে অফসাইডের কারণে বাতিল করা হয়। কিন্তু ভার প্রযুক্তির সাহায্যে সেই গোল বৈধ বলে ঘোষণা করা হয়। (সৌজন্যে-টুইটার)

5 / 5
Follow Us: